ETV Bharat / sports

কলকাতা ডার্বি না-হওয়ায় হতাশ, ডুরান্ডের 'নেভার সে ডাই' মানসিকতা আইএসএলে চাইছেন কুয়াদ্রাত - ইস্টবেঙ্গল

ISL 2023-24: ডুরান্ড কাপের হার না-মানা মনোভাবের ফুটবলে আশার আলো দেখেছিলেন লাল-হলুদ সমর্থকরা। তারপর আইএসএল শুরু হতেই পুরনো যন্ত্রণার দিনগুলোর প্রত্যাবর্তন। হারের হ্যাটট্রিকের পরে অবশেষে ড্র। চেন্নাইয়িন ম্যাচের এক পয়েন্ট সন্তুষ্ট করেনি কার্লেস কুয়াদ্রাতকে। তবে হারের ধারাবাহিকতায় রাশ পড়ানো গিয়েছে দেখে কিছুটা স্বস্তি পেয়েছেন। এবার সামনে তাকাতে চান আর তা অঙ্ক কষে।

ইস্টবেঙ্গল দল
ISL 2023-24
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 9:45 AM IST

ডুরান্ডের 'নেভার সে ডাই' মানসিকতা আইএসএলে চাইছেন কুয়াদ্রাত

কলকাতা, 4 ডিসেম্বর: কলকাতা লিগের ডার্বি না-হওয়ায় হতাশ কার্লেস কুয়াদ্রাত। রবিবার তিনি জানিয়েছেন, কলকাতা লিগে মূলত জুনিয়র ফুটবলাররা খেলছেন। তাঁদের কাছে ডার্বির মঞ্চ প্রমাণ করার মঞ্চ হয়ে উঠতে পারত। তবে কেন বা কী কারণে হয়নি তার মধ্যে ঢুকতে রাজি নন লাল-হলুদ কোচ। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএলের ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে চেন্নাইয়িনের বিরুদ্ধে ভালো ফুটবল খেলা পিভি বিষ্ণুকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কুয়াদ্রাত। ডুরান্ডের 'নেভার সে ডাই' মানসিকতা আইএসএলে চাইছেন কুয়াদ্রাত ৷

সেখানে কলকাতা লিগে ভালো খেলা ফুটবলারদের আইএসএলের দলে নেওয়া উচিৎ কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। কুয়াদ্রাত বলছেন, কলকাতা লিগ এবং আইএসএল মানের অনেক তফাৎ। সেখানে কলকাতা লিগে ভালো খেলা ফুটবলারদের এখনই খেলিয়ে দিলে সর্বনাশ হবে সেইসব তরুণ প্রতিভাদের। এমনকী তাদের ফুটবল জীবন শেষ হয়ে যেতে পারে। তাই এই তরুণ ফুটবলারদের নিয়ে তড়িঘড়ি করার চেয়ে তিনি গড়ে তোলার পক্ষে ৷

"আমাদের সামনে দু'টো ম্যাচ ঘরের মাঠে। সে দু'টোতে ম্যাচ জিততে পারলে ছবিটা বদল হবে। অন্যদল গুলো আমাদের থেকে বেশি ম্যাচ খেলেছে। আমরা যদি পরের দু'টো ম্যাচ জিততে পারি তাহলে প্রায় অন্যদের ধরে ফেলার জায়গায় চলে আসব", বলেন কুয়াদ্রাত ৷ চোট সমস্যা কাটিয়ে বোরহা প্র্যাকটিস করছেন। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবেন বলে ইঙ্গিত দিয়েছেন কোচ। প্র্যাকটিসেও দেখা গিয়েছে তিনি সাবলীল। ফলে চিন্তা নিশ্চিতভাবে কমবে।

ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের 'নেভার সে ডাই' মানসিকতার কথা গতকাল বলছিলেন কুয়াদ্রাত। এবারও একই কথার পুনরাবৃত্তি করে তিনি বলছেন মাঠে ফুটবলারদের প্রমাণ করার সময় এসেছে। "প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অনেক সুযোগ তৈরি করতে পারছে না। আমরা অনেক সুযোগ তৈরি করলেও তার ফায়দা তুলতে পারছি না। প্রতিপক্ষ দলের সঙ্গে আমাদের ব্যবধান বেশি নয়। আমরা যে লড়াকু দল তা ইতিমধ্যে প্রমাণিত। শেষ মিনিট পর্যন্ত লড়াই করছি আমরা", বললেন জয়ের খোঁজে মরিয়া কোচ কার্লেস কুয়াদ্রাত ৷

আরও পড়ুন:

  1. সুস্থ বোরহা, পরিবর্ত হিসেবে নামতে পারেন; সেটপিসে জোর ইস্টবেঙ্গলের
  2. এএফসি'র দুঃখ ভুলে আইএসএলে পাঁচে পাঁচ, কলিঙ্গ দেশে নিজাম 'বধ' বাগানের
  3. রাস্তার রং সবুজ-মেরুন, শিলিগুড়ির পর দুর্গাপুরে মোহনবাগান অ্যাভিনিউ

ডুরান্ডের 'নেভার সে ডাই' মানসিকতা আইএসএলে চাইছেন কুয়াদ্রাত

কলকাতা, 4 ডিসেম্বর: কলকাতা লিগের ডার্বি না-হওয়ায় হতাশ কার্লেস কুয়াদ্রাত। রবিবার তিনি জানিয়েছেন, কলকাতা লিগে মূলত জুনিয়র ফুটবলাররা খেলছেন। তাঁদের কাছে ডার্বির মঞ্চ প্রমাণ করার মঞ্চ হয়ে উঠতে পারত। তবে কেন বা কী কারণে হয়নি তার মধ্যে ঢুকতে রাজি নন লাল-হলুদ কোচ। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএলের ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে চেন্নাইয়িনের বিরুদ্ধে ভালো ফুটবল খেলা পিভি বিষ্ণুকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কুয়াদ্রাত। ডুরান্ডের 'নেভার সে ডাই' মানসিকতা আইএসএলে চাইছেন কুয়াদ্রাত ৷

সেখানে কলকাতা লিগে ভালো খেলা ফুটবলারদের আইএসএলের দলে নেওয়া উচিৎ কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। কুয়াদ্রাত বলছেন, কলকাতা লিগ এবং আইএসএল মানের অনেক তফাৎ। সেখানে কলকাতা লিগে ভালো খেলা ফুটবলারদের এখনই খেলিয়ে দিলে সর্বনাশ হবে সেইসব তরুণ প্রতিভাদের। এমনকী তাদের ফুটবল জীবন শেষ হয়ে যেতে পারে। তাই এই তরুণ ফুটবলারদের নিয়ে তড়িঘড়ি করার চেয়ে তিনি গড়ে তোলার পক্ষে ৷

"আমাদের সামনে দু'টো ম্যাচ ঘরের মাঠে। সে দু'টোতে ম্যাচ জিততে পারলে ছবিটা বদল হবে। অন্যদল গুলো আমাদের থেকে বেশি ম্যাচ খেলেছে। আমরা যদি পরের দু'টো ম্যাচ জিততে পারি তাহলে প্রায় অন্যদের ধরে ফেলার জায়গায় চলে আসব", বলেন কুয়াদ্রাত ৷ চোট সমস্যা কাটিয়ে বোরহা প্র্যাকটিস করছেন। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবেন বলে ইঙ্গিত দিয়েছেন কোচ। প্র্যাকটিসেও দেখা গিয়েছে তিনি সাবলীল। ফলে চিন্তা নিশ্চিতভাবে কমবে।

ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের 'নেভার সে ডাই' মানসিকতার কথা গতকাল বলছিলেন কুয়াদ্রাত। এবারও একই কথার পুনরাবৃত্তি করে তিনি বলছেন মাঠে ফুটবলারদের প্রমাণ করার সময় এসেছে। "প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অনেক সুযোগ তৈরি করতে পারছে না। আমরা অনেক সুযোগ তৈরি করলেও তার ফায়দা তুলতে পারছি না। প্রতিপক্ষ দলের সঙ্গে আমাদের ব্যবধান বেশি নয়। আমরা যে লড়াকু দল তা ইতিমধ্যে প্রমাণিত। শেষ মিনিট পর্যন্ত লড়াই করছি আমরা", বললেন জয়ের খোঁজে মরিয়া কোচ কার্লেস কুয়াদ্রাত ৷

আরও পড়ুন:

  1. সুস্থ বোরহা, পরিবর্ত হিসেবে নামতে পারেন; সেটপিসে জোর ইস্টবেঙ্গলের
  2. এএফসি'র দুঃখ ভুলে আইএসএলে পাঁচে পাঁচ, কলিঙ্গ দেশে নিজাম 'বধ' বাগানের
  3. রাস্তার রং সবুজ-মেরুন, শিলিগুড়ির পর দুর্গাপুরে মোহনবাগান অ্যাভিনিউ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.