ETV Bharat / sports

প্রজ্ঞানন্দের 'আনন্দ' সফর, বিশ্বচ্যাম্পিয়ন 'বধে' বিশ্বনাথনকে টপকে শীর্ষে তরুণ দাবাড়ু - আর প্রজ্ঞানন্দ

R Praggnanandhaa Surpasses Viswanathan Anand as No.1 Indian: বিশ্বনাথন আনন্দকে সরিয়ে ভারতের সেরা গ্র্যান্ড মাস্টারের আসনে বসে পড়লেন গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ ৷ এদিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী চিনের ডিং লিরেনকে হারিয়ে এই কীর্তি গড়লেন তরুণ ৷

ETV BHARAT File
ETV BHARAT File
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 2:04 PM IST

উইজক আন জি (নেদারল্যান্ডস), 17 জানুয়ারি: টাটা স্টিল দাবা টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন চিনের ডিং লিরেনকে হারালেন ভারতের গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ ৷ সেই সঙ্গে কিংবদন্তি বিশ্বনাথন আনন্দকে ছাপিয়ে ভারতীয় হিসেবে একনম্বরে উঠে এলেন 2023 ফিডে বিশ্বকাপের রানার আপ ৷

নেদারল্যান্ডসে আয়োজিত টুর্নামেন্টে স্থানীয় সময় মঙ্গলবার রাতে চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে জেতেন প্রজ্ঞানন্দ ৷ তার পরেই ফিডের লাইভ ব়্যাংকিংয়ে দেখা যায়, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দের 2,748 পয়েন্টের তুলনায় প্রজ্ঞার পয়েন্ট 2,748.3 ৷ এর ফলে বিশ্ব ব়্যাংকিংয়ে বিশ্বনাথন আনন্দকে ছাপিয়ে যান 18 বছরের তরুণ দাবাড়ু ৷ সঙ্গে ভারতীয়দের মধ্যে এক নম্বর দাবাড়ুর আসনে বসে পড়েছেন চেন্নাইয়ের ছেলে ৷ এ দিন কালো ঘুটি নিয়ে 62 চালে বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়েছেন তিনি ৷

বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় কোনও ভারতীয় আর প্রজ্ঞানন্দ, যিনি বিশ্ব চ্যাম্পিয়নকে ক্লাসিক্যাল দাবা প্রতিযোগিতায় হারিয়েছেন ৷ উল্লেখ্য, গতবছরেও লিরেনকে টাটা স্টিল টুর্নামেন্টে হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ ৷ ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে প্রজ্ঞা বলেন, "জিতে খুব ভালো লাগছে !" মাস্টার্স ইভেন্টে এই মুহূর্তে 2.5 পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন প্রজ্ঞানন্দ ৷

ভারতীয় গ্র্যান্ড মাস্টার সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে রয়েছেন ৷ গত বছর ফিডে বিশ্বকাপ ফাইনালে ম্যাগনাস কার্লসনের কাছে হেরে রানার্স-আপ হন ৷ ফলে আগামী এপ্রিল মাসে আয়োজিত ক্যান্ডিডেটস টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞা ৷ যেখানে তিনি ডিং লিরেনের চ্যালেঞ্জার হিসেবে খেলবেন ৷ অন্যদিকে, ভারতীয় বংশোদ্ভুত ডাচ গ্র্যান্ড মাস্টার অনীশ গিরি ভারতের আরেক তরুণ দাবাড়ু ডি গুকেশকে হারিয়েছেন ৷ চতুর্থ রাউন্ড শেষে অনীশ গিরির পয়েন্ট 3.5 ৷ আর তাঁর থেকে হাফ পয়েন্ট কম পেয়ে লিডার বোর্ডে দু’নম্বরে রয়েছেন আলিরেজা ফিরৌজা ৷ আর ভিদিত সন্তোষ গুজরাতি জর্ডন ভান ফোরেস্টের বিরুদ্ধে ড্র করে চতুর্থ রাউন্ডের শেষে 2 পয়েন্ট পয়েছেন ৷

আরও পড়ুন:

  1. ফের নেটে ব্যাট হাতে সচিন, কীসের ইঙ্গিত দিলেন লিটল মাস্টার
  2. 16 ছক্কার অ্যালেন শো, টি-20 ক্রিকেটে 'আফগানি রেকর্ড' ছুঁলেন কিউয়ি ব্যাটার
  3. চিন্নাস্বামীর নেটে ব্যাটিংয়ের ফাঁকে রোহিতদের সঙ্গে খুনসুটিতে মাতলেন পন্ত

উইজক আন জি (নেদারল্যান্ডস), 17 জানুয়ারি: টাটা স্টিল দাবা টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন চিনের ডিং লিরেনকে হারালেন ভারতের গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ ৷ সেই সঙ্গে কিংবদন্তি বিশ্বনাথন আনন্দকে ছাপিয়ে ভারতীয় হিসেবে একনম্বরে উঠে এলেন 2023 ফিডে বিশ্বকাপের রানার আপ ৷

নেদারল্যান্ডসে আয়োজিত টুর্নামেন্টে স্থানীয় সময় মঙ্গলবার রাতে চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে জেতেন প্রজ্ঞানন্দ ৷ তার পরেই ফিডের লাইভ ব়্যাংকিংয়ে দেখা যায়, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দের 2,748 পয়েন্টের তুলনায় প্রজ্ঞার পয়েন্ট 2,748.3 ৷ এর ফলে বিশ্ব ব়্যাংকিংয়ে বিশ্বনাথন আনন্দকে ছাপিয়ে যান 18 বছরের তরুণ দাবাড়ু ৷ সঙ্গে ভারতীয়দের মধ্যে এক নম্বর দাবাড়ুর আসনে বসে পড়েছেন চেন্নাইয়ের ছেলে ৷ এ দিন কালো ঘুটি নিয়ে 62 চালে বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়েছেন তিনি ৷

বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় কোনও ভারতীয় আর প্রজ্ঞানন্দ, যিনি বিশ্ব চ্যাম্পিয়নকে ক্লাসিক্যাল দাবা প্রতিযোগিতায় হারিয়েছেন ৷ উল্লেখ্য, গতবছরেও লিরেনকে টাটা স্টিল টুর্নামেন্টে হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ ৷ ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে প্রজ্ঞা বলেন, "জিতে খুব ভালো লাগছে !" মাস্টার্স ইভেন্টে এই মুহূর্তে 2.5 পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন প্রজ্ঞানন্দ ৷

ভারতীয় গ্র্যান্ড মাস্টার সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে রয়েছেন ৷ গত বছর ফিডে বিশ্বকাপ ফাইনালে ম্যাগনাস কার্লসনের কাছে হেরে রানার্স-আপ হন ৷ ফলে আগামী এপ্রিল মাসে আয়োজিত ক্যান্ডিডেটস টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞা ৷ যেখানে তিনি ডিং লিরেনের চ্যালেঞ্জার হিসেবে খেলবেন ৷ অন্যদিকে, ভারতীয় বংশোদ্ভুত ডাচ গ্র্যান্ড মাস্টার অনীশ গিরি ভারতের আরেক তরুণ দাবাড়ু ডি গুকেশকে হারিয়েছেন ৷ চতুর্থ রাউন্ড শেষে অনীশ গিরির পয়েন্ট 3.5 ৷ আর তাঁর থেকে হাফ পয়েন্ট কম পেয়ে লিডার বোর্ডে দু’নম্বরে রয়েছেন আলিরেজা ফিরৌজা ৷ আর ভিদিত সন্তোষ গুজরাতি জর্ডন ভান ফোরেস্টের বিরুদ্ধে ড্র করে চতুর্থ রাউন্ডের শেষে 2 পয়েন্ট পয়েছেন ৷

আরও পড়ুন:

  1. ফের নেটে ব্যাট হাতে সচিন, কীসের ইঙ্গিত দিলেন লিটল মাস্টার
  2. 16 ছক্কার অ্যালেন শো, টি-20 ক্রিকেটে 'আফগানি রেকর্ড' ছুঁলেন কিউয়ি ব্যাটার
  3. চিন্নাস্বামীর নেটে ব্যাটিংয়ের ফাঁকে রোহিতদের সঙ্গে খুনসুটিতে মাতলেন পন্ত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.