ETV Bharat / sports

Ranji Quarter-Final: 9 ব্যাটারের 50+ রান, বাংলার রেকর্ডে উচ্ছ্বসিত শেষ রণজি জয়ের কারিগররা - Ranji Quarter Final

রণজি ট্রফির (Bengal first class cricket record) কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘ 129 বছরের রেকর্ড ভাঙার পর উচ্ছ্বসিত বাংলার হেড কোচ অরুণলাল (Ranji Quarter-Final)৷ বেঙ্গালুরু থেকে ইটিভি ভারতকে তিনি জানালেন, "ছেলেরা অসাধারণ খেলেছে ৷ আমি গর্বিত ৷"

ranji-quarter-final-bengal-first-team-in-history-of-first-class-cricket-to-have-9-batters-scoring-50-plus-runs
9 ব্যাটারের 50+ রান, বাংলার রেকর্ডে উচ্ছ্বসিত শেষ রণজি জয়ের কারিগররা
author img

By

Published : Jun 9, 2022, 10:57 AM IST

কলকাতা, 9 জুন: প্রথম শ্রেণির ক্রিকেটে 129 বছরের রেকর্ড ভাঙার পর এ বার রণজি জয়ের স্বপ্ন দেখছেন বাংলার হেড কোচ অরুণলাল (Ranji Quarter-Final)৷ গতবার একটুর জন্য রণজি হাতছাড়া হয়েছিল ৷ তবে ঐতিহাসিক পারফরম্যান্সের পর ইটিভি ভারতের কাছে আত্মবিশ্বাসী অরুণলালের দাবি, "আমার বিশ্বাস এ বার ট্রফিটা জিতব, কারণ নিঃসন্দেহে এ বার এটাই সেরা দল ৷" বাংলার রেকর্ডে উচ্ছ্বসিত শেষবার রণজি জয়ের আরও দুই কারিগর সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও অশোক মালহোত্রাও ৷

ঝাড়খণ্ডের বিরুদ্ধে রণজি ট্রফির (Bengal first class cricket record) কোয়ার্টার ফাইনাল ম্যাচে দীর্ঘ 129 বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন বাংলার ক্রিকেটাররা ৷ বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিজেদের নাম তুলে নিয়েছেন সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার-সহ 9 জন ব্যাটার ৷ তাঁদের দাদাগিরিতে ভেঙেছে 1893 সালে অস্ট্রেলিয়ানদের করা প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড ৷

129 বছর আগে অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দলের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে মুখোমুখি হয়েছিল (Nine batsmen score 50 plus) অস্ট্রেলিয়া ৷ সেই ম্যাচে প্রথম ইনিংসে 833 রান করে অজিরা ৷ 50 বা তার বেশি রান করেছিলেন আটজন অজি ব্যাটার ৷ এটাই ছিল এত বছরের রেকর্ড ৷ যা বুধবার ভেঙে দিল বাংলা দল ৷ বুধবার রণজি ম্যাচের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির শেষে 7 উইকেটে 773 রান করে ইনিংস ডিক্লেয়ার করে বাংলা ৷ হাফ সেঞ্চুরি করেছেন 9 জন ব্যাটার ৷ আর সুদীপ ও অনুষ্টুপের ব্যাট থেকে এসেছে যথাক্রমে 186 ও 117 রান ৷

বোলারদের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছিল বাংলার ব্যাটিং ৷ 50-এর উপরে যাঁরা স্কোর করেছেন তাঁরা হলেন, অভিষেক রমন (61), অভিমন্যু ঈশ্বরণ (65), সুদীপ ঘরামি (186), অনুষ্টুপ মজুমদার (117), মনোজ তিওয়ারি (73), অভিষেক পোড়েল (68), শাহবাজ আহমেদ (78), সায়ন মণ্ডল (53) ও আকাশ দীপ (53*)

আরও পড়ুন: Ranji Quarter-Final : প্রথম শ্রেণির ক্রিকেটে 129 বছরের রেকর্ড ভাঙল বাংলা রণজি দল

এই পারফরম্যান্সে (First class cricket new record) উচ্ছ্বসিত সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অরুণ লাল ও অশোক মালহোত্রার মতো বাংলার প্রাক্তন ক্রিকেটাররা ৷ তাঁরা প্রত্যেকেই 1989-90 সালে বাংলার শেষ রণজি জয়ের কারিগর ৷ সে সময় অধিনায়ক ছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায় এবং ট্রফি ঘরে আনতে অরুণলাল ও অশোক মালহোত্রার অবদান ছিল অনস্বীকার্য (Bengal vs Jharkhand Ranji)৷

বাংলার প্রধান কোচ অরুণলালের (Arun Lal on Bengal record) উচ্ছ্বাস ধরা পড়েছে তাঁর প্রতিক্রিয়ায় (Ranji Trophy quarter final match)৷ বেঙ্গালুরু থেকে ইটিভি ভারতকে তিনি জানিয়েছেন, "আমরা রেকর্ডের জন্য খেলিনি, এটা হয়ে গিয়েছে ৷ শেষকালে আকাশ দীপের ওভার বাউন্ডারিই ওদের 9 জনের স্কোরকে 50-এর উপরে তুলে দিল ৷ আমরা ডিক্লেয়ার করে দিলাম তবে আমাদের এগিয়ে যাওয়া উচিত ছিল, ও হয়তো সেঞ্চুরি করতে পারত ৷ এই ছেলেরা অসাধারণ, ওদের জন্য আমি খুবই গর্বিত ৷"

1989-90 রণজি জয়ের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বাংলার এই রেকর্ডের খবর পান ইটিভি ভারতের থেকে ৷ এটা শোনার পর যারপরনাই আপ্লুত এই প্রাক্তন ক্রিকেটার বলেন, "ওহ! এটা বিশ্ব রেকর্ড ! এটা দারুণ সাফল্য, খুবই বিরল ৷ আশা রাখি পরের ম্যাচেও ওরা এই ফর্ম ধরে রেখে ট্রফিটা ঘরে আনবে ৷" বাংলার এই রেকর্ডে উচ্ছ্বাস ধরা পড়েছে অপর কিংবদন্তি ক্রিকেটার অশোক মালহোত্রার গলাতেও ৷ তিনি বললেন, "আমার মনে হচ্ছে এ বার তাদের ট্রফি জেতার খুব ভালো একটা সুযোগ সামনে এসেছে ৷ বিশেষত তাদের ব্যাটিং-এর জন্য ৷ বাংলার বোলিং লাইন-আপ বরাবর খুব শক্তিশালী, তবে ব্যাটিং নিয়ে চিন্তা ছিল ৷" মধ্যপ্রদেশের বিরুদ্ধে পরের ম্যাচেও বাংলা তাদের ফর্ম ধরে রাখবে বলে আশা প্রকাশ করে তিনি আরও বলেছেন, "মধ্যপ্রদেশ তাদের নিয়মিত বোলার আভেশ খানকে পরের ম্যাচে পাচ্ছে না ৷ ফলে এ বার খুব ভালো সুযোগ আছে ৷"

কলকাতা, 9 জুন: প্রথম শ্রেণির ক্রিকেটে 129 বছরের রেকর্ড ভাঙার পর এ বার রণজি জয়ের স্বপ্ন দেখছেন বাংলার হেড কোচ অরুণলাল (Ranji Quarter-Final)৷ গতবার একটুর জন্য রণজি হাতছাড়া হয়েছিল ৷ তবে ঐতিহাসিক পারফরম্যান্সের পর ইটিভি ভারতের কাছে আত্মবিশ্বাসী অরুণলালের দাবি, "আমার বিশ্বাস এ বার ট্রফিটা জিতব, কারণ নিঃসন্দেহে এ বার এটাই সেরা দল ৷" বাংলার রেকর্ডে উচ্ছ্বসিত শেষবার রণজি জয়ের আরও দুই কারিগর সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও অশোক মালহোত্রাও ৷

ঝাড়খণ্ডের বিরুদ্ধে রণজি ট্রফির (Bengal first class cricket record) কোয়ার্টার ফাইনাল ম্যাচে দীর্ঘ 129 বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন বাংলার ক্রিকেটাররা ৷ বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিজেদের নাম তুলে নিয়েছেন সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার-সহ 9 জন ব্যাটার ৷ তাঁদের দাদাগিরিতে ভেঙেছে 1893 সালে অস্ট্রেলিয়ানদের করা প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড ৷

129 বছর আগে অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দলের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে মুখোমুখি হয়েছিল (Nine batsmen score 50 plus) অস্ট্রেলিয়া ৷ সেই ম্যাচে প্রথম ইনিংসে 833 রান করে অজিরা ৷ 50 বা তার বেশি রান করেছিলেন আটজন অজি ব্যাটার ৷ এটাই ছিল এত বছরের রেকর্ড ৷ যা বুধবার ভেঙে দিল বাংলা দল ৷ বুধবার রণজি ম্যাচের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির শেষে 7 উইকেটে 773 রান করে ইনিংস ডিক্লেয়ার করে বাংলা ৷ হাফ সেঞ্চুরি করেছেন 9 জন ব্যাটার ৷ আর সুদীপ ও অনুষ্টুপের ব্যাট থেকে এসেছে যথাক্রমে 186 ও 117 রান ৷

বোলারদের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছিল বাংলার ব্যাটিং ৷ 50-এর উপরে যাঁরা স্কোর করেছেন তাঁরা হলেন, অভিষেক রমন (61), অভিমন্যু ঈশ্বরণ (65), সুদীপ ঘরামি (186), অনুষ্টুপ মজুমদার (117), মনোজ তিওয়ারি (73), অভিষেক পোড়েল (68), শাহবাজ আহমেদ (78), সায়ন মণ্ডল (53) ও আকাশ দীপ (53*)

আরও পড়ুন: Ranji Quarter-Final : প্রথম শ্রেণির ক্রিকেটে 129 বছরের রেকর্ড ভাঙল বাংলা রণজি দল

এই পারফরম্যান্সে (First class cricket new record) উচ্ছ্বসিত সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অরুণ লাল ও অশোক মালহোত্রার মতো বাংলার প্রাক্তন ক্রিকেটাররা ৷ তাঁরা প্রত্যেকেই 1989-90 সালে বাংলার শেষ রণজি জয়ের কারিগর ৷ সে সময় অধিনায়ক ছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায় এবং ট্রফি ঘরে আনতে অরুণলাল ও অশোক মালহোত্রার অবদান ছিল অনস্বীকার্য (Bengal vs Jharkhand Ranji)৷

বাংলার প্রধান কোচ অরুণলালের (Arun Lal on Bengal record) উচ্ছ্বাস ধরা পড়েছে তাঁর প্রতিক্রিয়ায় (Ranji Trophy quarter final match)৷ বেঙ্গালুরু থেকে ইটিভি ভারতকে তিনি জানিয়েছেন, "আমরা রেকর্ডের জন্য খেলিনি, এটা হয়ে গিয়েছে ৷ শেষকালে আকাশ দীপের ওভার বাউন্ডারিই ওদের 9 জনের স্কোরকে 50-এর উপরে তুলে দিল ৷ আমরা ডিক্লেয়ার করে দিলাম তবে আমাদের এগিয়ে যাওয়া উচিত ছিল, ও হয়তো সেঞ্চুরি করতে পারত ৷ এই ছেলেরা অসাধারণ, ওদের জন্য আমি খুবই গর্বিত ৷"

1989-90 রণজি জয়ের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বাংলার এই রেকর্ডের খবর পান ইটিভি ভারতের থেকে ৷ এটা শোনার পর যারপরনাই আপ্লুত এই প্রাক্তন ক্রিকেটার বলেন, "ওহ! এটা বিশ্ব রেকর্ড ! এটা দারুণ সাফল্য, খুবই বিরল ৷ আশা রাখি পরের ম্যাচেও ওরা এই ফর্ম ধরে রেখে ট্রফিটা ঘরে আনবে ৷" বাংলার এই রেকর্ডে উচ্ছ্বাস ধরা পড়েছে অপর কিংবদন্তি ক্রিকেটার অশোক মালহোত্রার গলাতেও ৷ তিনি বললেন, "আমার মনে হচ্ছে এ বার তাদের ট্রফি জেতার খুব ভালো একটা সুযোগ সামনে এসেছে ৷ বিশেষত তাদের ব্যাটিং-এর জন্য ৷ বাংলার বোলিং লাইন-আপ বরাবর খুব শক্তিশালী, তবে ব্যাটিং নিয়ে চিন্তা ছিল ৷" মধ্যপ্রদেশের বিরুদ্ধে পরের ম্যাচেও বাংলা তাদের ফর্ম ধরে রাখবে বলে আশা প্রকাশ করে তিনি আরও বলেছেন, "মধ্যপ্রদেশ তাদের নিয়মিত বোলার আভেশ খানকে পরের ম্যাচে পাচ্ছে না ৷ ফলে এ বার খুব ভালো সুযোগ আছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.