ETV Bharat / sports

Pique-Shakira : সম্পর্কের এক যুগ ! আলাদা হয়ে গেলেন পিকে-শাকিরা - Pique Shakira

কী এমন হল বহুল চর্চিত এই জুটির ? জানা গিয়েছে, পিকে-কে অন্য মহিলার সঙ্গে এক বিছানায় দেখেছেন শাকিরা ৷ তার জেরেই পথ আলাদা হয়ে গেল এই সেলেব কাপলের (Shakira and Gerard Pique Separate) ৷

Pique-Shakira Break Up
আলাদা হয়ে গেলেন পিকে-শাকিরা
author img

By

Published : Jun 4, 2022, 9:46 PM IST

বার্সেলোনা, 4 জুন : ছন্দপতন ৷ পাকাপাকিভাবে আলাদা হয়ে গেলেন শাকিরা-পিকে ৷ কলম্বিয়ান পপ-গায়িকা এবং স্প্যানিশ ফুটবলার এক বিবৃতিতে জানিয়ে দিয়েছেন, তাঁদের 12 বছরের সম্পর্ক শেষ (Shakira and Gerard Pique Separate) ৷ 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মঞ্চ থেকে সম্পর্ক শুরু হয় শাকিরা-পিকের ৷ এখনও পর্যন্ত বিবাহবন্ধনে আবদ্ধ না-হলেও সেলেব জুটির দুই পুত্রসন্তান রয়েছে ৷

স্প্যানীশ সংবাদমাধ্যম সূত্রে খবর, শাকিরাকে ছেড়ে বেশ কয়েকদিন ধরেই বার্সেলোনার বাড়িতে থাকছিলেন পিকে ৷ জানা গিয়েছে, পার্টনার পিকে-কে অন্য মহিলার সঙ্গে একই বিছানায় দেখে ফেলেছেন শাকিরা ৷ আর তাতেই এক দশকেরও বেশি সময়ের সম্পর্কে রাশ টানলেন তিনি ৷

আরও পড়ুন : হানিমুনে পিঠের খেয়াল রেখো ! বোনের 'দুষ্টু' উপদেশ পেলেন সিএসকে'র পেসার

শাকিরার সাম্প্রতিক হিট ট্র্যাক 'তে ফেলিসিতো'-র কথার সূত্র ধরেও অনেকে বিচ্ছেদের গন্ধ পাচ্ছিলেন ৷ যে গানের কথায় বলা হয়েছে, "তোমায় সম্পূর্ণ করতে গিয়ে আমি ভেঙে খান খান হয়ে গিয়েছি ৷ সবাই আমাকে সতর্ক করেছিল কিন্তু আমি তা শুনিনি ৷ এখন বুঝতে পারছি সবই তোমার ছলনা ৷"

বার্সেলোনা, 4 জুন : ছন্দপতন ৷ পাকাপাকিভাবে আলাদা হয়ে গেলেন শাকিরা-পিকে ৷ কলম্বিয়ান পপ-গায়িকা এবং স্প্যানিশ ফুটবলার এক বিবৃতিতে জানিয়ে দিয়েছেন, তাঁদের 12 বছরের সম্পর্ক শেষ (Shakira and Gerard Pique Separate) ৷ 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মঞ্চ থেকে সম্পর্ক শুরু হয় শাকিরা-পিকের ৷ এখনও পর্যন্ত বিবাহবন্ধনে আবদ্ধ না-হলেও সেলেব জুটির দুই পুত্রসন্তান রয়েছে ৷

স্প্যানীশ সংবাদমাধ্যম সূত্রে খবর, শাকিরাকে ছেড়ে বেশ কয়েকদিন ধরেই বার্সেলোনার বাড়িতে থাকছিলেন পিকে ৷ জানা গিয়েছে, পার্টনার পিকে-কে অন্য মহিলার সঙ্গে একই বিছানায় দেখে ফেলেছেন শাকিরা ৷ আর তাতেই এক দশকেরও বেশি সময়ের সম্পর্কে রাশ টানলেন তিনি ৷

আরও পড়ুন : হানিমুনে পিঠের খেয়াল রেখো ! বোনের 'দুষ্টু' উপদেশ পেলেন সিএসকে'র পেসার

শাকিরার সাম্প্রতিক হিট ট্র্যাক 'তে ফেলিসিতো'-র কথার সূত্র ধরেও অনেকে বিচ্ছেদের গন্ধ পাচ্ছিলেন ৷ যে গানের কথায় বলা হয়েছে, "তোমায় সম্পূর্ণ করতে গিয়ে আমি ভেঙে খান খান হয়ে গিয়েছি ৷ সবাই আমাকে সতর্ক করেছিল কিন্তু আমি তা শুনিনি ৷ এখন বুঝতে পারছি সবই তোমার ছলনা ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.