ETV Bharat / sports

Wrestlers Protest: মুখ ফিরিয়েছে রাষ্ট্র, গঙ্গায় পদক ভাসিয়ে আমৃত্যু অনশনের ডাক ভিনেশ-বজরংদের! - Bajrang Punia

নয়া বাঁক নিল পালোয়ানদের আন্দোলনের অভিমুখ ৷ দশহারার দিন হরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জন দেওয়ার হুঁশিয়ারি দিলেন কুস্তিগীররা ৷ পাশাপাশি, আমরণ অনশনের কথাও জানিয়েছেন তিনি ৷ ন্যায় বিচারের দাবিতে প্রতি মুহূর্তে পুলিশের তরফে যে হেনস্থার শিকার তাঁরা হচ্ছেন, সেই কারণেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন বজরং ৷

Wrestlers Protest ETV BHARAT
Wrestlers Protest
author img

By

Published : May 30, 2023, 2:34 PM IST

Updated : May 30, 2023, 3:39 PM IST

নয়াদিল্লি, 30 মে: প্রতিবাদের নয়া ভাষা ৷ তাঁদের প্রতি অন্যায়ের প্রতিবাদ স্বরূপ মঙ্গলবার গঙ্গায় পদক বিসর্জন দেওয়ার কথা জানালেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷ মঙ্গলবার অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া তাঁর টুইটারে একটি পোস্ট করেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, গঙ্গা দশহারার দিন তাঁরা তাঁদের সব পদক গঙ্গায় বিসর্জন দেবেন ৷ এমনকী আমরণ অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা ৷ বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে একাংশ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার অভিযোগে পুলিশ প্রশাসন অতিসক্রিয় ভূমিকা নিয়েছে ৷ এমনকি গত রবিবার যন্তর মন্তর থেকে তাঁদের টেনে-হিঁচড়ে সরিয়ে দেওয়ার হয় ৷ যে ঘটনার প্রতিবাদে এই চরম পদক্ষেপের কথা জানিয়েছেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷

বজরং পুনিয়া তাঁর টুইটারে করা পোস্টে জানিয়েছেন, দেশের হয়ে জেতা পদকগুলি গঙ্গায় বিসর্জন দেওয়া ছাড়া তাঁদের কাছে কোন বিকল্প পথ খোলা নেই ৷ যেখানে কুস্তিগীরদের দীর্ঘ আন্দোলনের পরেও কেন্দ্রের বিজেপির সরকার তাঁদের সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারেনি ৷ এই কঠিন পদক্ষেপ নেওয়ার পিছনে আরও একাধিক কারণের কথা উল্লেখ করেছেন বজরং পুনিয়া ৷ কোনও অপরাধ না-করা সত্ত্বেও প্রতি মুহূর্তে দিল্লি পুলিশ তাঁদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ এমনকী সংবাদ মাধ্যমের একটি অংশে তাঁদেরকে খলনায়ক করে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

আরও পড়ুন: 'ধোনিকে অভিনন্দন', নিজেদের প্রাপ্য সম্মানের আক্ষেপ সাক্ষীর গলায়

পুরো ঘটনায় পুলিশ প্রশাসনের অতিসক্রিয়তার চেয়েও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মৌনব্রত নেওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বজরং পুনিয়া ৷ যন্তর মন্তরে তাঁদের প্রতিবাদ মঞ্চ থেকে রাষ্ট্রপতি ভবনের দূরত্ব মাত্র 2 কিলোমিটার ৷ কিন্তু, রাষ্ট্রপতি তাঁদের এই আন্দোলন নিয়ে বা তাঁদের অভিযোগের প্রেক্ষিতে কোনও মন্তব্য করেননি এখনও পর্যন্ত ৷ এমনকী অলিম্পিক পদক এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফেরা কুস্তিগীরদের নিজের বাসভবনে ডেকে সম্মানিত করেছিলেন যে প্রধানমন্ত্রী, একমা, পেরিয়ে গেলেও তিনিও রা কাটেননি এখনও ৷

আরও পড়ুন: 'ওরা অপরাধী নয়', সাক্ষী-ভিনেশদের পাশে জয়দীপ-রাহুলরা

সেই বিষয়টিকে উল্লেখ করে বজরং পুনিয়া লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী একটা সময় যাঁদের ‘দেশ কি বেটি’ বলে সম্মান জানিয়ে ছিলেন ৷ আজ তাঁদের সঙ্গে হওয়া ঘটনা নিয়ে একটি শব্দও খরচ করলেন না ৷’’ আর তাই আক্ষেপের সুরে তিনি লিখেছেন, ‘‘এখন মনে হচ্ছে কেন জিতেছিলাম ওই পদকগুলি ৷ যার মান আমাদের প্রশাসন ও সরকার রাখতে পারে না ৷’’ আর যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এতকাণ্ড, সেই ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন তিনি ৷ পুনিয়ার অভিযোগ, ব্রিজভূষণ প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে হওয়া পকসো আইনের ধারা তুলে নেওয়ার কথা বলেছেন ৷ তাই বাধ্য হয়েই পদক বিসর্জনের সিদ্ধান্ত বলে জানিয়েছেন সোনার ছেলেমেয়েরা ৷

নয়াদিল্লি, 30 মে: প্রতিবাদের নয়া ভাষা ৷ তাঁদের প্রতি অন্যায়ের প্রতিবাদ স্বরূপ মঙ্গলবার গঙ্গায় পদক বিসর্জন দেওয়ার কথা জানালেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷ মঙ্গলবার অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া তাঁর টুইটারে একটি পোস্ট করেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, গঙ্গা দশহারার দিন তাঁরা তাঁদের সব পদক গঙ্গায় বিসর্জন দেবেন ৷ এমনকী আমরণ অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা ৷ বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে একাংশ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার অভিযোগে পুলিশ প্রশাসন অতিসক্রিয় ভূমিকা নিয়েছে ৷ এমনকি গত রবিবার যন্তর মন্তর থেকে তাঁদের টেনে-হিঁচড়ে সরিয়ে দেওয়ার হয় ৷ যে ঘটনার প্রতিবাদে এই চরম পদক্ষেপের কথা জানিয়েছেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷

বজরং পুনিয়া তাঁর টুইটারে করা পোস্টে জানিয়েছেন, দেশের হয়ে জেতা পদকগুলি গঙ্গায় বিসর্জন দেওয়া ছাড়া তাঁদের কাছে কোন বিকল্প পথ খোলা নেই ৷ যেখানে কুস্তিগীরদের দীর্ঘ আন্দোলনের পরেও কেন্দ্রের বিজেপির সরকার তাঁদের সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারেনি ৷ এই কঠিন পদক্ষেপ নেওয়ার পিছনে আরও একাধিক কারণের কথা উল্লেখ করেছেন বজরং পুনিয়া ৷ কোনও অপরাধ না-করা সত্ত্বেও প্রতি মুহূর্তে দিল্লি পুলিশ তাঁদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ এমনকী সংবাদ মাধ্যমের একটি অংশে তাঁদেরকে খলনায়ক করে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

আরও পড়ুন: 'ধোনিকে অভিনন্দন', নিজেদের প্রাপ্য সম্মানের আক্ষেপ সাক্ষীর গলায়

পুরো ঘটনায় পুলিশ প্রশাসনের অতিসক্রিয়তার চেয়েও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মৌনব্রত নেওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বজরং পুনিয়া ৷ যন্তর মন্তরে তাঁদের প্রতিবাদ মঞ্চ থেকে রাষ্ট্রপতি ভবনের দূরত্ব মাত্র 2 কিলোমিটার ৷ কিন্তু, রাষ্ট্রপতি তাঁদের এই আন্দোলন নিয়ে বা তাঁদের অভিযোগের প্রেক্ষিতে কোনও মন্তব্য করেননি এখনও পর্যন্ত ৷ এমনকী অলিম্পিক পদক এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফেরা কুস্তিগীরদের নিজের বাসভবনে ডেকে সম্মানিত করেছিলেন যে প্রধানমন্ত্রী, একমা, পেরিয়ে গেলেও তিনিও রা কাটেননি এখনও ৷

আরও পড়ুন: 'ওরা অপরাধী নয়', সাক্ষী-ভিনেশদের পাশে জয়দীপ-রাহুলরা

সেই বিষয়টিকে উল্লেখ করে বজরং পুনিয়া লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী একটা সময় যাঁদের ‘দেশ কি বেটি’ বলে সম্মান জানিয়ে ছিলেন ৷ আজ তাঁদের সঙ্গে হওয়া ঘটনা নিয়ে একটি শব্দও খরচ করলেন না ৷’’ আর তাই আক্ষেপের সুরে তিনি লিখেছেন, ‘‘এখন মনে হচ্ছে কেন জিতেছিলাম ওই পদকগুলি ৷ যার মান আমাদের প্রশাসন ও সরকার রাখতে পারে না ৷’’ আর যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এতকাণ্ড, সেই ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন তিনি ৷ পুনিয়ার অভিযোগ, ব্রিজভূষণ প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে হওয়া পকসো আইনের ধারা তুলে নেওয়ার কথা বলেছেন ৷ তাই বাধ্য হয়েই পদক বিসর্জনের সিদ্ধান্ত বলে জানিয়েছেন সোনার ছেলেমেয়েরা ৷

Last Updated : May 30, 2023, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.