ETV Bharat / sports

ICC World Cup 2023: পেস বিভাগের শক্তি বাড়িয়ে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে পাকিস্তান - পাকিস্তান ক্রিকেট দল

Pakistan Pace Attack in ICC Cricket World Cup 2023: 1992 সালে প্রথম ও শেষবার বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান ৷ বাবর আজমেরক নেতৃত্বে দ্বিতীয়বার সেই খেতাব জয়ের লক্ষ্যে নামছে তারা ৷ কিন্তু, দল হিসেবে কতটা প্রস্তুত বাবররা ? দেখে নেওয়া যাক ৷

Image Courtesy: Babar Azam Twitter/X
Image Courtesy: Babar Azam Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 7:40 PM IST

হায়দরাবাদ, 4 অক্টোবর: বিশ্ব ক্রিকেটে পেস বোলিং লাইন-আপের জন্য পাকিস্তানের বিশেষ পরিচিতি রয়েছে ৷ অতীতে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস এবং শোয়েব আখতারের মতো সেরা কিছু পেসার তৈরি করেছে এই দেশ ৷ বৃহস্পতিবার আহমেদাবাদে শুরু হওয়া ক্রিকেট বিশ্বকাপ 2023-এ তাদের পেস বোলিং বিভাগে শাহিন-শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং হারিস সোহেলের মতো পেসারদের দেখা যাবে ৷

পাকিস্তান 1992 সালে তাদের প্রথম এবং একমাত্র ওয়ান-ডে বিশ্বকাপ জিতেছিল ৷ কিন্তু, পরবর্তী সংস্করণগুলিতে বিশ্বকাপে আর নিজেদের দাবিদারি পেশ করতে পারেনি পাকিস্তান ৷ তবে, বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল এবারের অন্যতম দাবিদার না হলেও, বড় অঘটন ঘটাতেই পারে ৷ 6 অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে ৷

পাকিস্তানের শক্তি

পাকিস্তানের পেস আক্রমণে হ্যারিস রউফ এবং বাঁ-হাতি পেসার শাহিন-শাহ আফ্রিদির মতো বোলার রয়েছে ৷ আফ্রিদি পাওয়ার-প্লে’তে নতুন বলে দু’দিকে স্যুইং করাতে সক্ষম ৷ সেই সঙ্গে হ্যারিস রউফ তাঁর গতির জন্য বিপজ্জনক হতে পারে প্রতিপক্ষের কাছে ৷ শাহিনের ওয়ান-ডে ক্রিকেটে 44 ম্যাচে 5.45 ইকনমিতে 86 উইকেট রয়েছে ৷

অন্যদিকে, রউফ ধারাবাহিকভাবে প্রায় 145 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করতে পারেন তিনি ৷ সেই সঙ্গে নিয়ন্ত্রিত লাইন ও লেন্থে বল রাখতে সক্ষম ৷ যা প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে ৷ তিনি 28টি ওয়ান-ডে ম্যাচে 30-এর নিচে তার বোলিং গড়-সহ 53 উইকেট নিয়েছেন ৷ এই দুই বোলার পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনাকে জিইয়ে রাখতে পারেন ৷ অন্যদিকে, ব্যাটিংয়ে অধিনায়ক বাবর আজম পাকিস্তানের স্তম্ভ ৷ বাবর 58.16-এর অসাধারণ গড়-সহ 5,409 রান করেছেন ৷ সেই সঙ্গে রয়েছেন মহম্মদ রিজওয়ান ৷

আরও পড়ুন: মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কারও তুলনা করতে নারাজ ছোটবেলা কোচ কেশব বন্দ্যোপাধ্যায়

পাকিস্তানের দুর্বলতা

পেসার নাসিম শাহের অনুপস্থিতি পাকিস্তানের সবচেয়ে বেশি অনুভব হবে বিশ্বকাপের মঞ্চে ৷ এছাড়াও, সহ-অধিনায়ক শাদাব খানের অফ-ফর্ম পাকিস্তানের বিশ্বকাপের মঞ্চে অন্যতম চ্যালেঞ্জ ৷ এমনকি একাধিক তরুণ ক্রিকেটার যাঁদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই ৷ তার উপর ব্যাটিংয়ে পাকিস্তানের অতিরিক্ত বাবর এবং নওয়াজের প্রতি ভরসা, তাদের বিশ্বকাপের মঞ্চে ভোগাতে পারে ৷ দুর্বল ওপেনিং এবং কমজোড় লোয়ার-মিডল অর্ডার পাকিস্তানের সবচেয়ে বড় দুর্বলতা ৷ সেই সঙ্গে গ্রাউন্ড ফিল্ডিংয়ে সবচেয়ে দুর্বল দলগুলির মধ্যে অন্যতম পাকিস্তান ৷ ক্যাচ ফেলা এবং বাউন্ডারি গলানোর মতো সমস্যাগুলি বাবরের মাথা ব্যাথার কারণ হয়ে উঠতে পারে ৷

হায়দরাবাদ, 4 অক্টোবর: বিশ্ব ক্রিকেটে পেস বোলিং লাইন-আপের জন্য পাকিস্তানের বিশেষ পরিচিতি রয়েছে ৷ অতীতে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস এবং শোয়েব আখতারের মতো সেরা কিছু পেসার তৈরি করেছে এই দেশ ৷ বৃহস্পতিবার আহমেদাবাদে শুরু হওয়া ক্রিকেট বিশ্বকাপ 2023-এ তাদের পেস বোলিং বিভাগে শাহিন-শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং হারিস সোহেলের মতো পেসারদের দেখা যাবে ৷

পাকিস্তান 1992 সালে তাদের প্রথম এবং একমাত্র ওয়ান-ডে বিশ্বকাপ জিতেছিল ৷ কিন্তু, পরবর্তী সংস্করণগুলিতে বিশ্বকাপে আর নিজেদের দাবিদারি পেশ করতে পারেনি পাকিস্তান ৷ তবে, বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল এবারের অন্যতম দাবিদার না হলেও, বড় অঘটন ঘটাতেই পারে ৷ 6 অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে ৷

পাকিস্তানের শক্তি

পাকিস্তানের পেস আক্রমণে হ্যারিস রউফ এবং বাঁ-হাতি পেসার শাহিন-শাহ আফ্রিদির মতো বোলার রয়েছে ৷ আফ্রিদি পাওয়ার-প্লে’তে নতুন বলে দু’দিকে স্যুইং করাতে সক্ষম ৷ সেই সঙ্গে হ্যারিস রউফ তাঁর গতির জন্য বিপজ্জনক হতে পারে প্রতিপক্ষের কাছে ৷ শাহিনের ওয়ান-ডে ক্রিকেটে 44 ম্যাচে 5.45 ইকনমিতে 86 উইকেট রয়েছে ৷

অন্যদিকে, রউফ ধারাবাহিকভাবে প্রায় 145 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করতে পারেন তিনি ৷ সেই সঙ্গে নিয়ন্ত্রিত লাইন ও লেন্থে বল রাখতে সক্ষম ৷ যা প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে ৷ তিনি 28টি ওয়ান-ডে ম্যাচে 30-এর নিচে তার বোলিং গড়-সহ 53 উইকেট নিয়েছেন ৷ এই দুই বোলার পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনাকে জিইয়ে রাখতে পারেন ৷ অন্যদিকে, ব্যাটিংয়ে অধিনায়ক বাবর আজম পাকিস্তানের স্তম্ভ ৷ বাবর 58.16-এর অসাধারণ গড়-সহ 5,409 রান করেছেন ৷ সেই সঙ্গে রয়েছেন মহম্মদ রিজওয়ান ৷

আরও পড়ুন: মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কারও তুলনা করতে নারাজ ছোটবেলা কোচ কেশব বন্দ্যোপাধ্যায়

পাকিস্তানের দুর্বলতা

পেসার নাসিম শাহের অনুপস্থিতি পাকিস্তানের সবচেয়ে বেশি অনুভব হবে বিশ্বকাপের মঞ্চে ৷ এছাড়াও, সহ-অধিনায়ক শাদাব খানের অফ-ফর্ম পাকিস্তানের বিশ্বকাপের মঞ্চে অন্যতম চ্যালেঞ্জ ৷ এমনকি একাধিক তরুণ ক্রিকেটার যাঁদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই ৷ তার উপর ব্যাটিংয়ে পাকিস্তানের অতিরিক্ত বাবর এবং নওয়াজের প্রতি ভরসা, তাদের বিশ্বকাপের মঞ্চে ভোগাতে পারে ৷ দুর্বল ওপেনিং এবং কমজোড় লোয়ার-মিডল অর্ডার পাকিস্তানের সবচেয়ে বড় দুর্বলতা ৷ সেই সঙ্গে গ্রাউন্ড ফিল্ডিংয়ে সবচেয়ে দুর্বল দলগুলির মধ্যে অন্যতম পাকিস্তান ৷ ক্যাচ ফেলা এবং বাউন্ডারি গলানোর মতো সমস্যাগুলি বাবরের মাথা ব্যাথার কারণ হয়ে উঠতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.