হায়দরাবাদ, 13 অগস্ট: চোট উপেক্ষা করেই বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের ফাইনালে নেমেছিলেন ৷ সোনা জিতে সম্পূর্ণ হয়েছে তাঁর পদকজয়ের বৃত্ত ৷ কিন্তু গোড়ালির চোট বেশ ভোগাচ্ছে পুসারলা ভেঙ্কট সিন্ধুকে ৷ সেই কারণে আগামী 21 অগস্ট থেকে শুরু হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিতে চলেছেন ভারতীয় শাটলার ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর তেমনটাই ৷
বার্মিংহ্যাম গেমসে সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল চলাকালীন গোড়ালিতে চোট পেয়েছিলেন সিন্ধু ৷ কিন্তু সেই চোট কমনওয়েলথ গেমস সোনাজয়ের পথে কোনওরকম বাধা হয়নি ৷ কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার দিন আটেক আগে বয়ে এল দুঃসংবাদটা ৷ সংবাদসংস্থার খবরে সিলমোহর পড়লে টোকিয়োয় যাচ্ছেন না হায়দরাবাদি শাটলার (PV Sindhu is likely to miss World Championships due to ankle injury) ৷
-
Indian badminton player PV Sindhu is likely to miss World Championships due to ankle injury: Sources
— ANI (@ANI) August 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
(file pic) pic.twitter.com/wUnKnqvghc
">Indian badminton player PV Sindhu is likely to miss World Championships due to ankle injury: Sources
— ANI (@ANI) August 13, 2022
(file pic) pic.twitter.com/wUnKnqvghcIndian badminton player PV Sindhu is likely to miss World Championships due to ankle injury: Sources
— ANI (@ANI) August 13, 2022
(file pic) pic.twitter.com/wUnKnqvghc
আরও পড়ুন: বার্মিংহ্যামে সিন্ধু-গর্জন, কমনওয়েলথে প্রথম সোনা এল প্রাক্তন বিশ্বজয়ীর ঝুলিতে
2019 সোনা জয়ের পাশাপাশি বিশ্ব চ্য়াম্পিয়নশিপের মঞ্চে জোড়া রুপো এবং জোড়া ব্রোঞ্জও রয়েছে সিন্ধুর ঝুলিতে ৷ সবমিলিয়ে টুর্নামেন্টে দেশের সবচেয়ে সফল শাটলার হিসেবে সিন্ধুকে আখ্যা দেওয়া হলেও তা নেহাত ভুল কিছু নয় ৷ তাই সিন্ধু বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুললে ভারতের একটি নিশ্চিত পদক হাতছাড়া হতে চলেছে বলে মত অনুরাগীদের ৷ সূত্রের খবর, সিন্ধুর গোড়ালির হাড়ে চিড় ধরেছে ৷ যা সারিয়ে উঠতে অক্টোবরের মাঝামাঝি হয়ে যাবে ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সিন্ধুর নাম প্রত্যাহারের খবরটি নিশ্চিত করেছেন তাঁর বাবা পিভি রমনা ৷
প্রসঙ্গত, কানাডার প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে হারিয়ে গত সোমবার কমনওয়েলথে পয়লা নম্বর সোনা জিতে নেন পিভি সিন্ধু (PV Sindhu clinches her maiden singles Gold at CWG) ৷ গোল্ড মেডেল ম্যাচে মিচেল লি-র বিরুদ্ধে 2019 বিশ্বচ্যাম্পিয়ন জেতেন 21-15, 21-13 ব্যবধানে ৷