ETV Bharat / sports

Pogba will miss WC: রাশিয়ায় বিশ্বজয়ের নায়ককে ছাড়াই কাতার যাচ্ছে ফ্রান্স - Pogba rejoined Juventus from Man Utd

হাঁটুর চোট সারিয়ে সুস্থ হয়ে আরও বেশ কিছুটা সময় লাগবে জুভেন্তাস তারকার ৷ তাই কাতারগামী বিমানে ওঠা হচ্ছে না পল পোগবার (Paul Pogba will miss the Qatar 2022 World Cup due to injury) ৷ সোমবার এই মর্মে ফরাসি তারকার বিশ্বকাপে (Qatar WC 2022) খেলতে না-পারার খবরে সিলমোহর দিয়েছেন তাঁর এজেন্ট ৷

Pogba will miss WC
রাশিয়া বিশ্বকাপ জয়ের নায়ককে ছাড়াই কাতার যাচ্ছে ফ্রান্স
author img

By

Published : Nov 1, 2022, 10:05 PM IST

প্যারিস, 1 নভেম্বর: খাতায়-কলমে ম্যাচের সেরা হয়েছিলেন আতোয়াঁ গ্রিজম্যান, কিন্তু রাশিয়া বিশ্বকাপ ফাইনালে মাঝমাঠে পল লাবিলি পোগবা (Paul Pogba) সৃজনশীল ফুটবলটা না-খেললে বোধহয় দ্বিতীয়বার বিশ্বজয় অধরাই রয়ে যেত জিদানের দেশের ৷ কাতারে গত বিশ্বকাপের সেই নায়ক পল পোগবার সার্ভিসই পাবে না দিদিয়ের দেশঁ-র দল ৷ বিশ্বকাপ (Qatar WC 2022) শুরুর তিন সপ্তাহ আগে বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে খাঁড়ার ঘায়ের মতো নেমে এল দুঃসংবাদটা ৷

হাঁটুর চোট সারিয়ে সুস্থ হয়ে আরও বেশ কিছুটা সময় লাগবে জুভেন্তাস তারকার ৷ তাই কাতারগামী বিমানে ওঠা হচ্ছে না পল পোগবার (Paul Pogba will miss the Qatar 2022 World Cup due to injury) ৷ সোমবার এই মর্মে ফরাসি তারকার বিশ্বকাপে খেলতে না-পারার খবরে সিলমোহর দিয়েছেন তাঁর এজেন্ট ৷ উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে হাঁটুর চোটে কাবু পোগবাকে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয় ৷ এরপর ক্লাবের হয়ে এখনও পর্যন্ত মাঠে ফেরা হয়নি ফরাসি তারকার ৷ তবে সুস্থ হয়ে কাতারে খেলতে পারবেন তিনি, আশায় ছিলেন অনুরাগীরা ৷ কিন্তু সোমবার সব আশায় জল ঢেলে দিলেন তাঁর এজেন্ট ৷

সোমবার এক বিবৃতিতে পোগবার এজেন্ট রাফায়েল পিমেন্তা লেখেন, "গতকাল এবং আজ তোরিনো এবং পিটসবার্গে মেডিক্যাল রিভিউ সম্পন্ন হয়েছে পোগবার ৷ তবে দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে তাঁর সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে ৷ তাই বিশ্বকাপের আগে জুভেন্তাস স্কোয়াডে এবং কাতারগামী বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় ৷"

উল্লেখ্য, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে চলতি মরশুমে পুনরায় জুভেন্তাসে ফেরেন পোগবা (Pogba rejoined Juventus from Man Utd this year) ৷ কিন্তু জুলাইয়ে প্রাক মরশুম প্রস্তুতি চলাকালীন হাঁটুতে চোট পাওয়ায় ইতালির ক্লাবে প্রত্যাবর্তনের পর একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর ৷ পোগবার ক্লাবও বিবৃতি জারি করে ফরাসি ফুটবলারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপডেট দিয়েছে ৷

আরও পড়ুন: জলাশয়ের মাঝে মেসির দৈত্যাকার কাট-আউট কেরলে, সোশাল মিডিয়ায় শেয়ার করল আলবিসেলেস্তে

আগেই ছিটকে গিয়েছেন এনগোলো কান্তে ৷ এবার পোগবা ছিটকে যাওয়ায় বিশ্বকাপের জন্য নতুনভাবে ভাবতে হবে দেশঁকে ৷ আগামী 22 নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ অরেলিয়েন চুয়ামেনি এবং আদ্রিয়েন ব়্যাবিয়টকে মাঝমাঠে রেখেই সেই ম্যাচে সম্ভবত দল সাজাবেন ফ্রান্সের কোচ ৷

প্যারিস, 1 নভেম্বর: খাতায়-কলমে ম্যাচের সেরা হয়েছিলেন আতোয়াঁ গ্রিজম্যান, কিন্তু রাশিয়া বিশ্বকাপ ফাইনালে মাঝমাঠে পল লাবিলি পোগবা (Paul Pogba) সৃজনশীল ফুটবলটা না-খেললে বোধহয় দ্বিতীয়বার বিশ্বজয় অধরাই রয়ে যেত জিদানের দেশের ৷ কাতারে গত বিশ্বকাপের সেই নায়ক পল পোগবার সার্ভিসই পাবে না দিদিয়ের দেশঁ-র দল ৷ বিশ্বকাপ (Qatar WC 2022) শুরুর তিন সপ্তাহ আগে বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে খাঁড়ার ঘায়ের মতো নেমে এল দুঃসংবাদটা ৷

হাঁটুর চোট সারিয়ে সুস্থ হয়ে আরও বেশ কিছুটা সময় লাগবে জুভেন্তাস তারকার ৷ তাই কাতারগামী বিমানে ওঠা হচ্ছে না পল পোগবার (Paul Pogba will miss the Qatar 2022 World Cup due to injury) ৷ সোমবার এই মর্মে ফরাসি তারকার বিশ্বকাপে খেলতে না-পারার খবরে সিলমোহর দিয়েছেন তাঁর এজেন্ট ৷ উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে হাঁটুর চোটে কাবু পোগবাকে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয় ৷ এরপর ক্লাবের হয়ে এখনও পর্যন্ত মাঠে ফেরা হয়নি ফরাসি তারকার ৷ তবে সুস্থ হয়ে কাতারে খেলতে পারবেন তিনি, আশায় ছিলেন অনুরাগীরা ৷ কিন্তু সোমবার সব আশায় জল ঢেলে দিলেন তাঁর এজেন্ট ৷

সোমবার এক বিবৃতিতে পোগবার এজেন্ট রাফায়েল পিমেন্তা লেখেন, "গতকাল এবং আজ তোরিনো এবং পিটসবার্গে মেডিক্যাল রিভিউ সম্পন্ন হয়েছে পোগবার ৷ তবে দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে তাঁর সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে ৷ তাই বিশ্বকাপের আগে জুভেন্তাস স্কোয়াডে এবং কাতারগামী বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় ৷"

উল্লেখ্য, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে চলতি মরশুমে পুনরায় জুভেন্তাসে ফেরেন পোগবা (Pogba rejoined Juventus from Man Utd this year) ৷ কিন্তু জুলাইয়ে প্রাক মরশুম প্রস্তুতি চলাকালীন হাঁটুতে চোট পাওয়ায় ইতালির ক্লাবে প্রত্যাবর্তনের পর একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর ৷ পোগবার ক্লাবও বিবৃতি জারি করে ফরাসি ফুটবলারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপডেট দিয়েছে ৷

আরও পড়ুন: জলাশয়ের মাঝে মেসির দৈত্যাকার কাট-আউট কেরলে, সোশাল মিডিয়ায় শেয়ার করল আলবিসেলেস্তে

আগেই ছিটকে গিয়েছেন এনগোলো কান্তে ৷ এবার পোগবা ছিটকে যাওয়ায় বিশ্বকাপের জন্য নতুনভাবে ভাবতে হবে দেশঁকে ৷ আগামী 22 নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ অরেলিয়েন চুয়ামেনি এবং আদ্রিয়েন ব়্যাবিয়টকে মাঝমাঠে রেখেই সেই ম্যাচে সম্ভবত দল সাজাবেন ফ্রান্সের কোচ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.