ম্যানচেস্টার, 11 ফেব্রুয়ারি : কর্নাটকে হিজাব বিতর্ক এবার আন্তর্জাতিক মঞ্চে ৷ তাও সরাসরি ফুটবলের মাঠে ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে এনিয়ে সরব হলেন ফরাসি ফুটবল তারকার পল পোগবা (Paul Pogba Social media post on Hijab Row) ৷ যেখানে সরাসরি মুসলিম ছাত্রীদের হেনস্থার অভিযোগ করেছেন পোগবা ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টে পোগবা লিখেছেন, ভারতের হিন্দুত্ববাদী জনতা লাগাতার মসুলিম মেয়েদের হিজাব পরা নিয়ে হেনস্থা করে চলেছে ৷ সেই সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) ৷
ফরাসি এই ফুটবল তারকার মা মুসলিম ৷ সেই সূত্রে 2019 সালে নিজেও ধর্ম পরিবর্তন করেন পোগবা ৷ কর্নাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি ৷ সরাসরি হিন্দুত্ববাদী জনতার বিরুদ্ধে মুসলিম মেয়েদের হেনস্থার অভিযোগ করেছেন পোগবা ৷ একটি ভিডিয়ো পোস্ট করে তিনি দাবি করেছেন, ‘‘হিন্দুত্ববাদী জনতা কলেজে হিজাব পরা নিয়ে মুসলিম মেয়েদের লাগাতার হেনস্থা করে চলেছে ৷’’
আরও পড়ুন : Malala Yousafzai on hijab row: মুসলিম মহিলাদের কোণঠাসা করা বন্ধ করুন, হিজাব বিতর্কে আর্জি মালালার
পোগবার পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, অসংখ্য ছাত্র এবং ব্যক্তি একদল হিজাব পরিহিতা মেয়েকে ঘিরে রেখেছে ৷ আর লাগাতার স্লোগান দিয়ে চলেছে ৷ আর কয়েকজন ব্যক্তি মেয়েদের সামনে দাঁড়িয়ে মানববন্ধন তৈরি করেছে ৷ যেখানে মাত্র 2 জন পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে ৷ যে ভিডিয়ো পোস্ট করে ভারতে মুসলিম মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন পোগবা ৷ যদিও পল পোগবার পোস্ট করা 58 সেকেন্ডের ওই ভিডিয়ো’র সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷ আন্তর্জাতিকস্তরে এর আগে মালালা ইউসুফজাই হিজাব বিতর্ককে মুসলিম মেয়েদের হিজাব পরে ক্লাসে ঢুকতে না দেওয়া নিয়ে সরব হয়েছিলেন ৷