বাকু, 22 অগস্ট: বাকুতে দাবা বিশ্বকাপের ফাইনালে প্রথম রাউন্ডে দুরন্ত প্রত্যাবর্তন রমেশবাবু প্রজ্ঞানন্দর ৷ মঙ্গলবার ফাইনালের শুরুতে পিছিয়ে পড়েও বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে প্রথম রাউন্ড ড্র রাখতে সমর্থ হলেন বছর আঠারোর গ্র্যান্ডমাস্টার ৷ প্রথম ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় দুই প্রতিপক্ষ আপাতত সমমেরুতে। বুধবার হবে দ্বিতীয় ক্লাসিক্যাল গেম। সেটি ড্র হলে ম্যাচের ফয়সালা হবে টাইব্রেকারে।
সোমবার সেমিফাইনালে টাইব্রেকারে আমেরিকার ফাবিয়োনো কারুয়ানাকে হারিয়ে দেয় প্রজ্ঞানন্দ। বিশ্বের 3 নম্বর খেলোয়াড় কারুয়ানার বিরুদ্ধে মঙ্গলবার অবিশ্বাস্য কিছু চাল দিয়ে বাজিমাত করেন তামিলনাড়ুর কিশোর ৷ বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বকাপ ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞানন্দ। তাও মাত্র 18 বছর বয়সে। গতকালই প্রজ্ঞানন্দ জানিয়েছিল, দাবা বিশ্বকাপের ফাইনালে যোগ্যতা অর্জনের কথা সে ভাবতেই পারেনি । তবে ফাইনালে যে সে নিজের সেরাটা দেবে তা ফাইনাল শুরুর আগেই জানিয়ে দিয়েছেন ভারতীয় দাবাড়ু।
-
The first game of the #FIDEWorldCup final between Praggnanandhaa and Magnus Carlsen ends in a draw after 35 moves.
— International Chess Federation (@FIDE_chess) August 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Magnus will be White in tomorrow's second classical game.
📷 Stev Bonhage pic.twitter.com/UXpcbQxIfN
">The first game of the #FIDEWorldCup final between Praggnanandhaa and Magnus Carlsen ends in a draw after 35 moves.
— International Chess Federation (@FIDE_chess) August 22, 2023
Magnus will be White in tomorrow's second classical game.
📷 Stev Bonhage pic.twitter.com/UXpcbQxIfNThe first game of the #FIDEWorldCup final between Praggnanandhaa and Magnus Carlsen ends in a draw after 35 moves.
— International Chess Federation (@FIDE_chess) August 22, 2023
Magnus will be White in tomorrow's second classical game.
📷 Stev Bonhage pic.twitter.com/UXpcbQxIfN
সেইমতো মঙ্গলবার ম্যাচ শুরু হয় ৷ কার্লসেন নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শুরু থেকেই প্রজ্ঞাকে চাপে ফেলার চেষ্টা করেন। একটি চাল দিতে প্রায় 30 মিনিট নেন প্রজ্ঞা। সময়ের নিরিখে চাপে পড়লেও ভুল চাল দেয়নি প্রজ্ঞা। যা ম্যাচে তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা এনে দেয় ৷ ম্যাচ ড্র'য়ের পর প্রজ্ঞা জানায়, কার্লসেনের বিপক্ষে আগামিকাল দ্বিতীয় খেলা ৷ একটা দুর্দান্ত লড়াই হবে ৷ আমার সেরাটা দিয়ে খেলব ৷ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে ফিরব ৷ আমার মনে হয় এটাই ভালো হবে ৷
-
Praggnanandhaa R about tomorrow's second game against Carlsen: "It'll be a fight. He'll definitely push very hard. I'll try to rest and come fresh, I think that's the best I can do." #FIDEWorldCup pic.twitter.com/qGTmyzUCaY
— International Chess Federation (@FIDE_chess) August 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Praggnanandhaa R about tomorrow's second game against Carlsen: "It'll be a fight. He'll definitely push very hard. I'll try to rest and come fresh, I think that's the best I can do." #FIDEWorldCup pic.twitter.com/qGTmyzUCaY
— International Chess Federation (@FIDE_chess) August 22, 2023Praggnanandhaa R about tomorrow's second game against Carlsen: "It'll be a fight. He'll definitely push very hard. I'll try to rest and come fresh, I think that's the best I can do." #FIDEWorldCup pic.twitter.com/qGTmyzUCaY
— International Chess Federation (@FIDE_chess) August 22, 2023
এর আগে 2000, 2007, 2008, 2010 এবং 2012 সালে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন আনন্দ। তারপর এত বছর কোনও ভারতীয় দাবাড়ু সেমিফাইনালের গণ্ডি ছুঁতে পারেননি। 21 বছর পরে ইতিহাস গড়েছে প্রজ্ঞা। যদিও পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে সাম্প্রতিক অতীতে পাঁচ বার হারিয়েছে রমেশবাবু প্রজ্ঞানন্দ। দাবা বিশ্বকাপের ফাইনালে কি ষষ্ঠ বারের জন্য কার্লসেনকে হারাতে পারবে সে, উত্তরের অপেক্ষায় ভারতবাসী ৷
-
Magnus Carlsen: "Normally, I would just probably have a bit of an advantage having a rest day while he had to play a tough tiebreak yesterday, but I've been in a pretty rough shape the last couple of days. I got some food poisoning after the game against Abasov. I haven't been… pic.twitter.com/e1Io9I4EFI
— International Chess Federation (@FIDE_chess) August 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Magnus Carlsen: "Normally, I would just probably have a bit of an advantage having a rest day while he had to play a tough tiebreak yesterday, but I've been in a pretty rough shape the last couple of days. I got some food poisoning after the game against Abasov. I haven't been… pic.twitter.com/e1Io9I4EFI
— International Chess Federation (@FIDE_chess) August 22, 2023Magnus Carlsen: "Normally, I would just probably have a bit of an advantage having a rest day while he had to play a tough tiebreak yesterday, but I've been in a pretty rough shape the last couple of days. I got some food poisoning after the game against Abasov. I haven't been… pic.twitter.com/e1Io9I4EFI
— International Chess Federation (@FIDE_chess) August 22, 2023
আরও পড়ুন: আনন্দের নজির ছুঁয়ে দাবা বিশ্বকাপের ফাইনালে আঠারোর প্রজ্ঞানন্দ