নয়াদিল্লি, 27 অগস্ট: হাঙ্গেরির মাটিতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নজির ভারতের 4x400 মিটার পুরুষ রিলে টিমের ৷ এশিয়ান রেকর্ড গড়ে শনিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছেন মহম্মদ আনাস, আমোজ জ্যাকব, মহম্মদ আজমল এবং রাজেশ রমেশ ৷ এদিন সেমিফাইনালের ফাইনাল লেগে 2:59.05 মিনিটে দৌড় শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় হয়ে ফাইনালে প্রবেশের ছাড়পত্র আদায় করে নেন তাঁরা ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে এই প্রথম ফাইনালের যোগ্যতা অর্জন করল পুরুষ রিলে টিম ৷ দেশের দৌড়বিদদের এই সাফল্যে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
রবিবার টুইটারে আনাস-জ্যাকবদের দৌড়ের ভিডিয়ো শেয়ার করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, "বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের মঞ্চে অভূতপূর্ব দলগত সংহতির নমুনা ৷ পুরুষদের 4x400 মিটার রিলেতে এশিয়ান রেকর্ড গড়ে ফাইনালে আনাস, আমোজ, রাজেশ রমেশ এবং মহম্মদ আজমল ৷ জয়ের প্রত্যাবর্তন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এই ঘটনা ৷ ভারতের অ্যাথলেটিকসের জন্য সত্যিই ঐতিহাসিক মুহূর্ত ৷"
এর আগে পুরুষদের 4x400 মিটার রিলেতে এশিয়ান রেকর্ডটি ছিল জাপানের দখলে ৷ গতবছর ইউজেনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে 2:59.51 মিনিটে গড়া জাপানের সেই রেকর্ডকে এদিন অনেকটাই পিছনে ফেলে দেন ভারতের ছেলেরা ৷ বিশ্ব চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে না-উঠলেও হিটে গ্রেট ব্রিটেন, বৎসোয়ানার মত শক্তিধর প্রতিপক্ষদের অনায়াসে টপকে গিয়েছে তাঁরা ৷ যা রবিবার ফাইনালের আগে পদকের স্বপ্ন দেখাচ্ছে দেশের ক্রীড়াপ্রেমীদের ৷
-
Incredible teamwork at the World Athletics Championships!
— Narendra Modi (@narendramodi) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Anas, Amoj, Rajesh Ramesh and Muhammed Ajmal sprinted into the finals, setting a new Asian Record in the M 4X400m Relay.
This will be remembered as a triumphant comeback, truly historical for Indian athletics. pic.twitter.com/5pRkmOoIkM
">Incredible teamwork at the World Athletics Championships!
— Narendra Modi (@narendramodi) August 27, 2023
Anas, Amoj, Rajesh Ramesh and Muhammed Ajmal sprinted into the finals, setting a new Asian Record in the M 4X400m Relay.
This will be remembered as a triumphant comeback, truly historical for Indian athletics. pic.twitter.com/5pRkmOoIkMIncredible teamwork at the World Athletics Championships!
— Narendra Modi (@narendramodi) August 27, 2023
Anas, Amoj, Rajesh Ramesh and Muhammed Ajmal sprinted into the finals, setting a new Asian Record in the M 4X400m Relay.
This will be remembered as a triumphant comeback, truly historical for Indian athletics. pic.twitter.com/5pRkmOoIkM
আরও পড়ুন: এগিয়ে থেকেও ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিতে হার! ব্রোঞ্জেই থামতে হল প্রণয়কে
তবে রিলে চেঞ্জ ওভারের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের দুই দৌড়বিদ নিয়ম লঙ্ঘন করায় তাদের ফাইনালের ছাড়পত্র বাতিল হতে পারে ৷ 2:59.82 মিনিটে শেষ করে দ্বিতীয় সেমিফাইনালে শীর্ষে থেকে ফাইনালে প্রবেশ করেছে জামাইকা ৷ রবিবার মধ্যরাতে অনুষ্ঠিত হবে ফাইনাল ৷ তার আগে অবশ্য ভারতীয়দের চোখ থাকবে জ্যাভলিন থ্রো ফাইনালে ৷ সেখানে নীরজ চোপড়ার সঙ্গে প্রতিনিধিত্ব করবেন দেশের আরও দুই প্রতিনিধি ৷