সাগর, 16 অগস্ট: 2008 সালে বাড়ির অজান্তেই স্কুল থেকে রাজ্যস্তরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অ্যাথলেটিক্সে অংশ নিয়েছিলেন সাগরের রাজেশ্বরী দাস ৷ রাজ্যস্তরে প্রথম হয়ে বাড়ির সকলকে চমকে দিয়েছিলেন ৷ এবার রাজেশ্বরী দাস বিশ্ব পুলিশ অ্যাথেলেটিক্সে মহিলাদের অনুর্ধ্ব-29 হাইজাম্পে জিতে নিয়ে এলেন সোনা ৷ ভারতীয় আধাসেনার সিআইএসএফ-এর হেড কনস্টেবল পদে রয়েছেন তিনি ৷ অল ইন্ডিয়া পুলিশ গেমসে প্রথম হয়ে বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ৷ সেখানে মহিলাদের অনুর্ধ্ব-29 হাইজাম্পে সোনা জিতেছেন ৷ সেই সঙ্গে ট্রিপল জাম্পে রুপো এবং লং জাম্পে ব্রোঞ্জ জিতেছেন সাগরের রাজেশ্বরী দাস ৷
26 বছরের রাজেশ্বরী জানিয়েছেন, আগামিদিনে তাঁর স্বপ্ন ভারতের হয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিক ও কমনওয়েলথে পারফর্ম করা ৷ বর্তমানে রাজেশ্বরী দাস দিল্লিতে সিআইএসএফ-এর হেড কনস্টেবল পদে কর্মরত ৷ তবে, ইতিমধ্যে তাঁর পদোন্নতির চিঠি এসেছে ৷ তার জন্য একমাসের ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে হবে রাজেশ্বরীকে ৷ কানাডা থেকে ফিরে পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন রাজেশ্বরী ৷ এখান থেকে সরাসরি ট্রেনিং ক্যাম্পে যাবেন ৷ একমাসের ট্রেনিং শেষে সিআইএসএফ-এর এএসআই পদে যোগ দেবেন তিনি ৷
রাজেশ্বরী জানিয়েছেন, এই সাফল্যের পিছনে তাঁর কাকার অবদান সবচেয়ে বেশি ৷ বাবা-মা পাশে থাকলেও তাঁর কাকাই প্রথমবার সল্টলেকে সাইয়ের ক্যাম্পে নিয়ে গিয়েছিলেন ৷ এর পর সেখান থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি রাজেশ্বরীকে ৷ নিজের পরিশ্রম এবং একাগ্রতার জেরে আজ তিনি যেমন একজন সফল অ্যাথলিট, তেমনি একজন সফল মহিলা জওয়ান ৷ তাঁর ইচ্ছে আগামী দিনে সাগর-সহ দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকার প্রতিভাবানদের খেলাধুলোর জগতে সুযোগ করে দিতে ৷
আরও পড়ুন: ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে মিউজিক ভিডিয়ো ‘ডার্বি’র জনপ্রিয়তা তুঙ্গে
রাজেশ্বরীর বাবা সত্যব্রত দাস জানান, তাঁরা প্রথমে মেয়ের খেলাধুলোর বিষয়ে জানতে না ৷ 2008 সালে প্রথমবার স্কুলের হয়ে রাজ্যস্তরে সেরা হন ৷ সেখান থেকেই তিনি পরবর্তী ক্ষেত্রে সুযোগ পান ৷ মেয়ের জন্য তিনি গর্বিত বলে জানিয়েছেন ৷ অন্যদিকে, তাঁর মা ভরণী দাস জানান, মেয়েকে নাচ-গান শেখাতে চেয়েছিলেন ৷ কিন্তু, খেলাধূলায় মেয়ের সাফল্য দেখে, তিনি রাজেশ্বরীর ইচ্ছেকেই গুরুত্ব দেন ৷