ETV Bharat / sports

Prasun Banerjee on Sunil : 'সুনীলের মানসিকতার ফুটবলার আমাদের সময়ে সেভাবে ছিল না', ছেত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রসূন - সুনীলের মানসিকতার ফুটবলার আমাদের সময়ে সেভাবে ছিল না

শনিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এসেছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই প্রাক্তন ফুটবলার সাফ জানালেন, সুনীলের মানসিকতার খেলোয়াড় তাঁদের সময় ছিল না (Prasun Banerjee on Sunil Chhetri)৷

Prasun Banerjee
সুনীলের প্রশংসা কিন্তু ফেডারেশনের ব্যবহারে আহত প্রসুন
author img

By

Published : Jun 19, 2022, 7:17 AM IST

কলকাতা, 19 জুন : "আমার গত পঞ্চাশ বছরের সেরা ভারতীয় দলে সুনীল ছেত্রী থাকবে । শুধু ভাল ফুটবলার নয়, সুনীল একজন সত্যিকারের টিমম্যান (Prasun Banerjee on Sunil Chhetri)। ওর মানসিকতার ফুটবলার আমাদের সময়ে সেভাবে ছিল না ।" শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে বসে এভাবেই বর্তমান ভারতীয় দলের অধিনায়কের প্রশংসা করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷

প্রাক্তন ফুটবলার হিসেবে এশিয়ান কাপে ভারতীয় দলের দাপুটে পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত প্রসূন বলেন, "তরুণ প্রজন্ম যখন দেশের পতাকা নতুন উচ্চতায় তুলে ধরে, তখন একজন প্রাক্তন ক্রীড়াবিদ হিসেবে গর্ব হয় । বর্তমান ভারতীয় দলের হার না-মানা মনোভাব সত্যিই প্রশংসনীয় । এশিয়ান কাপের পরের পর্বে আরও শক্তিশালী দলের বিরুদ্ধে এরা লড়াই করবে । দাঁড়িয়ে থেকে পরাজিত হবে না । এটা বিশ্বাস থেকে বলছি । মিলিয়ে নেবেন ৷"

জাতীয় দলের পারফরম্যান্স তৃপ্তি দিলেও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দেশের প্রাক্তন ফুটবলারদের প্রতি আচরণ দেখে দুঃখিত প্রসূন বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আমরা যারা অর্জুন পেয়েছি, তাঁদের টিকিট পৌঁছে দেওয়ার ব্যবস্থা ফেডারেশনের তরফে কেন করা হল না বুঝতে পারিনি । এতটুকু সম্মান কি দেখানো যেত না ? অথচ প্রিয়রঞ্জন দাশমুন্সি ফেডারেশনের সভাপতি থাকাকালীন, এই সৌজন্য-সম্মান ফেডারেশনের কাছ থেকে পেয়েছি ৷"

আরও পড়ুন : চুক্তিজটে থমকে দলগঠন, ধোঁয়াশা অব্যাহত লাল-হলুদে

এছাড়াও প্রাক্তন ফুটবলার-সাংসদ বলেন, "সমরেশ চৌধুরী, গৌতম সরকারদের মত ফুটবলারদের কাছে আমন্ত্রণ পৌঁছয়নি । এই মুহূর্তে ফেডারেশন সিইও'র অধীনে । যার অন্যতম সদস্য প্রাক্তন ভারত অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায় । ভাস্কর আমার বন্ধু । ওকেও এই বিষয়টি বলব । টেকনিক্যাল কমিটির প্রধান শ্যাম থাপা । ওকেও বলব । ওরাও তো উদ্যোগী হতে পারত । আমি সাংসদ হিসেবে স্টেডিয়ামে যেতেই পারতাম । কিন্তু শুধু আমার জন্য নয়, আমি সবার হয়েই কথা বলতে এসেছি । ফেডারেশনের কাছে এটাই বলব, আমরাও এশিয়ান কাপ খেলেছি । একটু সম্মান আমাদেরও প্রাপ্য ৷"

কলকাতা, 19 জুন : "আমার গত পঞ্চাশ বছরের সেরা ভারতীয় দলে সুনীল ছেত্রী থাকবে । শুধু ভাল ফুটবলার নয়, সুনীল একজন সত্যিকারের টিমম্যান (Prasun Banerjee on Sunil Chhetri)। ওর মানসিকতার ফুটবলার আমাদের সময়ে সেভাবে ছিল না ।" শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে বসে এভাবেই বর্তমান ভারতীয় দলের অধিনায়কের প্রশংসা করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷

প্রাক্তন ফুটবলার হিসেবে এশিয়ান কাপে ভারতীয় দলের দাপুটে পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত প্রসূন বলেন, "তরুণ প্রজন্ম যখন দেশের পতাকা নতুন উচ্চতায় তুলে ধরে, তখন একজন প্রাক্তন ক্রীড়াবিদ হিসেবে গর্ব হয় । বর্তমান ভারতীয় দলের হার না-মানা মনোভাব সত্যিই প্রশংসনীয় । এশিয়ান কাপের পরের পর্বে আরও শক্তিশালী দলের বিরুদ্ধে এরা লড়াই করবে । দাঁড়িয়ে থেকে পরাজিত হবে না । এটা বিশ্বাস থেকে বলছি । মিলিয়ে নেবেন ৷"

জাতীয় দলের পারফরম্যান্স তৃপ্তি দিলেও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দেশের প্রাক্তন ফুটবলারদের প্রতি আচরণ দেখে দুঃখিত প্রসূন বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আমরা যারা অর্জুন পেয়েছি, তাঁদের টিকিট পৌঁছে দেওয়ার ব্যবস্থা ফেডারেশনের তরফে কেন করা হল না বুঝতে পারিনি । এতটুকু সম্মান কি দেখানো যেত না ? অথচ প্রিয়রঞ্জন দাশমুন্সি ফেডারেশনের সভাপতি থাকাকালীন, এই সৌজন্য-সম্মান ফেডারেশনের কাছ থেকে পেয়েছি ৷"

আরও পড়ুন : চুক্তিজটে থমকে দলগঠন, ধোঁয়াশা অব্যাহত লাল-হলুদে

এছাড়াও প্রাক্তন ফুটবলার-সাংসদ বলেন, "সমরেশ চৌধুরী, গৌতম সরকারদের মত ফুটবলারদের কাছে আমন্ত্রণ পৌঁছয়নি । এই মুহূর্তে ফেডারেশন সিইও'র অধীনে । যার অন্যতম সদস্য প্রাক্তন ভারত অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায় । ভাস্কর আমার বন্ধু । ওকেও এই বিষয়টি বলব । টেকনিক্যাল কমিটির প্রধান শ্যাম থাপা । ওকেও বলব । ওরাও তো উদ্যোগী হতে পারত । আমি সাংসদ হিসেবে স্টেডিয়ামে যেতেই পারতাম । কিন্তু শুধু আমার জন্য নয়, আমি সবার হয়েই কথা বলতে এসেছি । ফেডারেশনের কাছে এটাই বলব, আমরাও এশিয়ান কাপ খেলেছি । একটু সম্মান আমাদেরও প্রাপ্য ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.