ETV Bharat / sports

Indonesia Open 2023: ইন্দোনেশিয়া ওপেনে জয়, দেশের প্রথম জুটি হিসাবে ইতিহাসে সাত্ত্বিক-চিরাগ

প্রথম ভারতীয় হিসাবে বিদেশের মাটিতে ইতিহাস রচনা সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টির ৷ বিশ্বচ্যাম্পিয়ানদের হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের খেতাব জিতে ব্যাডমিন্টনে নজির এই ডাবলসের ৷

Indonesia Open 2023
দেশের প্রথম জুটি হিসাবে ইতিহাসে সাত্ত্বিক চিরাগ
author img

By

Published : Jun 18, 2023, 5:06 PM IST

Updated : Jun 18, 2023, 5:34 PM IST

জাকার্তা, 18 জুন: ইন্দোনেশিয়া ওপেনে পুরুষদের ডাবলস ফাইনাল জিতলেন ভারতীয় জুটি সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। ফাইনালে মায়লেশিয়ার অ্যারন শিয়া ও সোহ উইয়িক জুটিকে স্ট্রেট গেমে উড়িয়ে চ্যাম্পিয়ন হলেন তাঁরা ৷ খেতাবি লড়াইয়ে সাত্ত্বিক-চিরাগ 21-17, 21-18 গেমে পরাজিত করেন অ্যারনদের। ইন্দোনেশিয়ার রাজধানীতে দেশের প্রথম ডাবলস জুটি হিসেবে ব্যাডমিন্টনের কোনও সুপার 1000 ইভেন্টে স্বর্ণপদক জিতলেন সাত্ত্বিক-চিরাগ ৷ অচিরেই ইতিহাসে জায়গা করে নিলেন 2022 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ডাবলস জুটি ৷

অন্যদিকে অ্যারন-সোহ উইয়িক জুটি 2022 সালের বিশ্বচ্যাম্পিয়নশিপের পুরুষের ডাবলসে সোনা জেতেন। সুতরাং জাকার্তায় বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস রচনা করলেন চিরাগরা। এর আগে গত এপ্রিলে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে দেশের প্রথম ডাবলস জুটি হিসেবে সোনা জিতেছিলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। তারপর আবার এই নজির। গতবছর কমনওয়েলথে সোনা ও বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ছিল দেশের এই তারকা শাটলারদ্বয়ের।

এদিন শুরু থেকেই মালয়েশিয়ান জুটির বিরুদ্ধে ম্যাচের রাশ ছিল ভারতীয় জুটির হাতে ৷ সাত্ত্বিকসাইরাজ- চিরাগের চাপের সামনে শেষপর্যন্ত অসহায় আত্মসমর্পণ করেন বিদেশিরা। এর আগে সাত্ত্বকিদের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে অ্যারনদের দাপট ছিল একতরফা। এই নিয়ে মোট 8 বার মালয়েশিয়ান জুটির বিরুদ্ধে লড়াইয়ে নামলেন চিরাগরা। আগের 7টি ম্যাচে ভারতীয় জুটিকে হারিয়ে দেন অ্যারন-য়িক। অর্থাৎ, অষ্টমবারের প্রচেষ্টায় মালয়েশিয়ান জুটির বিরুদ্ধে প্রথম জয়ের মুখে দেখলেন ভারতীয় জুটি।

আরও পড়ুন: 30 জুন জ্যাভলিন ট্র্যাকে ফিরছেন নীরজ ! ওয়ান্ডা ডায়মন্ড লিগে তাঁর নাম নিয়ে জল্পনা

ভারতীয় জুটির এই সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় ক্রীড়া, সংস্কৃতি ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর। এর আগে কোনও ভারতীয় জুটি সুপার 1000 ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। প্রথমবার ফাইনালে উঠে সেই বাধাই টপকে গেলেন সাত্ত্বিক-চিরাগ। উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, থমাস কাপ, কমনওয়েলথ গেমস এবং বিডব্লিউএফ ট্যুরের 300 থেকে 1000 পর্যন্ত লেভেলের পদক তাঁদের ঝুলিতে চলে এসেছে। খারাপ সময় কাটিয়ে চলতি বছরেই ভারতের এই জুটি ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ জিতেছিল।

জাকার্তা, 18 জুন: ইন্দোনেশিয়া ওপেনে পুরুষদের ডাবলস ফাইনাল জিতলেন ভারতীয় জুটি সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। ফাইনালে মায়লেশিয়ার অ্যারন শিয়া ও সোহ উইয়িক জুটিকে স্ট্রেট গেমে উড়িয়ে চ্যাম্পিয়ন হলেন তাঁরা ৷ খেতাবি লড়াইয়ে সাত্ত্বিক-চিরাগ 21-17, 21-18 গেমে পরাজিত করেন অ্যারনদের। ইন্দোনেশিয়ার রাজধানীতে দেশের প্রথম ডাবলস জুটি হিসেবে ব্যাডমিন্টনের কোনও সুপার 1000 ইভেন্টে স্বর্ণপদক জিতলেন সাত্ত্বিক-চিরাগ ৷ অচিরেই ইতিহাসে জায়গা করে নিলেন 2022 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ডাবলস জুটি ৷

অন্যদিকে অ্যারন-সোহ উইয়িক জুটি 2022 সালের বিশ্বচ্যাম্পিয়নশিপের পুরুষের ডাবলসে সোনা জেতেন। সুতরাং জাকার্তায় বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস রচনা করলেন চিরাগরা। এর আগে গত এপ্রিলে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে দেশের প্রথম ডাবলস জুটি হিসেবে সোনা জিতেছিলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। তারপর আবার এই নজির। গতবছর কমনওয়েলথে সোনা ও বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ছিল দেশের এই তারকা শাটলারদ্বয়ের।

এদিন শুরু থেকেই মালয়েশিয়ান জুটির বিরুদ্ধে ম্যাচের রাশ ছিল ভারতীয় জুটির হাতে ৷ সাত্ত্বিকসাইরাজ- চিরাগের চাপের সামনে শেষপর্যন্ত অসহায় আত্মসমর্পণ করেন বিদেশিরা। এর আগে সাত্ত্বকিদের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে অ্যারনদের দাপট ছিল একতরফা। এই নিয়ে মোট 8 বার মালয়েশিয়ান জুটির বিরুদ্ধে লড়াইয়ে নামলেন চিরাগরা। আগের 7টি ম্যাচে ভারতীয় জুটিকে হারিয়ে দেন অ্যারন-য়িক। অর্থাৎ, অষ্টমবারের প্রচেষ্টায় মালয়েশিয়ান জুটির বিরুদ্ধে প্রথম জয়ের মুখে দেখলেন ভারতীয় জুটি।

আরও পড়ুন: 30 জুন জ্যাভলিন ট্র্যাকে ফিরছেন নীরজ ! ওয়ান্ডা ডায়মন্ড লিগে তাঁর নাম নিয়ে জল্পনা

ভারতীয় জুটির এই সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় ক্রীড়া, সংস্কৃতি ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর। এর আগে কোনও ভারতীয় জুটি সুপার 1000 ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। প্রথমবার ফাইনালে উঠে সেই বাধাই টপকে গেলেন সাত্ত্বিক-চিরাগ। উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, থমাস কাপ, কমনওয়েলথ গেমস এবং বিডব্লিউএফ ট্যুরের 300 থেকে 1000 পর্যন্ত লেভেলের পদক তাঁদের ঝুলিতে চলে এসেছে। খারাপ সময় কাটিয়ে চলতি বছরেই ভারতের এই জুটি ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ জিতেছিল।

Last Updated : Jun 18, 2023, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.