ETV Bharat / sports

PT Usha IOA President: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষা - IOA

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পিটি ঊষা (PT Usha becomes first woman IOA president) ৷ আইওএ-এর প্রেসিডেন্ট পদে নির্বাচনে পিটি ঊষার বিপক্ষে কেউ ছিলেন না ৷

pt-usha-becomes-first-woman-ioa-president
pt-usha-becomes-first-woman-ioa-president
author img

By

Published : Dec 10, 2022, 7:19 PM IST

নয়াদিল্লি, 10 ডিসেম্বর: দেশের ক্রীড়া প্রশাসনে এক নতুন যুগের সূচনা ৷ কিংবদন্তি পিটি ঊষা শনিবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন (PT Usha becomes first woman IOA president) ৷ তাও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৷ 58 বছর বয়সী পিটি ঊষা, এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী এবং 1984 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে 400 মিটার হার্ডলস ফাইনালে চতুর্থ স্থানাধিকারী ৷ এদিন আইওএ-এর প্রেসিডেন্ট পদে নির্বাচনে পিটি ঊষার বিপক্ষে কেউ ছিলেন না ৷

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে নির্বাচনগুলি সুপ্রিম কোর্ট-নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও-এর তত্ত্বাবধানে করা হয় ৷ শীর্ষ পদে ঊষার নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্দরে চলা সংকটের অবসান ঘটল বলেই মনে করা হচ্ছে ৷ প্রসঙ্গত, এই মাসের মধ্যে নির্বাচন করে নতুন বোর্ড গঠন না-করলে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা আইওএ-কে নির্বাসন করার হুঁশিয়ারি দিয়েছিল ৷

আরও পড়ুন: নয়া ইতিহাস লিখে আইওএ প্রেসিডেন্ট হচ্ছেন পিটি ঊষা

2021 ডিসেম্বর মাসে এই নির্বাচন হওয়ার কথা ছিল ৷ কিন্তু, আইওএ-এর সংঘাতের কারণে তা সম্ভব হয়নি ৷ তবে 'পায়োলি এক্সপ্রেস'-এর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইওএ-এর শীর্ষপদে বসা অনেক আগেই নিশ্চিত হয়ে যায় ৷ গত মাসে নির্ধারিত সময়ের শেষদিনে তিনি মনোনয়ন পেশ করেছিলেন ৷ সময় পেরিয়ে গেলেও দ্বিতীয় কোনও মনোনয়ন প্রেসিডেন্ট পদের জন্য জমা পড়েনি ৷ ফলে সেদিনই তাঁর ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়া সুনিশ্চিত হয়ে যায় ৷ এদিন সিলমোহর পড়ল তাতে ৷

নয়াদিল্লি, 10 ডিসেম্বর: দেশের ক্রীড়া প্রশাসনে এক নতুন যুগের সূচনা ৷ কিংবদন্তি পিটি ঊষা শনিবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন (PT Usha becomes first woman IOA president) ৷ তাও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৷ 58 বছর বয়সী পিটি ঊষা, এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী এবং 1984 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে 400 মিটার হার্ডলস ফাইনালে চতুর্থ স্থানাধিকারী ৷ এদিন আইওএ-এর প্রেসিডেন্ট পদে নির্বাচনে পিটি ঊষার বিপক্ষে কেউ ছিলেন না ৷

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে নির্বাচনগুলি সুপ্রিম কোর্ট-নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও-এর তত্ত্বাবধানে করা হয় ৷ শীর্ষ পদে ঊষার নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্দরে চলা সংকটের অবসান ঘটল বলেই মনে করা হচ্ছে ৷ প্রসঙ্গত, এই মাসের মধ্যে নির্বাচন করে নতুন বোর্ড গঠন না-করলে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা আইওএ-কে নির্বাসন করার হুঁশিয়ারি দিয়েছিল ৷

আরও পড়ুন: নয়া ইতিহাস লিখে আইওএ প্রেসিডেন্ট হচ্ছেন পিটি ঊষা

2021 ডিসেম্বর মাসে এই নির্বাচন হওয়ার কথা ছিল ৷ কিন্তু, আইওএ-এর সংঘাতের কারণে তা সম্ভব হয়নি ৷ তবে 'পায়োলি এক্সপ্রেস'-এর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইওএ-এর শীর্ষপদে বসা অনেক আগেই নিশ্চিত হয়ে যায় ৷ গত মাসে নির্ধারিত সময়ের শেষদিনে তিনি মনোনয়ন পেশ করেছিলেন ৷ সময় পেরিয়ে গেলেও দ্বিতীয় কোনও মনোনয়ন প্রেসিডেন্ট পদের জন্য জমা পড়েনি ৷ ফলে সেদিনই তাঁর ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়া সুনিশ্চিত হয়ে যায় ৷ এদিন সিলমোহর পড়ল তাতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.