ক্যালিফোর্নিয়া, 26 এপ্রিল : তিন বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন । তা সারাতেই ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা । এবার একই পন্থা নিলেন অলিম্পিক্সের হাফপাইপ স্নো-বোর্ডিংয়ে দু'বারের সোনাজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লোই কিম (Chloe Kim to take break for Mental health) ।
22 বছর বয়সি কিম জানিয়ে দিয়েছেন, চলতি বছরে গঠনমূলক কিছুই হয়নি । মানসিক অবসাদে ভুগছেন । ফলে নিজেকে সময় দিতে 2022-23 মরশুমে স্নো-বোর্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । এই সময়টায় নিজের মানসিক স্বাস্থ্যের প্রতিই নজর দেবেন তিনি । প্রসঙ্গত, 2022 বেজিং শীতকালীন অলিম্পিক্সেও সোনা জিতেছেন কিম ।
আরও পড়ুন : মানসিক অবসাদে ভুগছেন, নাওমিকে সমর্থন সেরেনা-নাভ্রাতিলোভাদের
-
Chloe Kim 🇺🇸 is taking a break from competitive snowboarding.
— The Olympic Games (@Olympics) April 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The double Olympic champ says she will use the season off to “reset” before preparing to defend her crown at Milano Cortina 2026.
Find out more here@ChloeKim | @TeamUSA | @usskiteam pic.twitter.com/xJJYcyjhC5
">Chloe Kim 🇺🇸 is taking a break from competitive snowboarding.
— The Olympic Games (@Olympics) April 25, 2022
The double Olympic champ says she will use the season off to “reset” before preparing to defend her crown at Milano Cortina 2026.
Find out more here@ChloeKim | @TeamUSA | @usskiteam pic.twitter.com/xJJYcyjhC5Chloe Kim 🇺🇸 is taking a break from competitive snowboarding.
— The Olympic Games (@Olympics) April 25, 2022
The double Olympic champ says she will use the season off to “reset” before preparing to defend her crown at Milano Cortina 2026.
Find out more here@ChloeKim | @TeamUSA | @usskiteam pic.twitter.com/xJJYcyjhC5
2018 সালের পেওঙ্গচাংয়ে শীতকালীন অলিম্পিক্সে প্রথম সোনা জেতেন ক্লোই কিম । 17 বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে অলিম্পিক্স হাফপাইপ স্নো-বোর্ডিংয়ে সোনা জেতার ইতিহাস গড়েন তিনি । ওই বছরেই টাইম ম্যাগাজিনের 'সেরা 100' তালিকাতেও জায়গা করে নেন তিনি ।
2026 সালে ইতালির মিলানে বসবে শীতকালীন অলিম্পিক্সের আসর । তৃতীয় সোনার লক্ষ্যে নামবেন কিম । তার আগে নিজের মানসিক স্বাস্থ্যকে ফের চাঙ্গা করতেই তাঁর এই সিদ্ধান্ত ।