লন্ডন, 8 জুলাই: বছরের প্রথম দুই গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে গিয়েছে । এখনও পর্যন্ত চলতি মরশুমে যে ফর্মে বিরাজ করছিলেন তাতে ছত্রিশের রাফায়েল নাদালের থেকে ক্যালেন্ডার স্ল্যামের প্রত্যাশী হয়ে বসেছিল টেনিস অনুরাগীরা । সে গুড়ে বালি । উইম্বলডন সেমিফাইনালের আগে হঠাতই 'ভিলেন' হয়ে দেখা দিল চোট । কোয়ার্টার ফাইনালে টেলর ফ্রিৎজের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই তলপেটের পেশি ছিঁড়েছিল 22টি মেজরের মালিকের । কিন্তু কোর্টেই শুশ্রূষা নিয়ে পাঁচ সেটের ম্যারাথন লড়াই জিতে নিশ্চিত করেছিলেন সেমিফাইনাল । আশা করেছিলেন পেন কিলার খেয়ে শেষ চারে নিক কিরিয়স হার্ডলসও টপকে যাবেন । কিন্তু পারলেন না রাফা (Rafael Nadal withdraws from Wimbledon semifinal after abdominal muscle tear)।
সেমিফাইনালে নামার কুড়ি ঘণ্টা আগে জানিয়ে দিলেন, চোট যা গুরুতর, তাতে সেমিফাইনালে ব়্যাকেট হাতে সেন্টার কোর্টে নামা সম্ভব নয় তাঁর পক্ষে । অর্থাৎ, ওয়াক-ওভার পেয়ে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে অজি ফ্ল্যামবয়েন্ট নিক কিরিয়স । শুক্রবার সেমিফাইনালের সাংবাদিক সম্মেলন করে হতাশ রাফা বলেন, "আমি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াচ্ছি। আপনারা জানেন যে কোয়ার্টার ফাইনাল চলাকালীনই আমি পেটের পেশির চোটে অস্বস্তিতে পড়েছিলাম। তারপর পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে পেটের পেশি ছিঁড়েছে ।" স্প্যানিশ মায়েস্ত্রো যোগ করেন, "আমি সেমিফাইনাল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। কারণ এই অবস্থায় দু'টো ম্যাচ খেলা আমার পক্ষে সম্ভব নয় । ঠিকভাবে সার্ভ পর্যন্ত করতে পারছি না।"
-
The All England Lawn Tennis Club would like to extend our sympathies to @RafaelNadal #Wimbledon pic.twitter.com/EpLvyyQEKV
— Wimbledon (@Wimbledon) July 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The All England Lawn Tennis Club would like to extend our sympathies to @RafaelNadal #Wimbledon pic.twitter.com/EpLvyyQEKV
— Wimbledon (@Wimbledon) July 7, 2022The All England Lawn Tennis Club would like to extend our sympathies to @RafaelNadal #Wimbledon pic.twitter.com/EpLvyyQEKV
— Wimbledon (@Wimbledon) July 7, 2022
আরও পড়ুন: নোভাকের সেমিফাইনাল যাত্রাতেও উজ্জ্বল সিনার, রজার-রাফা-জোকার পরবর্তী জমানায় রাজা কি তিনিই ?
সেমিফাইনালে নামার জন্য সবরকম চেষ্টা করেছিলেন দুবারের উইম্বলডন জয়ী। যদিও প্রস্তুতিতে তাঁকে সেরা ছন্দে পাওয়া যায়নি। সার্ভিসের সময় চোটের জায়গায় যাতে চাপ না-পড়ে সেই চেষ্টা করছিলেন। কিন্তু ব্যথাকে নিয়ন্ত্রণে আনতে পারেননি গ্রহের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী (পুরুষ) । নাদাল জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরেই পেটের পেশির চোট নিয়ে বিব্রত ছিলেন তিনি। চলতি মরসুমে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছেন। ইচ্ছে ছিল উইম্বলডন জিতে 1969 রড লেভারের করা ক্যালেন্ডার স্ল্যামের কৃতিত্ব স্পর্শের দিকে এক ধাপ এগোবেন। কিন্তু তা আর হল কোথায় ?