কলকাতা, 4 ডিসেম্বর: কলকাতা লিগের ডার্বি না-হওয়ায় হতাশ কার্লেস কুয়াদ্রাত। রবিবার তিনি জানিয়েছেন, কলকাতা লিগে মূলত জুনিয়র ফুটবলাররা খেলছেন। তাঁদের কাছে ডার্বির মঞ্চ প্রমাণ করার মঞ্চ হয়ে উঠতে পারত। তবে কেন বা কী কারণে হয়নি তার মধ্যে ঢুকতে রাজি নন লাল-হলুদ কোচ। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএলের ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে চেন্নাইয়িনের বিরুদ্ধে ভালো ফুটবল খেলা পিভি বিষ্ণুকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কুয়াদ্রাত। ডুরান্ডের 'নেভার সে ডাই' মানসিকতা আইএসএলে চাইছেন কুয়াদ্রাত ৷
সেখানে কলকাতা লিগে ভালো খেলা ফুটবলারদের আইএসএলের দলে নেওয়া উচিৎ কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। কুয়াদ্রাত বলছেন, কলকাতা লিগ এবং আইএসএল মানের অনেক তফাৎ। সেখানে কলকাতা লিগে ভালো খেলা ফুটবলারদের এখনই খেলিয়ে দিলে সর্বনাশ হবে সেইসব তরুণ প্রতিভাদের। এমনকী তাদের ফুটবল জীবন শেষ হয়ে যেতে পারে। তাই এই তরুণ ফুটবলারদের নিয়ে তড়িঘড়ি করার চেয়ে তিনি গড়ে তোলার পক্ষে ৷
"আমাদের সামনে দু'টো ম্যাচ ঘরের মাঠে। সে দু'টোতে ম্যাচ জিততে পারলে ছবিটা বদল হবে। অন্যদল গুলো আমাদের থেকে বেশি ম্যাচ খেলেছে। আমরা যদি পরের দু'টো ম্যাচ জিততে পারি তাহলে প্রায় অন্যদের ধরে ফেলার জায়গায় চলে আসব", বলেন কুয়াদ্রাত ৷ চোট সমস্যা কাটিয়ে বোরহা প্র্যাকটিস করছেন। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবেন বলে ইঙ্গিত দিয়েছেন কোচ। প্র্যাকটিসেও দেখা গিয়েছে তিনি সাবলীল। ফলে চিন্তা নিশ্চিতভাবে কমবে।
ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের 'নেভার সে ডাই' মানসিকতার কথা গতকাল বলছিলেন কুয়াদ্রাত। এবারও একই কথার পুনরাবৃত্তি করে তিনি বলছেন মাঠে ফুটবলারদের প্রমাণ করার সময় এসেছে। "প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অনেক সুযোগ তৈরি করতে পারছে না। আমরা অনেক সুযোগ তৈরি করলেও তার ফায়দা তুলতে পারছি না। প্রতিপক্ষ দলের সঙ্গে আমাদের ব্যবধান বেশি নয়। আমরা যে লড়াকু দল তা ইতিমধ্যে প্রমাণিত। শেষ মিনিট পর্যন্ত লড়াই করছি আমরা", বললেন জয়ের খোঁজে মরিয়া কোচ কার্লেস কুয়াদ্রাত ৷
আরও পড়ুন: