কলকাতা, 29 জুন: পুল্লেলা গোপীচন্দ আগেও কলকাতায় কোচিং ক্যাম্পে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন ৷ তার পর অনেকগুলি বছর পেরিয়ে গিয়েছে ৷ ফের একবার কলকাতায় কোচিংয়ের দায়িত্ব সামলাবেন ভারতের দ্রোণাচার্য গোপীচন্দ (Pullela Gopichand will Lead Coaching Team at Star Badminton Academy in kolkata) ৷ রাজ্যের ক্রীড়া প্রশাসক শেখর বিশ্বাস এবং তাঁর ছেলে অভীক বিশ্বাসের তৈরি স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমির কোচিংয়ের দায়িত্বভার সামলাবেন তিনি ৷ মূলত, গোপীচন্দের নেতৃত্বে ওই ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে কোচিং করানো হবে ৷
দক্ষিণ 24 পরগনার হরিনাভিতে 19 হাজার স্কোয়ার ফিট এলাকা জুড়ে স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি তৈরি করা হয়েছে ৷ যা তৈরি করতে প্রায় 10 কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন শেখর বিশ্বাস ৷ তাঁদের নতুন ক্রীড়া সংস্থা একে স্পোর্টস অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই অ্যাকাডেমি তৈরি করেছে ৷ কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে নতুন এই অ্যাকাডেমির নাম ঘোষণা করেন শেখর বিশ্বাস এবং তাঁর ছেলে অভীক বিশ্বাস ৷
রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সভাপতি ঊষানাথ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘এত ভালো মানের অ্যাকাডেমি পশ্চিমবঙ্গে এই প্রথম ৷ পূর্ব ভারতে এত ভালো ব্যাডমিন্টন অ্যাকাডেমি নেই ৷ যে পরিকাঠামো তৈরি করা হয়েছে ৷ তাতে অনায়াসে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট করার যোগ্যতা এই স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি অর্জন করতে পারবে ৷ 6টি উডেন ব্যাডমিন্টন কোর্ট আছে ৷ রয়েছে উন্নতমানের জিম ৷
আরও পড়ুন: Wimbledon 2022: শুরুতেই বিদায় সেরেনার, হোঁচট খেয়ে দ্বিতীয় রাউন্ডে নাদাল
এই অ্যাকাডেমির ট্রেনিং নিতে আসা খেলোয়াড়রা সেখানে থাকতে পারবেন ৷ 60 জন শিক্ষার্থীর থাকা-খাওয়ার ব্যবস্থা আছে ৷ আর যা সবচেয়ে ভালো খবর তা হল, এই অ্যাকাডেমির সঙ্গে 5 বছরের জন্য চুক্তি করেছেন পুল্লেলা গোপীচন্দ ৷ শেখর বিশ্বাস জানালেন, ‘‘গোপীচন্দের নেতৃত্বেই পুরো কোচিং করানো হবে ৷ তিনি মাঝে মধ্যে আসবেন ৷ কলকাতা থেকে চারজন কোচকে হায়দরাবাদে নিয়ে গিয়ে নিজের অ্যাকাডেমিতে ট্রেনিং দেবেন তিনি ৷ পরে সেই কোচরা স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে এসে কোচিং করাবেন ৷’’ শনিবার বেলা 2টোর সময় হরিনাভিতে ওই ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন করবেন পুল্লেলা গোপীচন্দ ৷