ETV Bharat / sports

Football with Hijab: হিজাব মাথায় আল্পনা আঁকছেন সবুজ গালিচায়, ইতিহাসে মরক্কোর বেনজিনা - মহিলা বিশ্বকাপ

Nouhaila Benzina first to compete in Hijab: ইতিহাসের দলিলে স্বাধীনচেতা নারীর নয়া সংজ্ঞা লিখলেন নৌহাইলা বেনজিনা ৷ উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো ৷ সেই দেশের হয়ে নজির গড়লেন বেনজিনা ৷

Nouhaila Benzina first to compete in Hijab
ইতিহাসে মরক্কোর বেনজিনা
author img

By

Published : Jul 30, 2023, 1:17 PM IST

অ্যাডিলেড, 30 জুলাই: ঐতিহাসিক নাকি অপ্রত্যাশিত ? মাথা ঢাকা হিজাবে ৷ তা নিয়েই বল পায়ে দাপিয়ে বেড়াচ্ছেন এক মহিলা, আল্পনা আঁকছেন সবুজ গালিচায় ৷ পাড়ার মাঠ নয়, বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে এই ঘটনা ঘটিয়েছেন মরক্কোর তারকা ডিফেন্ডার নৌহাইলা বেনজিনা ৷ মহিলা বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হিজাব মাথায় মাঠে নেমে ইতিহাসের চিত্রপটে নয়া ছবি আঁকলেন বেনজিনা ৷

Nouhaila Benzina first to compete in Hijab
ইতিহাসে মরক্কোর বেনজিনা

অ্যাসোসিয়েশন স্পোর্টস অফ ফোর্সেস আর্মড রয়্যাল ক্লাবের হয়ে খেলেন বেনজিনা ৷ দলটি মরক্কোর মহিলা লিগের 8 বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন । 2014 সালে অ্যাক্টিভিস্ট, অ্যাথলিট এবং বিভিন্ন কর্মকর্তার সমর্থনের পর ‘স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে’ মাথার ধর্মীয় আবরণীর উপর করা ব্যান তুলে নেওয়া হয় ৷ আসমাহ হেলাল, মুসলিম উম্যান ইন স্পোর্টস নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা বলেন, "বেনজিনাকে দেখে আরও অনেক মুসলমান মেয়ে অনুপ্রাণিত হবে ৷ শুধু ধর্মীয় কারণই নয়, ওর সিদ্ধান্তে অন্যান্য মেয়েরাও খেলাধুলোর সাহস পাবে ৷"

Football with HijabMorocco
উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো

আরও পড়ুন: উষ্ণ দুপুরে বসন্ত বাতাস ! মরক্কো'র ঐতিহাসিক কাব্যে যন্ত্রণার ইতিহাস ভুলছে দেশ

ইতিহাস বলছে, বিশ্বকাপে বরাবরই চমক দিয়েছে অপেক্ষাকৃত ছোট দলগুলো । বিশ্বকাপের বুকলেটে বরাবরই সোনার অক্ষরে দাঁতচাপা লড়াইয়ের কাব্য লিখেছেন আন্ডারডগরা । একবছর আগে বেদুইনের দেশে দেশ হওয়া যেই অধ্যায়ের গোড়াতেই জায়গা করে নিয়েছে মরক্কো । ইতিহাস বলছে, মরক্কোর ওপর ইউরোপীয়ান 'দাদাগিরি' নতুন কিছু নয় । সেই বদলাই যেন সবুজ গালিচায় নিয়েছেন জিয়েচ, হাকিমিরা । ছেলেদের সেই লড়াই আত্মস্থ করেছে মহিলারাও ৷

Football with Hijab
হিজাব মাথায় আল্পনা আঁকছেন সবুজ গালিচায়

প্রথমবার আরব বা উত্তর আফ্রিকার দেশ হিসেবে মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো ৷ অ্যাটলাস লায়নেস টুর্নামেন্টের আগে বিশ্ব ব়্যাংকিংয়ে 72 নম্বরে ছিল ৷ প্রথম ম্যাচেই দু’বারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে 6 গোল খেয়ে সফর শুরু করলেও ওই ম্যাচে ছিলেন না বেনজিনা ৷ যদিও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কার্যত দাপট দেখিয়েছে ‘ওম্যান ইন হোয়াইট’রা ৷ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে মরক্কো ৷

দলের অধিনায়ক গিজলেন চেবাক বলেন, "মহিলাদের বিশ্বকাপে অংশ নেওয়া প্রথম আরব দেশ হতে পেরে আমরা গর্বিত ৷ আমাদের ভাল খেলার জন্য আরও দায়িত্ব নিতে হবে । এতদূর পর্যন্ত আমরা যা যা পেয়েছি, সবই দল কষ্ট করে অর্জন করেছে ।"

আরও পড়ুন: সৌদিতে এমবাপে ? রোনাল্ডোর দেড়গুণ টাকার রেকর্ড প্রস্তাব দিল আল-হিলাল

অ্যাডিলেড, 30 জুলাই: ঐতিহাসিক নাকি অপ্রত্যাশিত ? মাথা ঢাকা হিজাবে ৷ তা নিয়েই বল পায়ে দাপিয়ে বেড়াচ্ছেন এক মহিলা, আল্পনা আঁকছেন সবুজ গালিচায় ৷ পাড়ার মাঠ নয়, বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে এই ঘটনা ঘটিয়েছেন মরক্কোর তারকা ডিফেন্ডার নৌহাইলা বেনজিনা ৷ মহিলা বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হিজাব মাথায় মাঠে নেমে ইতিহাসের চিত্রপটে নয়া ছবি আঁকলেন বেনজিনা ৷

Nouhaila Benzina first to compete in Hijab
ইতিহাসে মরক্কোর বেনজিনা

অ্যাসোসিয়েশন স্পোর্টস অফ ফোর্সেস আর্মড রয়্যাল ক্লাবের হয়ে খেলেন বেনজিনা ৷ দলটি মরক্কোর মহিলা লিগের 8 বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন । 2014 সালে অ্যাক্টিভিস্ট, অ্যাথলিট এবং বিভিন্ন কর্মকর্তার সমর্থনের পর ‘স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে’ মাথার ধর্মীয় আবরণীর উপর করা ব্যান তুলে নেওয়া হয় ৷ আসমাহ হেলাল, মুসলিম উম্যান ইন স্পোর্টস নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা বলেন, "বেনজিনাকে দেখে আরও অনেক মুসলমান মেয়ে অনুপ্রাণিত হবে ৷ শুধু ধর্মীয় কারণই নয়, ওর সিদ্ধান্তে অন্যান্য মেয়েরাও খেলাধুলোর সাহস পাবে ৷"

Football with HijabMorocco
উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো

আরও পড়ুন: উষ্ণ দুপুরে বসন্ত বাতাস ! মরক্কো'র ঐতিহাসিক কাব্যে যন্ত্রণার ইতিহাস ভুলছে দেশ

ইতিহাস বলছে, বিশ্বকাপে বরাবরই চমক দিয়েছে অপেক্ষাকৃত ছোট দলগুলো । বিশ্বকাপের বুকলেটে বরাবরই সোনার অক্ষরে দাঁতচাপা লড়াইয়ের কাব্য লিখেছেন আন্ডারডগরা । একবছর আগে বেদুইনের দেশে দেশ হওয়া যেই অধ্যায়ের গোড়াতেই জায়গা করে নিয়েছে মরক্কো । ইতিহাস বলছে, মরক্কোর ওপর ইউরোপীয়ান 'দাদাগিরি' নতুন কিছু নয় । সেই বদলাই যেন সবুজ গালিচায় নিয়েছেন জিয়েচ, হাকিমিরা । ছেলেদের সেই লড়াই আত্মস্থ করেছে মহিলারাও ৷

Football with Hijab
হিজাব মাথায় আল্পনা আঁকছেন সবুজ গালিচায়

প্রথমবার আরব বা উত্তর আফ্রিকার দেশ হিসেবে মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো ৷ অ্যাটলাস লায়নেস টুর্নামেন্টের আগে বিশ্ব ব়্যাংকিংয়ে 72 নম্বরে ছিল ৷ প্রথম ম্যাচেই দু’বারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে 6 গোল খেয়ে সফর শুরু করলেও ওই ম্যাচে ছিলেন না বেনজিনা ৷ যদিও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কার্যত দাপট দেখিয়েছে ‘ওম্যান ইন হোয়াইট’রা ৷ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে মরক্কো ৷

দলের অধিনায়ক গিজলেন চেবাক বলেন, "মহিলাদের বিশ্বকাপে অংশ নেওয়া প্রথম আরব দেশ হতে পেরে আমরা গর্বিত ৷ আমাদের ভাল খেলার জন্য আরও দায়িত্ব নিতে হবে । এতদূর পর্যন্ত আমরা যা যা পেয়েছি, সবই দল কষ্ট করে অর্জন করেছে ।"

আরও পড়ুন: সৌদিতে এমবাপে ? রোনাল্ডোর দেড়গুণ টাকার রেকর্ড প্রস্তাব দিল আল-হিলাল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.