ETV Bharat / sports

El Classico : বছরের প্রথম এল ক্লাসিকোয় জয়ী রিয়াল, সুপার কাপের ফাইনালে লস ব্ল্যাঙ্কোসরা - Real Madrid beat barcelona 3-2 to secure Supercopa final

এটি রিয়ালের 100তম ক্লাসিকো জয় ৷ অন্যদিকে এই নিয়ে টানা পঞ্চমবার এল ক্লাসিকোয় হারের মুখ দেখল মেসির প্রাক্তন ক্লাব (Real Madrid beat barcelona 3-2 to secure Supercopa final ) ৷

Real Madrid beat barcelona 3-2 and reach to Supercopa final
Real Madrid beat barcelona 3-2 and reach to Supercopa final
author img

By

Published : Jan 13, 2022, 3:24 PM IST

Updated : Jan 13, 2022, 3:59 PM IST

রিয়াধ, 13 জানুয়ারি : অতীতের সেই জৌলুস আর নেই ৷ একটা সময় এল ক্লাসিকো মানে শুধু স্পেনের দুটি শীর্ষ ফুটবল ক্লাবের লড়াই ছিল না ৷ লড়াই ছিল এই গ্রহের দুই অন্যতম সেরা ফুটবলারের ৷ দু'ভাগ হয়ে যেত ফুটবল বিশ্ব ৷ এরপর 2018-তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পাড়ি দিলেন ইটালিতে ৷ গতবছর লিওনেল মেসিও বার্সেলোনার মায়া কাটিয়ে পিএসজি-তে সই করেছেন ৷ তারকা খচিত সেই জৌলুস না থাকলেও বুধবার রাতে সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচে চরম আগ্রহ নিয়ে বসেছিলেন দর্শকরা ৷ মেসিহীন বার্সার অনুরাগীদের এবারও হতাশ হতে হল ৷ 2-3 ব্যবধানে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ (Real Madrid reach Supercopa final) ৷

অতিরিক্ত সময়ে ফেডরিকো ভালভার্দের গোলে সুপার কাপের সেমিফাইনাল থেকেই ফিরতে হয়েছে বার্সেলোনাকে ৷ এই জয় রিয়াল মাদ্রিদের কাছেও স্মরণীয় ৷ এটি রিয়ালের 100তম ক্লাসিকো জয় ৷ অন্যদিকে এই নিয়ে টানা পঞ্চমবার এল ক্লাসিকোয় হারের মুখ দেখল মেসির প্রাক্তন ক্লাব (Real Madrid beat barcelona 3 2 to secure Supercopa final ) ৷

বুধবার রাতে রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ৷ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিশিয়াস জুনিয়ারের গোলে ম্যাচে 25 মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ ৷ বিরতির কিছুক্ষণ আগে সমতায় ফেরান লুক ডি ইয়ং ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে করিম বেঞ্জেমা ফের এগিয়ে দেন রিয়ালকে ৷ 83 মিনিট নাগাদ স্কোরলাইন 2-2 করেন স্প্যানিশ ফরোয়ার্ড আনসু ফাতি ৷ বছরের প্রথম এল ক্লাসিকোকে টানটান পর্যায়ে পৌঁছে দেয় এই গোল ৷ এরপর অতিরিক্ত সময়ে রিয়ালের মিডফিল্ডার ফেডরিকো ভালভার্দের গোল জমজমাট উত্তেজনায় ইতি টানে ৷

আরও পড়ুন : Shree Cement On Perosevic Issue : দায় এড়াল লগ্নিকারী সংস্থা, পেরোসোভিচ ইস্যুতে ঝড় লাল-হলুদের অন্দরে

গতবছর বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর প্রথম এল ক্লাসিকোয় হার ৷ বার্সা কোচ জাভি হার্নান্ডেজ অবশ্য হতাশ হচ্ছেন না ৷ বরং দলের ছেলেদের পারফরম্যান্স নিয়ে খুশি ৷ ম্যাচের পর তিনি বলেছেন, "আমাদের ছেলেরা যেভাবে খেলেছে তাতে গর্ব করাই যায় ৷ আমরা 90 মিনিট পর্যন্ত ম্যাচ বাঁচিয়ে রেখেছিলাম ৷ সেই মোমেন্টাম শেষ পর্যন্ত ধরে রাখা যায়নি ৷"

রিয়াধ, 13 জানুয়ারি : অতীতের সেই জৌলুস আর নেই ৷ একটা সময় এল ক্লাসিকো মানে শুধু স্পেনের দুটি শীর্ষ ফুটবল ক্লাবের লড়াই ছিল না ৷ লড়াই ছিল এই গ্রহের দুই অন্যতম সেরা ফুটবলারের ৷ দু'ভাগ হয়ে যেত ফুটবল বিশ্ব ৷ এরপর 2018-তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পাড়ি দিলেন ইটালিতে ৷ গতবছর লিওনেল মেসিও বার্সেলোনার মায়া কাটিয়ে পিএসজি-তে সই করেছেন ৷ তারকা খচিত সেই জৌলুস না থাকলেও বুধবার রাতে সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচে চরম আগ্রহ নিয়ে বসেছিলেন দর্শকরা ৷ মেসিহীন বার্সার অনুরাগীদের এবারও হতাশ হতে হল ৷ 2-3 ব্যবধানে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ (Real Madrid reach Supercopa final) ৷

অতিরিক্ত সময়ে ফেডরিকো ভালভার্দের গোলে সুপার কাপের সেমিফাইনাল থেকেই ফিরতে হয়েছে বার্সেলোনাকে ৷ এই জয় রিয়াল মাদ্রিদের কাছেও স্মরণীয় ৷ এটি রিয়ালের 100তম ক্লাসিকো জয় ৷ অন্যদিকে এই নিয়ে টানা পঞ্চমবার এল ক্লাসিকোয় হারের মুখ দেখল মেসির প্রাক্তন ক্লাব (Real Madrid beat barcelona 3 2 to secure Supercopa final ) ৷

বুধবার রাতে রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ৷ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিশিয়াস জুনিয়ারের গোলে ম্যাচে 25 মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ ৷ বিরতির কিছুক্ষণ আগে সমতায় ফেরান লুক ডি ইয়ং ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে করিম বেঞ্জেমা ফের এগিয়ে দেন রিয়ালকে ৷ 83 মিনিট নাগাদ স্কোরলাইন 2-2 করেন স্প্যানিশ ফরোয়ার্ড আনসু ফাতি ৷ বছরের প্রথম এল ক্লাসিকোকে টানটান পর্যায়ে পৌঁছে দেয় এই গোল ৷ এরপর অতিরিক্ত সময়ে রিয়ালের মিডফিল্ডার ফেডরিকো ভালভার্দের গোল জমজমাট উত্তেজনায় ইতি টানে ৷

আরও পড়ুন : Shree Cement On Perosevic Issue : দায় এড়াল লগ্নিকারী সংস্থা, পেরোসোভিচ ইস্যুতে ঝড় লাল-হলুদের অন্দরে

গতবছর বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর প্রথম এল ক্লাসিকোয় হার ৷ বার্সা কোচ জাভি হার্নান্ডেজ অবশ্য হতাশ হচ্ছেন না ৷ বরং দলের ছেলেদের পারফরম্যান্স নিয়ে খুশি ৷ ম্যাচের পর তিনি বলেছেন, "আমাদের ছেলেরা যেভাবে খেলেছে তাতে গর্ব করাই যায় ৷ আমরা 90 মিনিট পর্যন্ত ম্যাচ বাঁচিয়ে রেখেছিলাম ৷ সেই মোমেন্টাম শেষ পর্যন্ত ধরে রাখা যায়নি ৷"

Last Updated : Jan 13, 2022, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.