ETV Bharat / sports

Asian Games 2023: 107টি পদক নিয়ে এশিয়াডে চারে শেষ করল ভারত, 'ঐতিহাসিক কৃতিত্ব' বললেন মোদি - এশিয়াড

India Finishes Fourth with 107 Medals in Asian Games 2023: নতুন ভারতকে দেখল হ্যাংঝাউ এশিয়ান গেমস। ইতিহাস গড়ে প্রথমবার এশিয়াডে পদকের সংখ্যার নিরিখে সেঞ্চুরি পার করা শুধু নয়, পদক তালিকাতেও ভারত শেষ করেছে রেকর্ড গড়েই। ভারতের 'ঐতিহাসিক অর্জন' বলে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 1:11 PM IST

হায়দরাবাদ, 8 অক্টোবর: চিনের মাটিতে পদকের সেঞ্চুরি করেছে ভারত ৷ 2023 এশিয়াডে যেন এক নতুন ভারতকে দেখল বিশ্ব ৷ ভারতীয় অ্যাথলিটদের এই পারফরম্যান্সকে '60 বছরের সেরা পারফরম্যান্স' হিসেবে অভিহিত করে রবিবার সকালে টুইটে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ৷ আজ এশিয়াডের সমাপ্তি অনুষ্ঠান রয়েছে, যা ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ৷ গতকাল সম্প্রচারকরী চ্যানেলের তরফে এবারের এশিয়াডের পদক জয়ের মুহূর্তের একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷

এশিয়ান গেমস পদক তালিকায় গতবারের মতো এবারও ভারত শেষ করল চতুর্থ স্থানে। তবে 70 থেকে বেড়ে হ্যাংঝাউ এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা হল 107। এর মধ্যে সোনাই এসেছে 28টি। রুপো এসেছে 38টি এবং ব্রোঞ্জ এসেছে 41টি। 19তম এশিয়ান গেমসের আজ জমকালো এক সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে ৷ এই অনুষ্ঠান হ্যাংঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় এই অনুষ্ঠান শুরু হবে ৷

এদিন সকালে মোদি এক্সে (টুইট) করে লিখলেন, "এশিয়ান গেমসে ভারতের ঐতিহাসিক সাফল্য! সমগ্র ভারতবাসী আনন্দিত যে আমাদের অবিশ্বাস্য ক্রীড়াবিদরা সর্বকালের সর্বোচ্চ 107টি পদক ঘরে এনেছে, যা গত 60 বছরের মধ্যে সর্বকালের সেরা পারফরম্যান্স। তিনি আরও লেখেন, "আমাদের খেলোয়াড়দের অটুট দৃঢ়তা, নিরলস মনোভাব এবং কঠোর পরিশ্রম ভারতকে গর্বিত করেছে। তাদের জয় আমাদের স্মরণীয় সব মুহূর্ত উপহার দিয়েছে, আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে এবং উৎকর্ষতার প্রতি আমাদের অঙ্গীকার নিশ্চিত করেছে।"

  • What a historic achievement for India at the Asian Games!

    The entire nation is overjoyed that our incredible athletes have brought home the highest ever total of 107 medals, the best ever performance in the last 60 years.

    The unwavering determination, relentless spirit and hard… pic.twitter.com/t8eHsRvojl

    — Narendra Modi (@narendramodi) October 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবারের এশিয়াডে তিরন্দাজি, শুটিংয়ের মতো ইভেন্টে আগাগোড়া ভালো পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। এবারেও এই দুই ইভেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় তারকারা। স্রেফ শুটিংয়েই ভারত সোনা পেয়েছে 8টি। তিরন্দাজিতে সোনা এসেছে 6টি। চমকপ্রদভাবে এ বছর অ্যাথলেটিক্সে ভারত সোনা পেয়েছে 6টি। রিলে রেস, স্টেপলচেজের মতো ইভেন্টে ঐতিহাসিক সোনা জিতেছে ভারত। এমনকী ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও এসেছে সোনা। এছাড়াও এশিয়াডে এই প্রথম ব্যাটমিন্ডনে ডাবলসে দেশকে সোনা এনে দিয়েছে সাত্বিক-চিরাগ জুটি ৷

আরও পড়ুন: এশিয়াডের পর অলিম্পিক্সে পদক দখলে রাখাই লক্ষ্য নীরজের

হায়দরাবাদ, 8 অক্টোবর: চিনের মাটিতে পদকের সেঞ্চুরি করেছে ভারত ৷ 2023 এশিয়াডে যেন এক নতুন ভারতকে দেখল বিশ্ব ৷ ভারতীয় অ্যাথলিটদের এই পারফরম্যান্সকে '60 বছরের সেরা পারফরম্যান্স' হিসেবে অভিহিত করে রবিবার সকালে টুইটে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ৷ আজ এশিয়াডের সমাপ্তি অনুষ্ঠান রয়েছে, যা ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ৷ গতকাল সম্প্রচারকরী চ্যানেলের তরফে এবারের এশিয়াডের পদক জয়ের মুহূর্তের একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷

এশিয়ান গেমস পদক তালিকায় গতবারের মতো এবারও ভারত শেষ করল চতুর্থ স্থানে। তবে 70 থেকে বেড়ে হ্যাংঝাউ এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা হল 107। এর মধ্যে সোনাই এসেছে 28টি। রুপো এসেছে 38টি এবং ব্রোঞ্জ এসেছে 41টি। 19তম এশিয়ান গেমসের আজ জমকালো এক সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে ৷ এই অনুষ্ঠান হ্যাংঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় এই অনুষ্ঠান শুরু হবে ৷

এদিন সকালে মোদি এক্সে (টুইট) করে লিখলেন, "এশিয়ান গেমসে ভারতের ঐতিহাসিক সাফল্য! সমগ্র ভারতবাসী আনন্দিত যে আমাদের অবিশ্বাস্য ক্রীড়াবিদরা সর্বকালের সর্বোচ্চ 107টি পদক ঘরে এনেছে, যা গত 60 বছরের মধ্যে সর্বকালের সেরা পারফরম্যান্স। তিনি আরও লেখেন, "আমাদের খেলোয়াড়দের অটুট দৃঢ়তা, নিরলস মনোভাব এবং কঠোর পরিশ্রম ভারতকে গর্বিত করেছে। তাদের জয় আমাদের স্মরণীয় সব মুহূর্ত উপহার দিয়েছে, আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে এবং উৎকর্ষতার প্রতি আমাদের অঙ্গীকার নিশ্চিত করেছে।"

  • What a historic achievement for India at the Asian Games!

    The entire nation is overjoyed that our incredible athletes have brought home the highest ever total of 107 medals, the best ever performance in the last 60 years.

    The unwavering determination, relentless spirit and hard… pic.twitter.com/t8eHsRvojl

    — Narendra Modi (@narendramodi) October 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবারের এশিয়াডে তিরন্দাজি, শুটিংয়ের মতো ইভেন্টে আগাগোড়া ভালো পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। এবারেও এই দুই ইভেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় তারকারা। স্রেফ শুটিংয়েই ভারত সোনা পেয়েছে 8টি। তিরন্দাজিতে সোনা এসেছে 6টি। চমকপ্রদভাবে এ বছর অ্যাথলেটিক্সে ভারত সোনা পেয়েছে 6টি। রিলে রেস, স্টেপলচেজের মতো ইভেন্টে ঐতিহাসিক সোনা জিতেছে ভারত। এমনকী ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও এসেছে সোনা। এছাড়াও এশিয়াডে এই প্রথম ব্যাটমিন্ডনে ডাবলসে দেশকে সোনা এনে দিয়েছে সাত্বিক-চিরাগ জুটি ৷

আরও পড়ুন: এশিয়াডের পর অলিম্পিক্সে পদক দখলে রাখাই লক্ষ্য নীরজের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.