ETV Bharat / sports

Swiss Open 2023: সুইস ওপেনে পুরুষদের ডাবলস খেতাব জয় সাত্বিক-চিরাগ জুটির

সুইস ওপেন (Swiss Open 2023) সুপার 300 ব্যাডমিন্টনের সেরার শিরোপা জিতলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ ফাইনালে চিনের রেন জিয়াং ইউ এবং তান কিয়াং জুটি 21-19 ও 24-22 গেমে হারিয়েছেন তাঁরা ৷

Swiss Open 2023 ETV BHARAT
Swiss Open 2023
author img

By

Published : Mar 26, 2023, 9:59 PM IST

বাসেল, 26 মার্চ: 2023 ব্যাডমিন্টন যাত্রা টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করলেন ভারতীয় জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ ভারতীয় পুরুষদের ডাবলস জুটি এদিন সুইস ওপেন সুপার 300 ব্যাডমিন্টনের সেরার শিরোপা জিতলেন ৷ রবিবার বাসেলে টুর্নামেন্টের ফাইনালে চিনের রেন জিয়াং ইউ এবং তান কিয়াংকে স্ট্রেট গেমে হারিয়েছেন ৷ 21-19 ও 24-22 গেমে চিনের প্রতিপক্ষকে 54 মিনিটের লড়াইয়ে ধরাশায়ী করেন সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷

এই টুর্নামেন্টে দ্বিতীয় বাছাই হিসেবে খেলতে নেমেছিলেন 2022 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী জুটি ৷ অসাধারণ ডিফেন্স এবং তেমনি চতুর আক্রমণে চিনের রেন জিয়াং ইউ এবং তান কিয়াংকে পরাস্ত করেন তাঁরা ৷ এ বছর সাত্বিক এবং চিরাগ জুটির এটাই প্রথম খেতাব জয় ৷ তবে, এটা শুধু সাত্বিক এবং চিরাগের নয়, এ বছর ব্যাডমিন্টনে ভারতেরও এটা প্রথম খেতাব ৷ উল্লেখ্য, গত সপ্তাহে অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল ভারতীয় এই জুটি ৷ সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি সুইস ওপেন খেতাব জয়ের সঙ্গে কেরিয়ারের পঞ্চম ওয়ার্ল্ড ট্যুর টুর্নামেন্ট জিতেছে ৷

এর আগে গত বছর ইন্ডিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জেতেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ তার আগে 2019 সালে থাইল্যান্ড ওপেন এবং 2018 সালে হায়দরাবাদ ওপেন জয় করেন দুই ভারতীয় তরুণ ৷ 2022 সালে কমনওয়েলথ গেমসে তাঁরা পুরুষদের ব্যাডমিন্টন ডাবলসে সোনা জিতেছিলেন ৷ এর আগে 2022 সালে পিভি সিন্ধু সুইস ওপেনে মেয়েদের সিঙ্গলস খেতাব জেতেন ৷ সাইনা নেহওয়াল 2011 ও 2012 সালে পরপর এই খেতাব জিতেছিলেন ৷ কিদাম্বি শ্রীকান্ত ছেলেদের সিঙ্গলস বিভাগে 2015 সালে সুইস ওপেন জেতেন এবং 2016 সালে এইএস প্রণয় সুই ওপেন জিতেছিলেন ৷

আরও পড়ুন: বুসাননকে হারিয়ে কেরিয়ারের প্রথম সুইস ওপেন জয় সিন্ধুর

প্রথম ও দ্বিতীয় গেমে চিনা প্রতিপক্ষ জুটি সাত্বিক এবং চিরাগকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ৷ প্রথম গেম সরাসরি 21-19 স্কোরে জিতে নেন তাঁরা ৷ তবে, একটা সময় কাঁটায় কাঁটায় লড়াই চলছিল ৷ কিন্তু, দ্বিতীয় গেমের সময় চিনা জুটি কিছুটা এগিয়ে ছিল ৷ তবে, সেখান থেকে কামব্যাক করে ম্যাচ অতিরিক্ত পয়েন্টের খেলায় নিয়ে যান সাত্বিক এবং চিরাগ ৷ সেখান থেকে 24-22 পয়েন্টে ম্যাচ নিজেদের নামে করেন তাঁরা ৷

বাসেল, 26 মার্চ: 2023 ব্যাডমিন্টন যাত্রা টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করলেন ভারতীয় জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ ভারতীয় পুরুষদের ডাবলস জুটি এদিন সুইস ওপেন সুপার 300 ব্যাডমিন্টনের সেরার শিরোপা জিতলেন ৷ রবিবার বাসেলে টুর্নামেন্টের ফাইনালে চিনের রেন জিয়াং ইউ এবং তান কিয়াংকে স্ট্রেট গেমে হারিয়েছেন ৷ 21-19 ও 24-22 গেমে চিনের প্রতিপক্ষকে 54 মিনিটের লড়াইয়ে ধরাশায়ী করেন সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷

এই টুর্নামেন্টে দ্বিতীয় বাছাই হিসেবে খেলতে নেমেছিলেন 2022 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী জুটি ৷ অসাধারণ ডিফেন্স এবং তেমনি চতুর আক্রমণে চিনের রেন জিয়াং ইউ এবং তান কিয়াংকে পরাস্ত করেন তাঁরা ৷ এ বছর সাত্বিক এবং চিরাগ জুটির এটাই প্রথম খেতাব জয় ৷ তবে, এটা শুধু সাত্বিক এবং চিরাগের নয়, এ বছর ব্যাডমিন্টনে ভারতেরও এটা প্রথম খেতাব ৷ উল্লেখ্য, গত সপ্তাহে অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল ভারতীয় এই জুটি ৷ সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি সুইস ওপেন খেতাব জয়ের সঙ্গে কেরিয়ারের পঞ্চম ওয়ার্ল্ড ট্যুর টুর্নামেন্ট জিতেছে ৷

এর আগে গত বছর ইন্ডিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জেতেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ তার আগে 2019 সালে থাইল্যান্ড ওপেন এবং 2018 সালে হায়দরাবাদ ওপেন জয় করেন দুই ভারতীয় তরুণ ৷ 2022 সালে কমনওয়েলথ গেমসে তাঁরা পুরুষদের ব্যাডমিন্টন ডাবলসে সোনা জিতেছিলেন ৷ এর আগে 2022 সালে পিভি সিন্ধু সুইস ওপেনে মেয়েদের সিঙ্গলস খেতাব জেতেন ৷ সাইনা নেহওয়াল 2011 ও 2012 সালে পরপর এই খেতাব জিতেছিলেন ৷ কিদাম্বি শ্রীকান্ত ছেলেদের সিঙ্গলস বিভাগে 2015 সালে সুইস ওপেন জেতেন এবং 2016 সালে এইএস প্রণয় সুই ওপেন জিতেছিলেন ৷

আরও পড়ুন: বুসাননকে হারিয়ে কেরিয়ারের প্রথম সুইস ওপেন জয় সিন্ধুর

প্রথম ও দ্বিতীয় গেমে চিনা প্রতিপক্ষ জুটি সাত্বিক এবং চিরাগকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ৷ প্রথম গেম সরাসরি 21-19 স্কোরে জিতে নেন তাঁরা ৷ তবে, একটা সময় কাঁটায় কাঁটায় লড়াই চলছিল ৷ কিন্তু, দ্বিতীয় গেমের সময় চিনা জুটি কিছুটা এগিয়ে ছিল ৷ তবে, সেখান থেকে কামব্যাক করে ম্যাচ অতিরিক্ত পয়েন্টের খেলায় নিয়ে যান সাত্বিক এবং চিরাগ ৷ সেখান থেকে 24-22 পয়েন্টে ম্যাচ নিজেদের নামে করেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.