কলকাতা, 9 জুলাই: ট্রান্সফার-ফি নিয়ে সমস্যা মিটিয়ে নতুন সপ্তাহেই গোলরক্ষক প্রভসুখন গিল হয়তো ইস্টবেঙ্গলে। লাল-হলুদ রিক্রুটাররা সমস্যা মিটিয়ে কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষককে দলে নিতে মরিয়া। গত মরশুমে কমলজিৎ সিং ভালো খেললেও ইস্টবেঙ্গল নতুন মরশুমের শুরু থেকে তেকাঠির নীচে আরও দক্ষ একজন গোলরক্ষক খুঁজছে। সেই পরিকল্পনায় গিলই তাঁদের প্রথম পছন্দ।
কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষক নিজেও ইস্টবেঙ্গলে আসতে আগ্রহী ৷ আই লিগে ভালো পারফরম্যান্সের পরে আইএসএলের দল কেরল ব্লাস্টার্সে সই করেছিলেন গিল। 22 বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে আরও এক বছর চুক্তি রয়েছে কেরল ব্লাস্টার্সের। তাঁকে সই করাতে হলে মোটা অংকের ট্রান্সফার-ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে।
নতুন নিযুক্ত কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শ মেনেই দল গঠনের কাজে হাত লাগিয়েছেন ইমামি ইস্টবেঙ্গলের কর্তারা। ইতিমধ্যে লালচুননুঙ্গা শহরে চলে এসেছেন। এছাড়াও গুরকিরাত সিংয়ের কথা চালাচ্ছে লাল-হলুদ কর্তারা। মুম্বই সিটি এফসি থেকে তাঁকে নিয়ে আসা সহজ হবে না। হিমাংশু জাংরাকে ফের লোনে নিয়ে আসার বিষয়টি নিয়ে চিন্তা করা হচ্ছে। একইভাবে ঈশান পান্ডিতাকে পাওয়ার ভাবনাও চলছে।
ভালো দল গড়ার দিকে নজর দিচ্ছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। তবে তাঁদের অন্তরায় অর্থ। যদিও ইমামি কর্ণধার আদিত্য আগরওয়াল বলেছেন, তারা বাজেট বেশ কিছুটা বাড়িয়েছেন। তবে এখন যা পরিস্থিতি তাতে গিলকে আনতে মোটা টাকা খরচ করতেই হচ্ছে লাল-হলুদকে। গোলরক্ষক পজিশনের পাশাপাশি ডিফেন্স অনেকটাই গুছিয়ে ফেলেছে লাল-হলুদ। প্রীতম সিং, মহম্মদ রাকিব, উন্নিকৃষ্ণণ, এডুইন ভন্সপলের মতো নতুন ফুটবলারদের পাশাপাশি অভিজ্ঞ নিশু কুমার, হরমনজ্যোৎ সিং খাবরা ও মন্দার রাও দেশাইকে সই করানো হয়েছে। উন্নিকৃষ্ণণদের কলকাতা লিগে দেখে নিতে পারবে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: তিনটি লক্ষ্যপূরণ করতে বাগানে আনোয়ার আলি, সবুজ-মেরুনের তরফে এল সরকারি ঘোষণা
ইভানের সঙ্গে চুক্তি থাকলেও কোচ কুয়াদ্রাতের কথামতো তাঁকে ছেড়ে দিতে চাইছে ইস্টবেঙ্গল। তাঁকে ছাড়তে আলোচনা চলছে। ইভানের সঙ্গে সমস্যা মিটে গেলে অস্ট্রেলিয়ান এবং ক্রোয়েশিয়ার দুই ডিফেন্ডারকে সই করাতে পারে লাল-হলুদ। ভিসা সমস্যা মিটিয়ে চলতি মাসেই কুয়াদ্রাত চলে আসছেন। দরজায় কড়া নাড়ছে ডুরান্ড কাপ। অগস্টের দ্বিতীয় সপ্তাহে মরশুমের প্রথম ডার্বি। এদিকে ইস্টবেঙ্গল 13 জুলাই কিশোর ভারতী স্টেডিয়ামে কলকাতা লিগে প্রথম ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ রেনবো স্পোর্টস ক্লাব।