ETV Bharat / sports

Jude Bellingham: বিশ্ব ফুটবলের সেরা প্রতিভা, বেলিংহামকে সই করিয়ে বার্তা রিয়ালের - রিয়াল মাদ্রিদ

লা লিগায় এবার ইংল্যান্ডের তরুণ প্রতিভা জুড বেলিংহাম ৷ তাঁকে সই করিয়েছে 14 বার ইউরোপ সেরার খেতাব জয়ী রিয়াল মাদ্রিদ ৷ বরুসিয়া ডর্টমুন্ডের থেকে তাঁকে নিয়েছে স্প্যানিশ লিগের অন্যতম সেরা এই দল ৷

Jude Bellingham Signing in Real Madrid
Jude Bellingham Signing in Real Madrid
author img

By

Published : Jun 14, 2023, 7:41 PM IST

Updated : Jun 14, 2023, 7:50 PM IST

ম্যাঞ্চেস্টার, 14 জুন: 'বিশ্ব ফুটবলে আগামী দিনের সবচেয়ে বড় প্রতিভা' ৷ ইংল্যান্ডের জুড বেলিংহামকে সই করিয়ে জানাল রিয়াল মাদ্রিদ ৷ বুধবার স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ফুটবলারকে দলে নেওয়ার কথা ঘোষণা করে ৷ 2020 থেকে বরুসিয়া ডর্টমুন্ডে ছিলেন জুড ৷ 19 বছরের বেলিংহাম নিজেকে ইতিমধ্যে আগামিদিনের তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ৷ এমনকি ম্যান ইউ, ম্যান সিটি, লিভারপুল এবং প্যারিস সেইন্ট জার্মেইনের মতো ইউরোপের প্রথম সারির ক্লাবগুলি তাঁর প্রতিভাকে কুর্নিশ করেছে ৷

জুড বেলিংহামের কাছে এই ক্লাবগুলি থেকেও প্রস্তাব এসেছিল ৷ কিন্তু শেষমেশ রিয়াল মাদ্রিদের হয়ে আগামী কয়েকটা বছর খেলার সিদ্ধান্ত নিয়েছেন জুড ৷ ছ'বছরের জন্য তিনি স্প্যানিশ জায়ান্ট ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন ৷ তিন বছর পর বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় জানানোর সময় 19 বছরের এই তরুণ বলেন, ‘‘গত তিনবছর ধরে অনুরাগী ও বরুসিয়া ডর্টমুন্ডের সকল সাপোর্ট স্টাফদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ ৷ এই ক্লাবের সঙ্গে কাটানো মুহূর্তগুলি আমি কোনওদিন ভুলবো না ৷ তবে, আমি আমার আগামিদিনের সিদ্ধান্ত নিয়ে খুশি ৷’’

তবে, কত ট্রান্সফার ফি-তে রিয়াল মাদ্রিদে সই করেছেন জুড বিলিংহাম, তা কর্তৃপক্ষ জানায়নি ৷ কিন্তু, বরুসিয়া ডর্টমুন্ড স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে ট্রান্সফার ফি 140 মিলিয়ন ডলারের অনেক বেশি ৷ জার্মান ক্লাবটি জানিয়েছে, ফিক্সড ফি 110 মিলিয়ন ডলার ৷ অন্যান্য খরচ মিলিয়ে আগামী 6 সিজনে জুডের জন্য আলাদা করে আরও প্রায় 32 মিলিয়ন ডলার ট্রান্সফার ফি খরচ করেছে রিয়াল মাদ্রিদ ৷ এর আগে ওসমানে দেম্বেলকে 2017 সালে 173 মিলিয়ন ডলারে বার্সেলোনায় ছেড়েছিল জার্মান এই ক্লাব ৷

আরও পড়ুন: তারায় তারায় লেখা ছিল সিটির এই সাফল্যগাথা, হ্যালান্ডদের ইউরোপ সেরা করে ক্লাউড নাইনে পেপ

উল্লেখ্য, করিম বেঞ্জেমা, মার্কো আসেন্সিও-র মতো ফুটবলাররা রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ৷ সেই জায়গায় বেশ কয়েকজন নতুন প্রতিভাকে সই করানোর পথে লস ব্ল্যাঙ্কোসরা ৷ সেই তালিকায় নয়া সংযোজন ইংল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহাম ৷

ম্যাঞ্চেস্টার, 14 জুন: 'বিশ্ব ফুটবলে আগামী দিনের সবচেয়ে বড় প্রতিভা' ৷ ইংল্যান্ডের জুড বেলিংহামকে সই করিয়ে জানাল রিয়াল মাদ্রিদ ৷ বুধবার স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ফুটবলারকে দলে নেওয়ার কথা ঘোষণা করে ৷ 2020 থেকে বরুসিয়া ডর্টমুন্ডে ছিলেন জুড ৷ 19 বছরের বেলিংহাম নিজেকে ইতিমধ্যে আগামিদিনের তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ৷ এমনকি ম্যান ইউ, ম্যান সিটি, লিভারপুল এবং প্যারিস সেইন্ট জার্মেইনের মতো ইউরোপের প্রথম সারির ক্লাবগুলি তাঁর প্রতিভাকে কুর্নিশ করেছে ৷

জুড বেলিংহামের কাছে এই ক্লাবগুলি থেকেও প্রস্তাব এসেছিল ৷ কিন্তু শেষমেশ রিয়াল মাদ্রিদের হয়ে আগামী কয়েকটা বছর খেলার সিদ্ধান্ত নিয়েছেন জুড ৷ ছ'বছরের জন্য তিনি স্প্যানিশ জায়ান্ট ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন ৷ তিন বছর পর বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় জানানোর সময় 19 বছরের এই তরুণ বলেন, ‘‘গত তিনবছর ধরে অনুরাগী ও বরুসিয়া ডর্টমুন্ডের সকল সাপোর্ট স্টাফদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ ৷ এই ক্লাবের সঙ্গে কাটানো মুহূর্তগুলি আমি কোনওদিন ভুলবো না ৷ তবে, আমি আমার আগামিদিনের সিদ্ধান্ত নিয়ে খুশি ৷’’

তবে, কত ট্রান্সফার ফি-তে রিয়াল মাদ্রিদে সই করেছেন জুড বিলিংহাম, তা কর্তৃপক্ষ জানায়নি ৷ কিন্তু, বরুসিয়া ডর্টমুন্ড স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে ট্রান্সফার ফি 140 মিলিয়ন ডলারের অনেক বেশি ৷ জার্মান ক্লাবটি জানিয়েছে, ফিক্সড ফি 110 মিলিয়ন ডলার ৷ অন্যান্য খরচ মিলিয়ে আগামী 6 সিজনে জুডের জন্য আলাদা করে আরও প্রায় 32 মিলিয়ন ডলার ট্রান্সফার ফি খরচ করেছে রিয়াল মাদ্রিদ ৷ এর আগে ওসমানে দেম্বেলকে 2017 সালে 173 মিলিয়ন ডলারে বার্সেলোনায় ছেড়েছিল জার্মান এই ক্লাব ৷

আরও পড়ুন: তারায় তারায় লেখা ছিল সিটির এই সাফল্যগাথা, হ্যালান্ডদের ইউরোপ সেরা করে ক্লাউড নাইনে পেপ

উল্লেখ্য, করিম বেঞ্জেমা, মার্কো আসেন্সিও-র মতো ফুটবলাররা রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ৷ সেই জায়গায় বেশ কয়েকজন নতুন প্রতিভাকে সই করানোর পথে লস ব্ল্যাঙ্কোসরা ৷ সেই তালিকায় নয়া সংযোজন ইংল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহাম ৷

Last Updated : Jun 14, 2023, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.