ETV Bharat / sports

AFC Cup 2022: পুরো সময় প্র্যাকটিসে সন্দেশ ঝিঙ্গান, রয় কৃষ্ণ - এটিকে মোহনবাগান বনাম গোকুলাম এফসি

এএফসি কাপে প্রথম ম্যাচে গোকুলাম এফসি-র মুখোমুখি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan vs Gokulam Kerala FC)৷ তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না দলের থিঙ্ক ট্যাঙ্ক (AFC Cup 2022)৷

preparation-of-atk-mohun-bagan-before-gokulam-kerala-fc-match-in-afc-cup-2022
পুরো সময় প্র্যাকটিসে সন্দেশ ঝিঙ্গান, রয় কৃষ্ণ
author img

By

Published : May 17, 2022, 10:14 AM IST

কলকাতা, 17 মে: আটচল্লিশ ঘণ্টা পরে এএফসি কাপের কড়া চ্যালেঞ্জ (ATK Mohun Bagan vs Gokulam Kerala FC)। সামনে গোকুলাম এফসি, বসুন্ধরা কিংস, মাজিয়া স্পোর্টসের মতো শক্তিশালী দল । ফলে দল নিয়ে লোকচক্ষুর আড়ালে কৌশল সাজাতে ব্যস্ত এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো (AFC Cup 2022)।

ইতিমধ্যেই প্রথম ম্যাচের প্রতিপক্ষ গোকুলাম এফসি সম্বন্ধে হোমওয়ার্ক সেরে ফেলেছে সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক (preparation of ATK Mohun Bagan)। আই লিগের খেতাবি লড়াইয়ের শেষ ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে তাদের দাপুটে পারফরম্যান্স দেখে ছক সাজাচ্ছেন মেরিনার্সদের হেডস্যার । প্রতিপক্ষ হিসেবে গোকুলাম ছন্দে রয়েছে । পরপর দুবার আই লিগ চ্যাম্পিয়ন তারা । আক্রমণভাগ এবং রক্ষণের ভারসাম্য রয়েছে । তবে তাদের চিন্তা ক্লান্তি ।

কারণ আই লিগের খেতাবি নির্ণায়ক ম্যাচের ধকল সামলেই এএফসি কাপের ধকল সামলাতে হবে । আফগানিস্তানের মিডফিল্ডার শরিফ মুখাম্মদ দলের নিউক্লিয়াস । প্রতিপক্ষের একনম্বর ফুটবলারকে নিষ্প্রভ করতে মাঝমাঠ এবং রক্ষণের মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে বাড়তি জোর দিচ্ছেন সবুজ মেরুন কোচ । অনুশীলনে যোগ দিয়েছেন রয় কৃষ্ণ । ফিজিয়ান স্ট্রাইকার প্রথম ম্যাচে নামবে কি না তা সময় বলবে । তবে গত দুদিন পুরো প্র্যাকটিস করেছেন । চোট সারিয়ে মাঠে ফেরার অপেক্ষায় সন্দেশ ঝিঙ্গানও । তিনিও পুরো সময় প্র্যাকটিস করেছেন ।

আরও পড়ুন: AFC Cup 2022 : এএফসি কাপের মূলপর্বের ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক এটিকে মোহনবাগান

এএফসি কাপের প্রথম পর্বে দলের দাপুটে পারফরম্যান্স এটিকে মোহনবাগান সম্পর্কে প্রত্যাশা বাড়িয়েছে । জনি কাউকো, হুগো বুমোস, ডেভিড উইলিয়ামস দলের দাপুটে পারফরম্যান্সের নেপথ্যে । সঙ্গে জীবনের সেরা ফর্মে লিস্টন কোলাসো । তাই আই লিগ চ্যাম্পিয়নদের আক্রমণ সামলাতে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না জুয়ান ফেরান্দো । দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার শুভাশিস বসু বলছেন, “আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে । খেলার মধ্যে আছি আমরা । আমাদের লক্ষ্য গোল অক্ষত রেখে ম্যাচ শেষ করা । গোল করার লোক আমাদের দলে রয়েছে । হুগো বুমোস, জনি কাউকো, লিস্টন কোলাসো, ডেভিড উইলিয়ামস, মনবীর সিং গোলের মধ্যে রয়েছেন । রয় কৃষ্ণ চলে এসেছেন । প্রতিপক্ষ গোকুলাম যথেষ্ট শক্তিশালী দল । ফলে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে । প্রথম ম্যাচ জিতলে বাকি ম্যাচগুলোতে চাপ কমবে । তাই প্রথম ম্যাচ আমাদের সতর্ক হয়ে নামতে হবে ।”

কলকাতা, 17 মে: আটচল্লিশ ঘণ্টা পরে এএফসি কাপের কড়া চ্যালেঞ্জ (ATK Mohun Bagan vs Gokulam Kerala FC)। সামনে গোকুলাম এফসি, বসুন্ধরা কিংস, মাজিয়া স্পোর্টসের মতো শক্তিশালী দল । ফলে দল নিয়ে লোকচক্ষুর আড়ালে কৌশল সাজাতে ব্যস্ত এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো (AFC Cup 2022)।

ইতিমধ্যেই প্রথম ম্যাচের প্রতিপক্ষ গোকুলাম এফসি সম্বন্ধে হোমওয়ার্ক সেরে ফেলেছে সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক (preparation of ATK Mohun Bagan)। আই লিগের খেতাবি লড়াইয়ের শেষ ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে তাদের দাপুটে পারফরম্যান্স দেখে ছক সাজাচ্ছেন মেরিনার্সদের হেডস্যার । প্রতিপক্ষ হিসেবে গোকুলাম ছন্দে রয়েছে । পরপর দুবার আই লিগ চ্যাম্পিয়ন তারা । আক্রমণভাগ এবং রক্ষণের ভারসাম্য রয়েছে । তবে তাদের চিন্তা ক্লান্তি ।

কারণ আই লিগের খেতাবি নির্ণায়ক ম্যাচের ধকল সামলেই এএফসি কাপের ধকল সামলাতে হবে । আফগানিস্তানের মিডফিল্ডার শরিফ মুখাম্মদ দলের নিউক্লিয়াস । প্রতিপক্ষের একনম্বর ফুটবলারকে নিষ্প্রভ করতে মাঝমাঠ এবং রক্ষণের মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে বাড়তি জোর দিচ্ছেন সবুজ মেরুন কোচ । অনুশীলনে যোগ দিয়েছেন রয় কৃষ্ণ । ফিজিয়ান স্ট্রাইকার প্রথম ম্যাচে নামবে কি না তা সময় বলবে । তবে গত দুদিন পুরো প্র্যাকটিস করেছেন । চোট সারিয়ে মাঠে ফেরার অপেক্ষায় সন্দেশ ঝিঙ্গানও । তিনিও পুরো সময় প্র্যাকটিস করেছেন ।

আরও পড়ুন: AFC Cup 2022 : এএফসি কাপের মূলপর্বের ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক এটিকে মোহনবাগান

এএফসি কাপের প্রথম পর্বে দলের দাপুটে পারফরম্যান্স এটিকে মোহনবাগান সম্পর্কে প্রত্যাশা বাড়িয়েছে । জনি কাউকো, হুগো বুমোস, ডেভিড উইলিয়ামস দলের দাপুটে পারফরম্যান্সের নেপথ্যে । সঙ্গে জীবনের সেরা ফর্মে লিস্টন কোলাসো । তাই আই লিগ চ্যাম্পিয়নদের আক্রমণ সামলাতে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না জুয়ান ফেরান্দো । দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার শুভাশিস বসু বলছেন, “আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে । খেলার মধ্যে আছি আমরা । আমাদের লক্ষ্য গোল অক্ষত রেখে ম্যাচ শেষ করা । গোল করার লোক আমাদের দলে রয়েছে । হুগো বুমোস, জনি কাউকো, লিস্টন কোলাসো, ডেভিড উইলিয়ামস, মনবীর সিং গোলের মধ্যে রয়েছেন । রয় কৃষ্ণ চলে এসেছেন । প্রতিপক্ষ গোকুলাম যথেষ্ট শক্তিশালী দল । ফলে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে । প্রথম ম্যাচ জিতলে বাকি ম্যাচগুলোতে চাপ কমবে । তাই প্রথম ম্যাচ আমাদের সতর্ক হয়ে নামতে হবে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.