মেলবোর্ন, 16 জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জয়ী গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal Win Hard Fought 1st Round Match) ৷ তবে নাদালের জয় এদিন স্ট্রেট সেটে আসেনি ৷ এদিন ব্রিটিশ প্রতিপক্ষ জ্যাক ড্রাপারকে চার সেটের ম্যাচে 7-5, 2-6, 6-4, 6-1 ব্যবধানে হারান টুর্নামেন্টের 1 নম্বর বাছাই নাদাল ৷ প্রায় সাড়ে তিনঘণ্টার এই ম্যাচে এদিন রাফাকে নিজের ছন্দে দেখা যায়নি ৷ দ্বিতীয় রাউন্ডে রাফার প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকেনজি ম্যাকডোনাল্ড ৷ অন্যদিকে, টুর্নামেন্টের সাত নম্বর বাছাই রাশিয়ার ড্যানিয়েল মেদভেদেভ মার্কিন প্রতিপক্ষ মার্কস জিরনকে 6-0, 6-1, 6-2 সেটে হারিয়েছেন ৷
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের প্রথম রাউন্ডের ম্যাচ শুরুর আগে থেকেই একাধিক ঘটনা ঘটতে থাকে ৷ ম্যাচ শুরুর আগে হঠাৎই নাদাল তাঁর প্রিয় ব়্যাকেট খুঁজে পাচ্ছিলেন না ৷ এ বিষয়ে তিনি জানিয়েছেন, বল বয় তাঁর ব়়্যাকেট নিয়ে নিয়েছে ৷ যার জের ম্যাচ শুরু হতে দেরি হয় ৷ এদিন প্রথম সেটটি বেশ লম্বা চলে ৷ 7-5 গেমের এই সেটে নাদালকে রীতিমতো নাজেহাল করে দেন ব্রিটিশ প্রতিপক্ষ ৷ এদিন নাদাল 12টি ব্রেক পয়েন্টের মধ্যে 6টিতে জেতেন ৷ ফার্স্ট সার্ভ উইনিং এদিন ছিল 72 শতাংশের মতো ৷ তবে সেকেন্ড সার্ভে তা কমে 57 শতাংশে নেমে যায় ৷
এরপর দ্বিতীয় সেটে 2-6 ব্যবধানে হারতে হয় স্প্যানিশ মহাতারকাকে ৷ তবে তৃতীয় ও চতুর্থ গেম 6-4 ও 6-1 গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত করেন রাফায়েল নাদাল ৷ বিশেষ করে চতুর্থ গেমে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি 'স্প্যানিশ বুল' ৷ এদিনের ম্যাচে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে ৷ অন্যদিকে, টুর্নামেন্টের সপ্তম বাছাই রাশিয়ান ড্যানিয়েল মেদভেদেভ (Seventh Seed Russian Daniil Medvedev) দাপটের সঙ্গে প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছেন ৷
-
V A M O S 🔥
— #AusOpen (@AustralianOpen) January 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Make that 7️⃣7️⃣ career wins in Melbourne for Nadal!@RafaelNadal • #AusOpen • #AO2023 pic.twitter.com/HUTYoBilL5
">V A M O S 🔥
— #AusOpen (@AustralianOpen) January 16, 2023
Make that 7️⃣7️⃣ career wins in Melbourne for Nadal!@RafaelNadal • #AusOpen • #AO2023 pic.twitter.com/HUTYoBilL5V A M O S 🔥
— #AusOpen (@AustralianOpen) January 16, 2023
Make that 7️⃣7️⃣ career wins in Melbourne for Nadal!@RafaelNadal • #AusOpen • #AO2023 pic.twitter.com/HUTYoBilL5
আরও পড়ুন: যত কাণ্ড অস্ট্রেলিয়ান ওপেনে, ম্যাচের আগে গায়েব নাদালের প্রিয় ব়্যাকেট
মেদভেদেভ 0-6, 1-6, 2-6 স্ট্রেট সেটে মার্কিন প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ৷ এদিন 7টি দুর্দান্ত এস মারেন রাশিয়ান তারকা ৷ তাঁর ফার্স্ট সার্ভ উইনিং ছিল 77 শতাংশ ৷ সেকেন্ড সার্ভ উইনিং ছিল 71 শতাংশ ৷ এদিন 13 টি ব্রেক পয়েন্টের মধ্যে 6টিতে জিতেছেন রাশিয়ান তারকা ৷ টুর্নামেন্টের তিন নম্বর বাছাই সিসিপাস ফরাসি প্রতিপক্ষ হেলাসকে স্ট্রেট সেটে হারিয়েছেন ৷ গ্রীসের তরুণ তুর্কীর পক্ষে ফলাফল ছিল 6-3, 6-4 7-6 (8-6) ৷