ETV Bharat / sports

French Open 2022 : ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে বোপান্না-মিডলকুপ, এগোলেন সানিয়া-হ্রাডেকাও - Rohan Bopanna Matwe Middelkoop pair confirm Quarter Final of French Open 2022

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন রোহন বোপান্না-মাতে মিডলকুপ (Bopanna-Middelkoop pair confirm French Open Quarter Final) ৷ মহিলাদের ডাবলসের তৃতীয় রাউন্ডে উঠেছেন সানিয়া মির্জা-লুসি হ্রাডেকা জুটি ৷

French Open 2022 News
ফরাসি ওপেন
author img

By

Published : May 29, 2022, 1:36 PM IST

প্যারিস, 29 মে : লাল সুরকির মসনদ দখলের লড়াইয়ে আরও একধাপ এগোলেন রোহন বোপান্না-মাতে মিডলকুপ জুটি ৷ পুরুষদের ডাবলসের তৃতীয় রাউন্ডে তাঁরা হারিয়েছেন ক্রোয়েশিয়ার নিকোলা মেকটিক-মাতে পেভিক জুটিকে ৷ ম্যাচের ফল 6-7 (5-7), 7-6 (7-3), 7-6 (12-10) ৷

উম্বলডনের ডাবলস চ্যাম্পিয়ন জুটিকে হারাতে এদিন কার্যত কালঘাম ছুটে গিয়েছে বোপান্না-মিডলকুপের ৷ প্রায় আড়াই ঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত শেষ আটের টিকিট নিশ্চিত করেছেন ইন্দো-ডাচ জুটি ৷ কোয়ার্টার ফাইনালে লয়েড গ্লাসপুল-হারি হেলিওভারা জুটির মুখোমুখি হবেন তাঁরা (Rohan Bopanna Matwe Middelkoop pair confirm Quarter Final) ৷

অন্যদিকে, ফরাসি ওপেনে মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে জিতেছেন সানিয়া মির্জা-লুসি হ্রাডেকা জুটি ৷ স্লোভেনিয়ার কাজ়া জুভান-তামারা জিদানসেক জুটিকে স্ট্রেট সেটে হারিয়েছেন ইন্দো-চেক জুটি ৷ ম্যাচের ফল 6-3, 6-4 ৷ তৃতীয় রাউন্ডে জেসিকা পেগুলা-কোকো গফ জুটির মুখোমুখি হবেন মির্জা-হ্রাডেকা ৷

আরও পড়ুন : শেষ ষোলোর লড়াইয়ে ‘নাদাল বনাম নাদাল’, চ্যালেঞ্জের মুখে লাল সুরকির রাজা

অন্যদিকে আজ চতুর্থ রাউন্ডের ম্যাচে কানাডার ফেলিক্স অগার অ্যালিয়াসসিমের মুখোমুখি হবেন 13 বারের ফরাসি ওপেন জয়ী ৷ শুধু ফেলিক্সই নয়, শেষ ষোলোর লড়াইয়ে রাফায়েল নাদালের প্রতিপক্ষ থাকবেন আরও একজন ৷ তিনিও নাদাল, এবং ফরাসি ওপেনের সম্রাটের ভুলভ্রান্তি তাঁর থেকে ভাল হয়তো কেউ জানে না ৷ এক বছরের খানিক আগে রাফার কাকা টনি নাদালকে নিজের কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন বিশ্বের 9 নম্বর টেনিস তারকা ৷ তার কয়েকদিন আগেই পেশাগত চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন কাকা-ভাইপো ৷ ফলে এবার নিজের টেনিস কেরিয়ারে যাঁর পরামর্শে একের পর এক গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুলেছেন নাদাল, লড়াইটা তাঁর বিরুদ্ধেই ৷ অন্য ম্যাচে আর্জেন্তেনীয় দিয়েগো স্কর্জম্যানের মুখোমুখি হবেন নোভাক জকোভিচ ৷

প্যারিস, 29 মে : লাল সুরকির মসনদ দখলের লড়াইয়ে আরও একধাপ এগোলেন রোহন বোপান্না-মাতে মিডলকুপ জুটি ৷ পুরুষদের ডাবলসের তৃতীয় রাউন্ডে তাঁরা হারিয়েছেন ক্রোয়েশিয়ার নিকোলা মেকটিক-মাতে পেভিক জুটিকে ৷ ম্যাচের ফল 6-7 (5-7), 7-6 (7-3), 7-6 (12-10) ৷

উম্বলডনের ডাবলস চ্যাম্পিয়ন জুটিকে হারাতে এদিন কার্যত কালঘাম ছুটে গিয়েছে বোপান্না-মিডলকুপের ৷ প্রায় আড়াই ঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত শেষ আটের টিকিট নিশ্চিত করেছেন ইন্দো-ডাচ জুটি ৷ কোয়ার্টার ফাইনালে লয়েড গ্লাসপুল-হারি হেলিওভারা জুটির মুখোমুখি হবেন তাঁরা (Rohan Bopanna Matwe Middelkoop pair confirm Quarter Final) ৷

অন্যদিকে, ফরাসি ওপেনে মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে জিতেছেন সানিয়া মির্জা-লুসি হ্রাডেকা জুটি ৷ স্লোভেনিয়ার কাজ়া জুভান-তামারা জিদানসেক জুটিকে স্ট্রেট সেটে হারিয়েছেন ইন্দো-চেক জুটি ৷ ম্যাচের ফল 6-3, 6-4 ৷ তৃতীয় রাউন্ডে জেসিকা পেগুলা-কোকো গফ জুটির মুখোমুখি হবেন মির্জা-হ্রাডেকা ৷

আরও পড়ুন : শেষ ষোলোর লড়াইয়ে ‘নাদাল বনাম নাদাল’, চ্যালেঞ্জের মুখে লাল সুরকির রাজা

অন্যদিকে আজ চতুর্থ রাউন্ডের ম্যাচে কানাডার ফেলিক্স অগার অ্যালিয়াসসিমের মুখোমুখি হবেন 13 বারের ফরাসি ওপেন জয়ী ৷ শুধু ফেলিক্সই নয়, শেষ ষোলোর লড়াইয়ে রাফায়েল নাদালের প্রতিপক্ষ থাকবেন আরও একজন ৷ তিনিও নাদাল, এবং ফরাসি ওপেনের সম্রাটের ভুলভ্রান্তি তাঁর থেকে ভাল হয়তো কেউ জানে না ৷ এক বছরের খানিক আগে রাফার কাকা টনি নাদালকে নিজের কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন বিশ্বের 9 নম্বর টেনিস তারকা ৷ তার কয়েকদিন আগেই পেশাগত চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন কাকা-ভাইপো ৷ ফলে এবার নিজের টেনিস কেরিয়ারে যাঁর পরামর্শে একের পর এক গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুলেছেন নাদাল, লড়াইটা তাঁর বিরুদ্ধেই ৷ অন্য ম্যাচে আর্জেন্তেনীয় দিয়েগো স্কর্জম্যানের মুখোমুখি হবেন নোভাক জকোভিচ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.