ETV Bharat / sports

French Open 2022 : পুরুষদের ডবলসে সেমি ফাইনালে রোহন বোপান্না-ম্যাটওয়ে মিডলকুপ জুটি - রোহন বোপান্না

ফ্রেঞ্চ ওপেনে (French Open 2022) পুরুষদের ডবলসে সেমি ফাইনালে রোহন বোপান্না-ম্যাটওয়ে মিডলকুপ জুটি (Rohan Bopanna and Matwe Middelkoop have advanced to the French Open 2022 Mens Doubles Semifinals) ৷ প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের ডবলসে সেমি ফাইনালে উঠলেন বোপান্না ৷

French Open 2022 News
পুরুষদের ডবলসে সেমি ফাইনালে রোহন বোপান্না
author img

By

Published : May 31, 2022, 2:13 PM IST

প্যারিস, 31 মে : প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের ডবলসে সেমিফাইনালে পৌঁছলেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না ৷ সতীর্থ ডাচ খেলোয়াড় ম্যাটওয়ে মিডলকুপের সঙ্গে জুটিতে কোয়ার্টার ফাইনালে জয় লাভ করেন তিনি (Rohan Bopanna and Matwe Middelkoop have advanced to the French Open 2022 Mens Doubles Semifinals) ৷ ব্রিটিশ-ফিনল্যান্ড জুটি লয়েড গ্লাসপুল এবং হ্যারি হেলিওভারাকে 4-6, 6-4, 7-6 (3) সেটে হারান বোপান্না-মিডলকুপ জুটি ৷ 2 জুন ডাচ-সালভাদরান জুটি জুলিয়েন রজার এবং মার্সেলো আরভালোর বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে নামবেন বোপান্না এবং মিডলকুপ ৷

সেমিফাইনালে ওঠার লড়াইটা সহজ ছিল না ৷ 2 ঘণ্টা 4 মিনিটের ম্যাচে টানটান উত্তেজনা ছিল ৷ যেখানে ফ্রেঞ্চ ওপেনের (French Open 2022) ডবলসে 16 তম বাছাই বোপান্না-মিডলকুপ তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৃতীয় সেটের টাইব্রেকার জিতে ম্যাচ পকেটে পোরেন ৷ টাইব্রেকারের শুরুতেই 0-3 গেমে পিছিয়ে পড়েছিলেন ভারত-ডাচ জুটি ৷ সেখান থেকে টানা 10 পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করেন রোহন বোপান্নারা ৷

আরও পড়ুন : French Open 2022 : ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে বোপান্না-মিডলকুপ, এগোলেন সানিয়া-হ্রাডেকাও

এর আগে 2017 সালে ফ্রেঞ্চ ওপেনের মিক্স ডবলসে গেব্রিয়েলা ডেবরস্কির সঙ্গে জুটি বেঁধে ট্রফি জিতেছিলেন রোহন বোপান্না ৷ অন্যদিকে, পুরুষদের সিঙ্গল ইভেন্টে ছিটকে গেলেন বিশ্বের 2নং ব়্যাঙ্কিং ড্যানিয়েল মেদভেদেভ ৷ ক্রোয়েশিয়ান প্রতিপক্ষ চিলিচের কাছে 6-2, 6-3, 6-2 স্ট্রেট সেটে হারেন এই টেনিস তারকা ৷ অন্যদিকে, প্রি-কোয়ার্টারে হেরে ছিটকে গেলেন বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 4 নম্বরে থাকা স্টেফানোস তিসিতিসিপাস ৷

প্যারিস, 31 মে : প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের ডবলসে সেমিফাইনালে পৌঁছলেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না ৷ সতীর্থ ডাচ খেলোয়াড় ম্যাটওয়ে মিডলকুপের সঙ্গে জুটিতে কোয়ার্টার ফাইনালে জয় লাভ করেন তিনি (Rohan Bopanna and Matwe Middelkoop have advanced to the French Open 2022 Mens Doubles Semifinals) ৷ ব্রিটিশ-ফিনল্যান্ড জুটি লয়েড গ্লাসপুল এবং হ্যারি হেলিওভারাকে 4-6, 6-4, 7-6 (3) সেটে হারান বোপান্না-মিডলকুপ জুটি ৷ 2 জুন ডাচ-সালভাদরান জুটি জুলিয়েন রজার এবং মার্সেলো আরভালোর বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে নামবেন বোপান্না এবং মিডলকুপ ৷

সেমিফাইনালে ওঠার লড়াইটা সহজ ছিল না ৷ 2 ঘণ্টা 4 মিনিটের ম্যাচে টানটান উত্তেজনা ছিল ৷ যেখানে ফ্রেঞ্চ ওপেনের (French Open 2022) ডবলসে 16 তম বাছাই বোপান্না-মিডলকুপ তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৃতীয় সেটের টাইব্রেকার জিতে ম্যাচ পকেটে পোরেন ৷ টাইব্রেকারের শুরুতেই 0-3 গেমে পিছিয়ে পড়েছিলেন ভারত-ডাচ জুটি ৷ সেখান থেকে টানা 10 পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করেন রোহন বোপান্নারা ৷

আরও পড়ুন : French Open 2022 : ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে বোপান্না-মিডলকুপ, এগোলেন সানিয়া-হ্রাডেকাও

এর আগে 2017 সালে ফ্রেঞ্চ ওপেনের মিক্স ডবলসে গেব্রিয়েলা ডেবরস্কির সঙ্গে জুটি বেঁধে ট্রফি জিতেছিলেন রোহন বোপান্না ৷ অন্যদিকে, পুরুষদের সিঙ্গল ইভেন্টে ছিটকে গেলেন বিশ্বের 2নং ব়্যাঙ্কিং ড্যানিয়েল মেদভেদেভ ৷ ক্রোয়েশিয়ান প্রতিপক্ষ চিলিচের কাছে 6-2, 6-3, 6-2 স্ট্রেট সেটে হারেন এই টেনিস তারকা ৷ অন্যদিকে, প্রি-কোয়ার্টারে হেরে ছিটকে গেলেন বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 4 নম্বরে থাকা স্টেফানোস তিসিতিসিপাস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.