কলকাতা, 22 জানুয়ারি : প্রয়াত সুভাষ ভৌমিক, প্রিয় ‘ভোম্বলদা’র প্রয়াণে শোকস্তব্ধ ময়দান (Subhash Bhowmick Passes Away) ৷ খেলোয়াড়ি জীবনে ছিলেন ‘রাফ অ্যান্ড টাফ’ ৷ তাঁর ভয়ে রীতিমতো কাঁপতেন বিপক্ষের ডিফেন্ডাররা ৷ কোচিং জীবনেও ছিলেন একইরকম ৷ দলের স্বার্থে সেরা বিদেশিকে যেমন রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখতে দু'বার ভাবেননি, তেমনই তাঁর হাত ধরেই উঠে এসেছে একাধিক ফুটবলার ৷ সতীর্থ থেকে শুরু করে ছাত্র, সবারই পছন্দের ছিলেন তিনি (Remembering Subhas Bhowmick on his demise) ৷
-
Great Coach and great players🙏 Will always miss you sir🙏 OM SHANTI 🙏 #SubhasBhowmick Sir pic.twitter.com/H6iareQox7
— Laxmi Ratan Shukla (@Lshukla6) January 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Great Coach and great players🙏 Will always miss you sir🙏 OM SHANTI 🙏 #SubhasBhowmick Sir pic.twitter.com/H6iareQox7
— Laxmi Ratan Shukla (@Lshukla6) January 22, 2022Great Coach and great players🙏 Will always miss you sir🙏 OM SHANTI 🙏 #SubhasBhowmick Sir pic.twitter.com/H6iareQox7
— Laxmi Ratan Shukla (@Lshukla6) January 22, 2022
তাঁর হাত ধরেই ময়দানে উত্থান অ্যালভিটো ডি কুনহার ৷ গুরুর প্রয়াণে শোকস্তব্ধ তিনি ৷ অ্যালভিটো বলেন, ‘‘আমাকে ছেলের মত স্নেহ করতেন । চোট, খারাপ ফর্মে থাকাকালীন যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন, তা ভুলব কী করে । বাড়িতে রেখে স্পেশাল ডায়েট এবং শরীরচর্চা করিয়ে আমাকে ফিরিয়ে ছিলেন পুরোনো ছন্দে । কয়েকদিন আগেও শুনলাম ধীরে ধীরে সুস্থ হচ্ছেন । তারপর এই মৃত্যু, সত্যি ভাবতে পারছি না । খেলোয়াড় হিসেবে অনেক বড়মাপের ছিলেন । কোচ হিসেবেও আধুনিক মনস্ক । এককথায় অসাধারণ মানুষ । জীবনে লড়াই করেছেন । ভেবেছিলাম এবারও বেরিয়ে আসবেন । কোভিড আক্রান্ত হয়েছিলেন । এখন অনেক কথাই মনে পড়ছে । মনটা খারাপ হয়ে গেল ৷’’
-
We are deeply saddened by the sudden demise of Indian football icon Subhash Bhowmick, our thoughts are with his family at this unfortunate time. pic.twitter.com/Wyi2dC3G6M
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) January 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are deeply saddened by the sudden demise of Indian football icon Subhash Bhowmick, our thoughts are with his family at this unfortunate time. pic.twitter.com/Wyi2dC3G6M
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) January 22, 2022We are deeply saddened by the sudden demise of Indian football icon Subhash Bhowmick, our thoughts are with his family at this unfortunate time. pic.twitter.com/Wyi2dC3G6M
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) January 22, 2022
আরও পড়ুন : ময়দানে আসছে না ‘ভোম্বলদা’র মরদেহ, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
‘‘মানুষ হিসেবে দারুণ ছিলেন । সকাল বেলা খবরটা শুনে খারাপ লাগছে । আমাদের জুনিয়রদের প্রতিষ্ঠার পেছনে অবদান রয়েছে সুভাষদার । ফুটবলার হিসেবে অনেক এগিয়ে ছিলেন । নিয়মিত ফোনে কথা হত আমাদের । কোচ হিসেবে সাফল্যের খতিয়ান প্রমাণ করে ওর যোগ্যতা । এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতে পারছি না ৷’’ ভারাক্রান্ত গলায় স্মৃতিচারণ সুব্রত ভট্টাচার্যের ।
-
কিংবদন্তি ফুটবলার, কোচ সুভাষ ভৌমিক প্রয়াত। শোকস্তব্ধ 'অভিভাবকহীন' ভারতীয় ক্রীড়াজগৎ।
— SC East Bengal (@sc_eastbengal) January 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
তাঁর আত্মার শান্তি কামনা করি।
We are deeply saddened by the demise of club legend and Indian football icon 𝐒𝐮𝐛𝐡𝐚𝐬𝐡 𝐁𝐡𝐨𝐰𝐦𝐢𝐜𝐤. May his soul Rest In Peace. pic.twitter.com/hbDfF40yg1
">কিংবদন্তি ফুটবলার, কোচ সুভাষ ভৌমিক প্রয়াত। শোকস্তব্ধ 'অভিভাবকহীন' ভারতীয় ক্রীড়াজগৎ।
— SC East Bengal (@sc_eastbengal) January 22, 2022
তাঁর আত্মার শান্তি কামনা করি।
We are deeply saddened by the demise of club legend and Indian football icon 𝐒𝐮𝐛𝐡𝐚𝐬𝐡 𝐁𝐡𝐨𝐰𝐦𝐢𝐜𝐤. May his soul Rest In Peace. pic.twitter.com/hbDfF40yg1কিংবদন্তি ফুটবলার, কোচ সুভাষ ভৌমিক প্রয়াত। শোকস্তব্ধ 'অভিভাবকহীন' ভারতীয় ক্রীড়াজগৎ।
— SC East Bengal (@sc_eastbengal) January 22, 2022
তাঁর আত্মার শান্তি কামনা করি।
We are deeply saddened by the demise of club legend and Indian football icon 𝐒𝐮𝐛𝐡𝐚𝐬𝐡 𝐁𝐡𝐨𝐰𝐦𝐢𝐜𝐤. May his soul Rest In Peace. pic.twitter.com/hbDfF40yg1
আরও পড়ুন : ইস্টবেঙ্গলের কাছে ISL-কে আসতে হবে : সুভাষ ভৌমিক
‘‘মাত্র দশবছরের ফুটবল জীবন । ছোট হলেও রঙিন । সত্তর সালের এশিয়াডে ব্রোঞ্জ জয় । মারডেকা কাপ জিততেও ভূমিকা ছিল ওর । যে মানের ফুটবলার তার যোগ্য সম্মান পাননি । সাজঘরে আমাদের উদ্বুদ্ধ করতে ভৌমিকের উদ্যোগ ছিল দেখার মত । ওর এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারছি না ৷’’ বলছিলেন গৌতম সরকার । প্রায় একই সুর শ্যাম থাপার গলাতেও । প্রাক্তন ফুটবলার বললেন, ‘‘মোহনবাগানকে পাঁচ গোলে হারানোর ম্যাচে সুরটা ওই বেঁধে দিয়েছিল । অসাধারণ ফুটবলার, টিম মেট । কোচ হিসেবে দারুণ ৷’’
আরও পড়ুন : প্রয়াত সুভাষ ভৌমিক, শোকস্তব্ধ ময়দান
-
So sad to hear the news this morning that Subhas Bhowmick sir is no more. He is one of my favourite coaches .He was a great mentor and a very strong personality . He has been always a player’s coach.May his soul Rest in Peace 🙏💔 pic.twitter.com/cczIv9O8W0
— RamanVijayan (@vijayan04) January 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">So sad to hear the news this morning that Subhas Bhowmick sir is no more. He is one of my favourite coaches .He was a great mentor and a very strong personality . He has been always a player’s coach.May his soul Rest in Peace 🙏💔 pic.twitter.com/cczIv9O8W0
— RamanVijayan (@vijayan04) January 22, 2022So sad to hear the news this morning that Subhas Bhowmick sir is no more. He is one of my favourite coaches .He was a great mentor and a very strong personality . He has been always a player’s coach.May his soul Rest in Peace 🙏💔 pic.twitter.com/cczIv9O8W0
— RamanVijayan (@vijayan04) January 22, 2022
শোকস্তব্ধ মেহতাব হোসেনও । মিডফিল্ডার জেনারেল বলেন, ‘‘ভারতীয় ফুটবলে আধুনিকতার ছোঁয়া নিয়ে এসেছিলেন । কোচ হিসেবে ফুটবলটা বুঝতেন । সবার খোঁজ খবর রাখতেন । সবাইকে পাশে নিয়ে নিয়ে চলার বার্তা সবসময় দিতেন । ফুটবলার হিসেবে বড়, কোচ হিসেবেও সফলতম ।’’
-
AIFF condoles Subhas Bhowmick’s death
— Indian Football Team (@IndianFootball) January 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read 👉 https://t.co/fha8Ij74bn#RIP #IndianFootball pic.twitter.com/hZg59G6GRl
">AIFF condoles Subhas Bhowmick’s death
— Indian Football Team (@IndianFootball) January 22, 2022
Read 👉 https://t.co/fha8Ij74bn#RIP #IndianFootball pic.twitter.com/hZg59G6GRlAIFF condoles Subhas Bhowmick’s death
— Indian Football Team (@IndianFootball) January 22, 2022
Read 👉 https://t.co/fha8Ij74bn#RIP #IndianFootball pic.twitter.com/hZg59G6GRl
ময়দানের আরেক প্রাক্তনী অলোক মুখোপাধ্য়ায় বলেন, ‘‘আমাকে খুব স্নেহ করতেন সুভাষদা । 78 সালে একসঙ্গে খেলেছি । বাচ্চা ছেলে ছিলাম । তাই বলে মাঠে ছেড়ে কথা বলতেন না । মাঠের বাইরে আবার অন্য মানুষ । গাইড করতেন দাদার মত । এইভাবে চলে যাবেন ভাবতে পারছি না ৷’’
তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তি, একাধিক ক্লাবও ৷