ETV Bharat / sports

Partha Rudra passes away : চলে গেলেন ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র - renowned sports journalist Partha Rudra passes away

জীবনের শেষদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রচার সচিবের দায়িত্ব সামলেছেন পার্থ রুদ্র। দীর্ঘদেহী পার্থ রুদ্র ক্রীড়া সাংবাদিক মহলে জনপ্রিয় ছিলেন তাঁর ব্যারিটোন এবং সদা হাসিমুখের জন্য। ক্রীড়াবিদদের কাছেও তিনি ছিলেন আপনার লোক।

Partha Rudra passes away
চলে গেলেন ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র
author img

By

Published : Nov 13, 2021, 5:15 PM IST

কলকাতা, 13 নভেম্বর : চলে গেলেন প্রখ্য়াত ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র। কোলন ক্য়ান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ষাট পেরিয়েই জীবনের ময়দান ছাড়লেন একদা সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক ৷

আশির দশকে কলকাতা ময়দান ব্যাপকভাবে সমৃদ্ধ হয়েছিল প্রয়াত পার্থ রুদ্রর ক্রীড়া সাংবাদিকতায় ৷ দেশের সীমানা পেরিয়ে বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন স্পোর্টিং ইভেন্ট থেকেও তাঁর রিপোর্টিং বিভিন্ন সময় মোহিত করেছে ক্রীড়াপ্রেমীদের ৷

একাধিকবার অস্ত্রোপচার হলেও মারণ ব্যধিকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা হল না তাঁর ৷ স্ত্রী মিতালি এবং কন্যা কথাকলিকে রেখে গেলেন পার্থবাবু। আজকাল, সংবাদ প্রতিদিন, কলকাতা টিভি, মহুয়া খবরের মত বিভিন্ন সংবাদমাধ্য়মে সাফল্যের সঙ্গে ক্রীড়া সাংবাদিকতা করলেও পার্থবাবুর পেশাদার কেরিয়ারের সবচেয়ে বেশি সময় কেটেছে আজকালেই।

জীবনের শেষদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রচার সচিবের দায়িত্ব সামলেছেন পার্থ রুদ্র। দীর্ঘদেহী পার্থ রুদ্র ক্রীড়া সাংবাদিক মহলে জনপ্রিয় ছিলেন তাঁর ব্যারিটোন এবং সদা হাসিমুখের জন্য। ক্রীড়াবিদদের কাছেও তিনি ছিলেন আপনার লোক। যে কোনও খেলার সঠিক বিশ্লেষণ উঠে আসত পার্থ রুদ্রর কলমে। ক্রিকেট সাংবাদিকতার জন্য বিশ্বজুড়ে ভারতীয় দলের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন তিনি।

আরও পড়ুন : মিত্রাভর চোখ এবার সুপার গ্র্যান্ডমাস্টার নর্মে

তবে কোনও একটি বিশেষ খেলার সাংবাদিকতায় আটকে না থেকে সবধরনের খেলা সাবলীল ভাবে বুঝে রিপোর্ট করার ক্ষমতা ছিল পার্থ রুদ্রর সহজাত।জুনিয়র সাংবাদিকদের আগলে রেখে তাদের সঠিকভাবে পরিচালিত করার চেষ্টা করতেন সবসময়। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি বৈদ্যুতিন মাধ্যমেও সাবলীলভাবে কাজ করেছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক এবং ক্রীড়ামহলে শোকের ছায়া।

কলকাতা, 13 নভেম্বর : চলে গেলেন প্রখ্য়াত ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র। কোলন ক্য়ান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ষাট পেরিয়েই জীবনের ময়দান ছাড়লেন একদা সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক ৷

আশির দশকে কলকাতা ময়দান ব্যাপকভাবে সমৃদ্ধ হয়েছিল প্রয়াত পার্থ রুদ্রর ক্রীড়া সাংবাদিকতায় ৷ দেশের সীমানা পেরিয়ে বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন স্পোর্টিং ইভেন্ট থেকেও তাঁর রিপোর্টিং বিভিন্ন সময় মোহিত করেছে ক্রীড়াপ্রেমীদের ৷

একাধিকবার অস্ত্রোপচার হলেও মারণ ব্যধিকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা হল না তাঁর ৷ স্ত্রী মিতালি এবং কন্যা কথাকলিকে রেখে গেলেন পার্থবাবু। আজকাল, সংবাদ প্রতিদিন, কলকাতা টিভি, মহুয়া খবরের মত বিভিন্ন সংবাদমাধ্য়মে সাফল্যের সঙ্গে ক্রীড়া সাংবাদিকতা করলেও পার্থবাবুর পেশাদার কেরিয়ারের সবচেয়ে বেশি সময় কেটেছে আজকালেই।

জীবনের শেষদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রচার সচিবের দায়িত্ব সামলেছেন পার্থ রুদ্র। দীর্ঘদেহী পার্থ রুদ্র ক্রীড়া সাংবাদিক মহলে জনপ্রিয় ছিলেন তাঁর ব্যারিটোন এবং সদা হাসিমুখের জন্য। ক্রীড়াবিদদের কাছেও তিনি ছিলেন আপনার লোক। যে কোনও খেলার সঠিক বিশ্লেষণ উঠে আসত পার্থ রুদ্রর কলমে। ক্রিকেট সাংবাদিকতার জন্য বিশ্বজুড়ে ভারতীয় দলের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন তিনি।

আরও পড়ুন : মিত্রাভর চোখ এবার সুপার গ্র্যান্ডমাস্টার নর্মে

তবে কোনও একটি বিশেষ খেলার সাংবাদিকতায় আটকে না থেকে সবধরনের খেলা সাবলীল ভাবে বুঝে রিপোর্ট করার ক্ষমতা ছিল পার্থ রুদ্রর সহজাত।জুনিয়র সাংবাদিকদের আগলে রেখে তাদের সঠিকভাবে পরিচালিত করার চেষ্টা করতেন সবসময়। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি বৈদ্যুতিন মাধ্যমেও সাবলীলভাবে কাজ করেছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক এবং ক্রীড়ামহলে শোকের ছায়া।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.