ETV Bharat / sports

French Open 2022 : পাঁজরের চোট ভুগিয়েছে, ফরাসি ওপেনে নিজেকে ফেভারিট মানতে নারাজ রাফা

পাঁজরের চোট সারিয়ে প্রস্তুতি টুর্নামেন্টের মধ্যে দিয়ে প্রিয় গ্র্যান্ড স্ল্যামে নামতে প্রস্তুত স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো ৷ তবে 2022 ফরাসি ওপেনে কোনওভাবেই ফেভারিট নন তিনি, জানালেন নাদাল (Rafael Nadal do not think that he is the favourite to win French Open) ৷

French Open 2022
ফরাসি ওপেনে নিজেকে ফেভারিট মানতে নারাজ রাফা
author img

By

Published : May 21, 2022, 5:18 PM IST

প্যারিস, 21 মে : রাত পোহালেই ফরাসি ওপেনের ঢাকে কাঠি ৷ লাল সুড়কির কোর্টে দাপাদাপি শুরু বিশ্বের তাবড় টেনিস তারকাদের ৷ টানা দু'সপ্তাহ ভরপুর রোমাঞ্চের প্রতীক্ষায় বিশ্বের তামাম টেনিস অনুরাগীরা ৷ ওদিকে রাফায়েল নাদালের লক্ষ্য 14তম রোলাঁ গারো জয় ৷ পাঁজরের চোট সারিয়ে প্রস্তুতি টুর্নামেন্টের মধ্যে দিয়ে প্রিয় গ্র্যান্ড স্ল্যামে নামতে প্রস্তুত স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো ৷ তবে 2022 ফরাসি ওপেনে কোনওভাবেই ফেভারিট নন তিনি, জানালেন নাদাল নিজেই (Rafael Nadal do not think that he is the favourite to win French Open) ৷

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে শিখরে পৌঁছেছিলেন চলতি বছর জানুয়ারিতে ৷ সেই জয়ের রেশ ধরেই রোলাঁ গারোর প্রথমদিনই কোর্টে নামছেন লাল সুড়কির কোর্টের অবিসংবাদী নায়ক ৷ প্রথম রাউন্ডে সামনে অস্ট্রেলিয়ার জর্ডন থম্পসন ৷ অভিযান শুরুর আগে রাফা বললেন, "এখানে আমার জন্য নতুন কিছু নেই ৷ পরিবেশটা খুব চেনা আমার কাছে ৷ প্রত্যেক বছর রোলাঁ গারোয় আমি আসি নিজের সেরাটা দিতে ৷ যেদিন মনে হবে সেরাটা দেওয়ার মত অবস্থায় নেই, সেদিন আর আসব না ৷"

এরপর 2022 ফরাসি ওপেনে তাঁর খেতাব জয়ের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে 21টি মেজরের মালিক বলেন, "টুর্নামেন্ট শুরুর আগে দাঁড়িয়ে আমার নিজেকে কোনওভাবেই ফেভারিট বলে মনে হচ্ছে না ৷ তবে কী হবে কেউ বলতে পারে না ৷" প্রিয় লাল সুড়কির গ্র্যান্ড স্ল্যামে নিজেকে ফেভারিট হিসেবে মনে না করার কারণ নেপথ্য কারণ হিসেবে পর্যাপ্ত প্রস্তুতির অভাবকেই দায়ী করেছেন রাফা ৷

আরও পড়ুন : উইম্বলডনে নির্বাসিত রাশিয়া ও বেলারুশ, যোগ হবে না কোনও ব়্যাঙ্কিং পয়েন্ট

রাফার কথায়, "দুর্ভাগ্যবশত জুতসই প্রস্তুতি নিয়ে এবার আমি এখানে আসতে পারিনি ৷ কারণ মরশুমটা যে দুর্দান্ত ছন্দে শুরু করেছিলাম, পাঁজরের চোট সেই ছন্দে বড় ধাক্কা দিয়েছে ৷" উল্লেখ্য ছয় সপ্তাহের বিশ্রামের পর মাদ্রিদ ওপেনের মধ্যে দিয়ে কোর্টে ফিরেছিলেন স্প্যানিশ তারকা ৷ সেখানে কোয়ার্টার ফাইনালে স্বদেশী কার্লোস আলকাজেরের কাছে হারতে হয় তাঁকে ৷

প্যারিস, 21 মে : রাত পোহালেই ফরাসি ওপেনের ঢাকে কাঠি ৷ লাল সুড়কির কোর্টে দাপাদাপি শুরু বিশ্বের তাবড় টেনিস তারকাদের ৷ টানা দু'সপ্তাহ ভরপুর রোমাঞ্চের প্রতীক্ষায় বিশ্বের তামাম টেনিস অনুরাগীরা ৷ ওদিকে রাফায়েল নাদালের লক্ষ্য 14তম রোলাঁ গারো জয় ৷ পাঁজরের চোট সারিয়ে প্রস্তুতি টুর্নামেন্টের মধ্যে দিয়ে প্রিয় গ্র্যান্ড স্ল্যামে নামতে প্রস্তুত স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো ৷ তবে 2022 ফরাসি ওপেনে কোনওভাবেই ফেভারিট নন তিনি, জানালেন নাদাল নিজেই (Rafael Nadal do not think that he is the favourite to win French Open) ৷

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে শিখরে পৌঁছেছিলেন চলতি বছর জানুয়ারিতে ৷ সেই জয়ের রেশ ধরেই রোলাঁ গারোর প্রথমদিনই কোর্টে নামছেন লাল সুড়কির কোর্টের অবিসংবাদী নায়ক ৷ প্রথম রাউন্ডে সামনে অস্ট্রেলিয়ার জর্ডন থম্পসন ৷ অভিযান শুরুর আগে রাফা বললেন, "এখানে আমার জন্য নতুন কিছু নেই ৷ পরিবেশটা খুব চেনা আমার কাছে ৷ প্রত্যেক বছর রোলাঁ গারোয় আমি আসি নিজের সেরাটা দিতে ৷ যেদিন মনে হবে সেরাটা দেওয়ার মত অবস্থায় নেই, সেদিন আর আসব না ৷"

এরপর 2022 ফরাসি ওপেনে তাঁর খেতাব জয়ের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে 21টি মেজরের মালিক বলেন, "টুর্নামেন্ট শুরুর আগে দাঁড়িয়ে আমার নিজেকে কোনওভাবেই ফেভারিট বলে মনে হচ্ছে না ৷ তবে কী হবে কেউ বলতে পারে না ৷" প্রিয় লাল সুড়কির গ্র্যান্ড স্ল্যামে নিজেকে ফেভারিট হিসেবে মনে না করার কারণ নেপথ্য কারণ হিসেবে পর্যাপ্ত প্রস্তুতির অভাবকেই দায়ী করেছেন রাফা ৷

আরও পড়ুন : উইম্বলডনে নির্বাসিত রাশিয়া ও বেলারুশ, যোগ হবে না কোনও ব়্যাঙ্কিং পয়েন্ট

রাফার কথায়, "দুর্ভাগ্যবশত জুতসই প্রস্তুতি নিয়ে এবার আমি এখানে আসতে পারিনি ৷ কারণ মরশুমটা যে দুর্দান্ত ছন্দে শুরু করেছিলাম, পাঁজরের চোট সেই ছন্দে বড় ধাক্কা দিয়েছে ৷" উল্লেখ্য ছয় সপ্তাহের বিশ্রামের পর মাদ্রিদ ওপেনের মধ্যে দিয়ে কোর্টে ফিরেছিলেন স্প্যানিশ তারকা ৷ সেখানে কোয়ার্টার ফাইনালে স্বদেশী কার্লোস আলকাজেরের কাছে হারতে হয় তাঁকে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.