নয়াদিল্লি, 9 মে : করোনা থেকে সুস্থ হয়েছেন অলিম্পিক গেমসের জন্য বাছাই হওয়া 10 মিটার এয়ার পিস্তল শ্যুটার সৌরভ চৌধুরী ৷ তবে, এখনই তাঁকে কঠোর অনুশীলনে নামতে নিষেধ করেছেন তাঁর জাতীয় দলের পিস্তল কোচ ৷ এতে তাঁর পারফরমেন্সে প্রভাব পড়বে বলে জানিয়েছেন তিনি ৷
সৌরভ চৌধুরীর জাতীয় দলের কোচ জানিয়েছেন, করোনার কারণে 15 দিনের বিশ্রামের পর তিনি সবে ট্রেনিং শুরু করেছেন ৷ সৌরভ চৌধুরী হয়তো সুস্থবোধ করছেন ৷ কিন্তু তাঁকে একটাই পরামর্শ দেওয়ার যে, এখনই যেন কঠোর অনুশীলনে শুরু না করেন ৷ এতে তিনি অবসন্ন এবং ক্লান্তি অনুভব করবেন ৷ টোকিও অলিম্পিক শুরু হতে এখনও 75 দিন বাকি রয়েছে ৷ তাঁর বিষয়টিকে সহজভাবে নেওয়া উচিত ৷ তা না হলে টুর্নামেন্টে সেরা পারফর্মেন্স করতে সমস্যা হবে ৷
আরও পড়ুন : টোকিও অলিম্পিক্সে আমাদের ভাল সুযোগ আছে : মনপ্রীত সিং
আগামী 23 জুলাই থেকে টোকিওতে অলিম্পিক টুর্নামেন্ট শুরু হতে চলেছে ৷ তার আগে আগামী মঙ্গলবার থেকে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া 13 জন শ্যুটারের জন্য জাগ্রেব ও ক্রোয়েশিয়াতে জাতীয় স্তরে একটি ক্যাম্পের আয়োজন করেছে ৷ তবে তাঁর আগে সৌরভ চৌধুরী সুস্থ না হলে, 20 মে থেকে শুরু হওয়া ইউরোপিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে খেলা হবে না তাঁর ৷