ETV Bharat / sports

Vijay Kumar on HPC Job: কোচের পদে উপেক্ষিত, সাই কর্তাদের আচরণে হতাশ অলিম্পিক্স পদকজয়ী শুটার - সাই

Vijay Kumar Being Ignored for High-Performance Coach Job: তিনি কি অযোগ্য ? এই প্রশ্নটাই তুললেন অলিম্পিক্সে রুপোর পদকজয়ী শুটার বিজয় কুমার ৷ সম্প্রতি সাই হাই পারফর্ম্যান্স কোচের পদে নিয়োগ করেছে ৷ সেখানে আবেদন করেছিলেন অলিম্পিক্সে রুপো ও কমনওয়েলথে 5 বার সোনাজয়ী শুটার ৷ কিন্তু, তাঁকে ইন্টারভিউতে ডাকাই হয়নি বলে অভিযোগ ৷

Vijay Kumar on HPC Job ETV BHARAT
Vijay Kumar on HPC Job
author img

By

Published : Jul 24, 2023, 7:40 PM IST

নয়াদিল্লি, 24 জুলাই: হাই পারফর্ম্যান্স কোচের পদে তাঁকে গুরুত্ব দেওয়া হয়নি ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে এমনটাই জানালেন লন্ডন অলিম্পিক্সে রুপোর পদকজয়ী ব়্যাপিড পিস্তল শুটার বিজয় কুমার ৷ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে এমনি অভিযোগ করেছেন তিনি ৷ এমনকি সাইয়ের তরফে তাঁকে হাই পারফর্ম্যান্স কোচের পদে নিয়োগ করা হচ্ছে না, এই খবরটাও জানানো হয়নি ৷ উল্লেখ্য, গত 21 জুলাই পাঁচজন হাই পারফর্ম্যান্স কোচের নাম ঘোষণা করেছে অ্যাথলেটিকস, শুটিং, ফেন্সিং, কবাডি এবং তিরন্দাজিতে ৷

এ বছর ফেব্রুয়ারি-মার্চের মধ্যে এই হাই পারফর্ম্যান্স কোচের পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল সাই ৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, লন্ডন অলিম্পিক্সে রুপো এবং কমনওয়েলথ গেমসে 5 বারের সোনাজয়ী শুটার বিজয় কুমার কোচের পদে আবেদনপত্র জমা দেন ৷ কিন্তু, তাঁর নাম নিয়ে ভাবনাচিন্তাও করা হয়নি সাই-এর তরফে ৷ তেমনটা হলে অন্তত একবার তাঁর সঙ্গে যোগাযোগ করা হত বলে জানান বিজয় কুমার ৷ উল্লেখ্য, সাই মনোজ কুমারের নাম শুটিংয়ের হাই পারফর্ম্যান্স কোচ হিসেবে সুপারিশ করেছে ৷ যিনি বর্তমানে প্যারিস অলিম্পিক্সের আগে ভারতীয় রাইফেল শুটিং টিমের কোচিং করাচ্ছেন ৷

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিজয় কুমার হতাশার সঙ্গে বলেন, ‘‘আমি হাই পারফর্ম্যান্স কোচের পদে আবেদন করেছিলাম ৷ আমি ইন্টারভিউ কলের অপেক্ষায় ছিলাম ৷ এমনটাও শোনা গিয়েছিল যে ওই পদের জন্য সবার ইন্টারভিউ নেওয়া হবে ৷ কিন্তু, আজ সকালে আমাকে একজন ফোন করে জানালেন কোচের নামের তালিকা প্রকাশ হয়ে গিয়েছে ৷ আমি যখন সাই-এর ওয়েবসাইটে তালিকা দেখলাম, তখন অবাক হয়ে গেলাম ৷’’

আরও পড়ুন: ট্রায়ালে হেরে এশিয়াডে যাওয়া হচ্ছে না অলিম্পিক পদকজয়ীর, টিকিট পেলেন না সাক্ষী-সঙ্গীতাও

বিজয় কুমার জানিয়েছেন মনোজ কুমার আন্তর্জাতিক স্তরে কয়েকটি দলগত টুর্নামেন্টে পদক জিতেছেন ৷ কিন্তু, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও অলিম্পিক্সের মতো ক্ষেত্রে তাঁর কোনও সাফল্য নেই ৷ সেখানে 2012 লন্ডন অলিম্পিক্সে তাঁর রুপো জয় এবং কমনওয়েলথে তাঁর পাঁচবার সোনা জয়ের কোনও মূল্য সাইয়ের কাছে নেই ৷ এটা জেনে তিনি হতাশ হয়েছেন বলে জানান বিজয় কুমার ৷

নয়াদিল্লি, 24 জুলাই: হাই পারফর্ম্যান্স কোচের পদে তাঁকে গুরুত্ব দেওয়া হয়নি ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে এমনটাই জানালেন লন্ডন অলিম্পিক্সে রুপোর পদকজয়ী ব়্যাপিড পিস্তল শুটার বিজয় কুমার ৷ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে এমনি অভিযোগ করেছেন তিনি ৷ এমনকি সাইয়ের তরফে তাঁকে হাই পারফর্ম্যান্স কোচের পদে নিয়োগ করা হচ্ছে না, এই খবরটাও জানানো হয়নি ৷ উল্লেখ্য, গত 21 জুলাই পাঁচজন হাই পারফর্ম্যান্স কোচের নাম ঘোষণা করেছে অ্যাথলেটিকস, শুটিং, ফেন্সিং, কবাডি এবং তিরন্দাজিতে ৷

এ বছর ফেব্রুয়ারি-মার্চের মধ্যে এই হাই পারফর্ম্যান্স কোচের পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল সাই ৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, লন্ডন অলিম্পিক্সে রুপো এবং কমনওয়েলথ গেমসে 5 বারের সোনাজয়ী শুটার বিজয় কুমার কোচের পদে আবেদনপত্র জমা দেন ৷ কিন্তু, তাঁর নাম নিয়ে ভাবনাচিন্তাও করা হয়নি সাই-এর তরফে ৷ তেমনটা হলে অন্তত একবার তাঁর সঙ্গে যোগাযোগ করা হত বলে জানান বিজয় কুমার ৷ উল্লেখ্য, সাই মনোজ কুমারের নাম শুটিংয়ের হাই পারফর্ম্যান্স কোচ হিসেবে সুপারিশ করেছে ৷ যিনি বর্তমানে প্যারিস অলিম্পিক্সের আগে ভারতীয় রাইফেল শুটিং টিমের কোচিং করাচ্ছেন ৷

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিজয় কুমার হতাশার সঙ্গে বলেন, ‘‘আমি হাই পারফর্ম্যান্স কোচের পদে আবেদন করেছিলাম ৷ আমি ইন্টারভিউ কলের অপেক্ষায় ছিলাম ৷ এমনটাও শোনা গিয়েছিল যে ওই পদের জন্য সবার ইন্টারভিউ নেওয়া হবে ৷ কিন্তু, আজ সকালে আমাকে একজন ফোন করে জানালেন কোচের নামের তালিকা প্রকাশ হয়ে গিয়েছে ৷ আমি যখন সাই-এর ওয়েবসাইটে তালিকা দেখলাম, তখন অবাক হয়ে গেলাম ৷’’

আরও পড়ুন: ট্রায়ালে হেরে এশিয়াডে যাওয়া হচ্ছে না অলিম্পিক পদকজয়ীর, টিকিট পেলেন না সাক্ষী-সঙ্গীতাও

বিজয় কুমার জানিয়েছেন মনোজ কুমার আন্তর্জাতিক স্তরে কয়েকটি দলগত টুর্নামেন্টে পদক জিতেছেন ৷ কিন্তু, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও অলিম্পিক্সের মতো ক্ষেত্রে তাঁর কোনও সাফল্য নেই ৷ সেখানে 2012 লন্ডন অলিম্পিক্সে তাঁর রুপো জয় এবং কমনওয়েলথে তাঁর পাঁচবার সোনা জয়ের কোনও মূল্য সাইয়ের কাছে নেই ৷ এটা জেনে তিনি হতাশ হয়েছেন বলে জানান বিজয় কুমার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.