লন্ডন, 24 সেপ্টেম্বর: চোখের জলে টেনিস কোর্টকে বিদায় জানালেন কিংবদন্তি রজার ফেডেরার (Roger Federer Bids Teary Farewell) ৷ লেভার কাপে (Laver Cup 2022) টিম ইউরোপের হয়ে বন্ধু রাফায়েল নাদালের (Rafael Nadal Gets Emotional) সঙ্গে জুটি বেঁধে ডবলসে খেলতে নেমেছিলেন ৷ কিন্তু, বিদায়ী ম্যাচ জেতা হল না 20টি গ্র্যান্ড স্লাম জয়ী মহাতারকার ৷ টিম ওয়ার্ল্ডের ফ্রান্সিস তিয়াফো এবং জ্যাক সকের বিরুদ্ধে 6-4, 6-7 (2-7), 9-11 সেটে ম্যাচ হারলেন বিশ্ব টেনিসের দুই কিংবদন্তি ৷
ম্যাচ শেষে চোখের জল ধরে রাখতে পারলেন না রজার ৷ সেন্টার কোর্টের টিম ডাগ আউটে বসে কেঁদে ফেললেন তিনি ৷ আর টেনিস কোর্টের প্রতিপক্ষ এবং বন্ধু ফেডেরারে বিদায়ে আবেগ প্রবণ দেখাল 'স্প্যানিশ বুল' রাফায়েল নাদালকেও ৷ বন্ধুর বিদায়ে চোখে জল এল তাঁরও ৷ ম্যাচের পর জুরিদার রাফাকে জড়িয়ে ধরেন ফেডেরার ৷ সেই সঙ্গে প্রতিপক্ষ ফ্রান্সিস তিয়াফো এবং জ্যাক সককে আলিঙ্গন করেন রজার ফেডেরার ৷ আর তার পরবর্তী মুহূর্তেই আবেগ প্রবণ হয়ে পড়েন টেনিসের কিংবদন্তি ৷
তবে, শুধু ফেডেরার নন, টেনিস কোর্টে চিরপ্রতিদ্বন্দ্বী হিসাবে লড়াই করে আসা রাফাল নাদালও এ দিন আবেগ তাড়িত হয়ে পড়েন ৷ দু’জনে পাশাপাশি বসে রয়েছেন ৷ আর রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল, দুই কিংবদন্তির চোখেই জল ৷ এই মুহূর্তকে লেন্সবন্দি করতে এতটূকুও সময় নেননি সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরাম্যান ৷ 2004 সালে মায়ামি ওপেনে প্রথমবারহ দু’জনে মুখোমুখি হয়েছিলেন ৷ তার পর সেন্টার কোর্টে দু’জনের একাধিক টানাটান উত্তেজনায় ভরা ফাইনাল ম্যাচ দেখেছে বিশ্ব ৷ যেখানে চোখের পলক ফেলার উপায় ছিল না ৷ তাঁরা একে অপরের বিরুদ্ধে 40 বার মুখোমুখি হয়েছেন ৷ যেখানে স্প্যানিশ বুল 24 ম্যাচ জিতেছেন আর ফেডেরার 16টি ৷
আরও পড়ুন: 'চিরপ্রতিদ্বন্দ্বী' রাফা আজ 'সতীর্থ' রজারের
শুক্রবার স্থানীয় সময়ে এই দুই কিংবদন্তি লেভার কাপের ডবলসে জুটি বেঁধে নেমেছিলেন ৷ প্রতিপক্ষ ছিল ওয়ার্ল্ড টিমের ফ্রান্সিস তিয়াফো এবং জ্যাক সক ৷ কিন্তু, ম্যাচ জিততে পারেননি দুই কিংবদন্তি ৷ তুরুণ দুই প্রতিপক্ষের কাছে 6-4, 6-7 (2-7), 9-11 সেটে ম্যাচ হারতে হয় তাঁদের ৷ তবে, লড়াইটা হয়েছে ষোলোআনা ৷ তবে, শেষ ম্যাচে নিজের স্কিল এবং শটের বৈচিত্র্যের প্রদর্শনী দেখালেন ফেডেরার ৷ আর প্রতি শটের সঙ্গে সেন্টার কোর্টে উপস্থিত সকল দর্শক শেষবারের মতো উৎসাহ দিয়ে গেল ৷ আর উলটোদিকে থাকা দুই তরুণ প্রতিপক্ষও যেন 41 এর রজারের শটের বৈচিত্র্যে মন্ত্র মুগ্ধ হয়ে গেলেন ৷