মুম্বই, 18 এপ্রিল : 1500 ফ্রি-স্টাইল সাঁতারে রুপো জয়ের পর ড্যানিশ ওপেনে এবার 800 মিটার ক্যাটেগরিতে সোনা জয় অভিনেতা রঙ্গনাথন মাধবন-পুত্র বেদান্ত মাধবনের ৷ রবিবার আন্তর্জাতিক মঞ্চে ছেলের স্বর্ণজয়ের খবর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন গর্বিত বাবা আর মাধবন (Madhavan son Vedaant wins gold in Denmark) ৷
টুইটারে পুত্র বেদান্ত এবং বাবা আর মাধবনকে অভিনন্দনে ভরিয়েছেন ইন্ডাস্ট্রির কলা-কুশলীরা ৷ বিশ্বমঞ্চে ছেলের সাফল্যের ছবি পোস্ট করে রবিবার 'থ্রি ইডিয়টস' অভিনেতা লেখেন, "ভারতের ঝুলিতে এবার সোনা ৷" 8:17.28 মিনিটে 800 মিটার অতিক্রম করে রবিবার ডেনমার্কে সোনা জেতে বছর ষোলোর বেদান্ত ৷
ইন্ডাস্ট্রির ‘ম্যাডি’কে অভিনন্দন জানিয়ে মন্দিরা বেদি লিখেছেন, "দুর্দান্ত ৷ তুমি নিশ্চয় ভীষণ গর্বিত ৷" সোফি চৌধুরি লেখেন, "ম্যাডি দারুণ খবর ৷ আশা করি এই সাফল্য সবে শুরু ৷ তোমাকে, সরিতাকে এবং সর্বোপরি বেদান্তকে অভিনন্দন ৷" এছাড়াও শিল্পা শেট্টি, বোম্যান ইরানি, আনন্দ এল রাইরা প্রশংসায় ভরিয়েছেন মাধবন-পুত্রকে ৷
আরও পড়ুন : ফের করোনার প্রাদুর্ভাব আইপিএলে, ভাইরাসের কবলে দিল্লি ক্রিকেটার
- — Ranganathan Madhavan (@ActorMadhavan) April 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 17, 2022
">— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 17, 2022
বিশ্বমঞ্চে ছেলের সাফল্যের জন্য বদ্ধপরিকর মাধবন এবং তাঁর স্ত্রী বেদান্তকে নিয়ে গতবছর ডিসেম্বরে পাড়ি দিয়েছিলেন দুবাই ৷ ছেলেকে অনুশীলনের জন্য সেরা মঞ্চের বন্দোবস্ত করে দেওয়াই ছিল তাঁদের লক্ষ্য ৷ এক বলি ওয়েবসাইটকে বলিউডের ম্যাডি জানিয়েছিলেন ছেলেকে অলিম্পিকের মঞ্চে পদক গলায় দেখতে চান তিনি ৷ ডেনমার্কে সোনা জয় হয়তো তারই স্টেপিং স্টোন ৷