ETV Bharat / sports

Australian Open 2022 : ঝড়ের বেগে তৃতীয় রাউন্ডে নাদাল, জিতলেন বার্টি-আজারেঙ্কাও - Nadal advances to 3rd round at Australian Open

রড লেভার এরিনায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ নাদালের প্রতিপক্ষ ছিলেন জার্মানির য়্যানিক হানফম্যান (Nadal advances to 3rd round at Australian Open) ৷ বিশ্ব ক্রমতালিকায় যাঁর স্থান 126 নম্বরে ৷

Nadal advances to 3rd round at Australian Open
Nadal advances to 3rd round at Australian Open
author img

By

Published : Jan 19, 2022, 2:28 PM IST

মেলবোর্ন, 19 জানুয়ারি : 21তম গ্র্যান্ড স্ল্যামের দিকে আরও একধাপ এগোলেন রাফায়েল নাদাল ৷ জার্মানির এক অখ্যাত প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন স্প্যানিশ তারকা ৷ ম্যাচের ফলাফল 6-2, 6-3, 6-4 ৷

রড লেভার এরিনায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ নাদালের প্রতিপক্ষ ছিলেন জার্মানির য়্যানিক হানফম্যান ৷ বিশ্ব ক্রমতালিকায় যাঁর স্থান 126 নম্বরে ৷ স্বাভাবিকভাবেই অসম লড়াইয়ের ফলাফল কাঙ্খিত ছিল ৷ হলও তাই ৷ তবে ফলাফল যাই হোক, কোর্টে অখ্যাত প্রতিপক্ষ বেশ কয়েকবার বেগ দিয়েছেন 20টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে ৷ 16টি ব্রেক পয়েন্টের সুযোগের মধ্যে চারটিকে কাজে লাগাতে সমর্থ হন নাদাল ৷ তার মধ্যে একটি হল তৃতীয় সেটের 8 নম্বর গেমে ৷ ম্যাচের আয়ু 2 ঘণ্টা 42 মিনিট ৷ সময় লাগলেও অপরাজিত তকমা বজায় রাখেন রাফা ৷ ম্যাচের পর প্রতিপক্ষের প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে ৷

আরও পড়ুন : Australian Open 2022 : সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা শুরু নাদালের, জিতে এগোলেন বার্টি-ওসাকাও

নাদাল ছাড়াও দ্বিতীয় রাউন্ডের চ্যালেঞ্জ অতিক্রম করেছেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা অ্যাশ বার্টি ৷ তৃতীয় রাউন্ডে উঠেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও ৷

মেলবোর্ন, 19 জানুয়ারি : 21তম গ্র্যান্ড স্ল্যামের দিকে আরও একধাপ এগোলেন রাফায়েল নাদাল ৷ জার্মানির এক অখ্যাত প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন স্প্যানিশ তারকা ৷ ম্যাচের ফলাফল 6-2, 6-3, 6-4 ৷

রড লেভার এরিনায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ নাদালের প্রতিপক্ষ ছিলেন জার্মানির য়্যানিক হানফম্যান ৷ বিশ্ব ক্রমতালিকায় যাঁর স্থান 126 নম্বরে ৷ স্বাভাবিকভাবেই অসম লড়াইয়ের ফলাফল কাঙ্খিত ছিল ৷ হলও তাই ৷ তবে ফলাফল যাই হোক, কোর্টে অখ্যাত প্রতিপক্ষ বেশ কয়েকবার বেগ দিয়েছেন 20টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে ৷ 16টি ব্রেক পয়েন্টের সুযোগের মধ্যে চারটিকে কাজে লাগাতে সমর্থ হন নাদাল ৷ তার মধ্যে একটি হল তৃতীয় সেটের 8 নম্বর গেমে ৷ ম্যাচের আয়ু 2 ঘণ্টা 42 মিনিট ৷ সময় লাগলেও অপরাজিত তকমা বজায় রাখেন রাফা ৷ ম্যাচের পর প্রতিপক্ষের প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে ৷

আরও পড়ুন : Australian Open 2022 : সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা শুরু নাদালের, জিতে এগোলেন বার্টি-ওসাকাও

নাদাল ছাড়াও দ্বিতীয় রাউন্ডের চ্যালেঞ্জ অতিক্রম করেছেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা অ্যাশ বার্টি ৷ তৃতীয় রাউন্ডে উঠেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.