ETV Bharat / sports

সুশীল কুমারকে সাসপেন্ড করল রেল

কুস্তিগীর সাগর রানা হত্যা মামলায় রবিবার গ্রেফতার হয়েছেন সুশীল কুমার ৷ তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে ৷

author img

By

Published : May 25, 2021, 2:33 PM IST

Sushil Kumar
Sushil Kumar

নয়াদিল্লি, 25 মে : রেলের চাকরি থেকে সাসপেন্ড হলেন কুস্তিগীর সুশীল কুমার ৷ আজ নর্দান রেলের পক্ষ থেকে সুশীল কুমারকে সাসপেন্ড করা হয়েছে ৷ খুনের অভিযোগে রবিবার গ্রেফতার হয়েছেন ৷ আপাতত কারাগারের ওপারে ঠাঁই হয়েছে কুস্তিগীর সুশীল কুমারের ৷

কুস্তিগীর সাগর রানা হত্যা মামলায় রবিবার গ্রেফতার হয়েছেন সুশীল কুমার ৷ তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে ৷ ছেলেকে হারিয়ে শোকগ্রস্ত সাগরের পরিবার সুশীলের চরমতম শাস্তি দাবি করেছে ৷ সুশীল এবার ভারতীয় রেলের উচ্চপদের চাকরিটিও খোয়ালেন ৷ গতকাল সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নর্দান রেলের সিপিআরও দীপক কুমার জানিয়েছিলেন, "দিল্লি সরকারের তরফে রেলের কাছে এই বিষয়ে রিপোর্ট এসেছে ৷ সুশীলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ৷ ওকে সাসপেন্ড করা হবে ৷" শোনা যাচ্ছিল রিপোর্ট হাতে পাওয়ার দিন দুয়েকের মধ্যে কুস্তিগীরকে সাসপেন্ড করতে পারে রেল ৷ কিন্তু এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করল রেল ৷

আরও পড়ুন : হিরো থেকে ভিলেন, অলিম্পিক্সে পদক জয়ীর জেলযাত্রা

আজ দিল্লি ছত্রশাল স্টেডিয়ামে ঘটনার পুনর্নির্মাণের জন্য সুশীলকে নিয়ে যায় পুলিশ ৷ এছাড়া ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এমন আরও কয়েকটি জায়গায় নিয়ে যায় পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, এই সময়ের মধ্যে সুশীলকে ভীষণ নার্ভাস মনে হয়েছে ৷ বারবার নিজের বক্তব্য বদলেছেন ৷

নয়াদিল্লি, 25 মে : রেলের চাকরি থেকে সাসপেন্ড হলেন কুস্তিগীর সুশীল কুমার ৷ আজ নর্দান রেলের পক্ষ থেকে সুশীল কুমারকে সাসপেন্ড করা হয়েছে ৷ খুনের অভিযোগে রবিবার গ্রেফতার হয়েছেন ৷ আপাতত কারাগারের ওপারে ঠাঁই হয়েছে কুস্তিগীর সুশীল কুমারের ৷

কুস্তিগীর সাগর রানা হত্যা মামলায় রবিবার গ্রেফতার হয়েছেন সুশীল কুমার ৷ তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে ৷ ছেলেকে হারিয়ে শোকগ্রস্ত সাগরের পরিবার সুশীলের চরমতম শাস্তি দাবি করেছে ৷ সুশীল এবার ভারতীয় রেলের উচ্চপদের চাকরিটিও খোয়ালেন ৷ গতকাল সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নর্দান রেলের সিপিআরও দীপক কুমার জানিয়েছিলেন, "দিল্লি সরকারের তরফে রেলের কাছে এই বিষয়ে রিপোর্ট এসেছে ৷ সুশীলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ৷ ওকে সাসপেন্ড করা হবে ৷" শোনা যাচ্ছিল রিপোর্ট হাতে পাওয়ার দিন দুয়েকের মধ্যে কুস্তিগীরকে সাসপেন্ড করতে পারে রেল ৷ কিন্তু এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করল রেল ৷

আরও পড়ুন : হিরো থেকে ভিলেন, অলিম্পিক্সে পদক জয়ীর জেলযাত্রা

আজ দিল্লি ছত্রশাল স্টেডিয়ামে ঘটনার পুনর্নির্মাণের জন্য সুশীলকে নিয়ে যায় পুলিশ ৷ এছাড়া ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এমন আরও কয়েকটি জায়গায় নিয়ে যায় পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, এই সময়ের মধ্যে সুশীলকে ভীষণ নার্ভাস মনে হয়েছে ৷ বারবার নিজের বক্তব্য বদলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.