কলকাতা, 14 জুন: নন্দকুমার, বোরহা হেরেরার পরে এবার লাল-হলুদ জার্সিতে নিশু কুমার। গুঞ্জন আগেই ছিল, এবার তাতে সরকারি সিলমোহর পড়ল। কেরালা ব্লাস্টার্স থেকে এক বছরের জন্য লোনে ভারতীয় উইং-ব্যাককে দলে নিল ইস্টবেঙ্গল। 2018-2019 মরশুমে বেঙ্গালুরু এফসি'র আইএসএল জয়ী দলে ছিলেন নিশুকুমার। আইএসএল জয়ী বেঙ্গালুরু এফসি'র সেই দলের কোচ ছিলেন আবার কার্লোস কুয়াদ্রাত। ফলে ইস্টবেঙ্গলের কোচের চেয়ারে বসার পরই কুয়াদ্রাত তাঁর পুরানো ছাত্রকে দলে নেওয়ার পরিকল্পনা শুরু করেন।
দুই উইংয়ে খেলার মুন্সিয়ানা রয়েছে নিশু কুমারের। ফলে তাঁর যোগদান ইস্টবেঙ্গলের রক্ষণকে মজবুত করবে। 25 বছর বয়সি ভারতীয় ডিফেন্ডার ইস্টবেঙ্গলে যোগ দিয়ে উচ্ছ্বসিত। বলেন, "ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবে যোগদান করতে পারা আমার কাছে গর্বের। ক্লাবের বিরাট সংখ্যক সমর্থককুল আমার ভালো খেলার মোটিভেশন। আমি ফের কোচ কুয়াদ্রাতের অধীনে খেলার সুযোগ পাচ্ছি এটাও বড় ব্যাপার। উনি আমাকে বেঙ্গালুরু এফসি'তে গড়ে তুলেছিলেন। নতুন মরশুমে আমি অনেক ম্যাচ খেলার সুযোগ পাব। কথা দিচ্ছি সমর্থকদের প্রত্যাশা পূরণে নিজের সেরাটা নিংড়ে দেব।"
পুরানো ছাত্রকে ফের দলে নিতে পেরে খুশি কোচ কুয়াদ্রাত স্বয়ং। 2017 ফেডারেশন কাপ এবং 2018 সালে সুপার কাপ ও আইএসএল ট্রফি জয়ের দিনের কথা বলেছেন তিনি। সেইসময় নিশু কুমারের ভালো খেলার প্রশংসা করে লাল হলুদ কোচ বলেন, "নিশু একজন প্রতিভাবান এবং পরিশ্রমী ফুটবলার। আইএসএলে ম্যাচ খেলার প্রচুর অভিজ্ঞতা রয়েছে ওর। 2019 সালে আইএসএল জয় ছাড়াও 2022 সালে রানার্স হওয়ার অভিজ্ঞতাও রয়েছে। আমার কোচিংয়ে খেলার সময় ভারতীয় দলে সুযোগ পেয়েছিল। নিশু এমন একজন ফুটবলার যে প্রতিটি ম্যাচে নিংড়ে দেয় ৷"
-
𝑨 𝑵𝑬𝑾 𝑯𝑬𝑹𝑶 𝑯𝑨𝑺 𝑨𝑹𝑹𝑰𝑽𝑬𝑫 😎#AmagoFans, join us in welcoming Nishu Kumar to আমাগো বাসা for the upcoming season ! ❤️💛
— East Bengal FC (@eastbengal_fc) June 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Credits - @SurinderFilms #JoyEastBengal #WelcomeNishu pic.twitter.com/9tV4pvHDjH
">𝑨 𝑵𝑬𝑾 𝑯𝑬𝑹𝑶 𝑯𝑨𝑺 𝑨𝑹𝑹𝑰𝑽𝑬𝑫 😎#AmagoFans, join us in welcoming Nishu Kumar to আমাগো বাসা for the upcoming season ! ❤️💛
— East Bengal FC (@eastbengal_fc) June 14, 2023
Credits - @SurinderFilms #JoyEastBengal #WelcomeNishu pic.twitter.com/9tV4pvHDjH𝑨 𝑵𝑬𝑾 𝑯𝑬𝑹𝑶 𝑯𝑨𝑺 𝑨𝑹𝑹𝑰𝑽𝑬𝑫 😎#AmagoFans, join us in welcoming Nishu Kumar to আমাগো বাসা for the upcoming season ! ❤️💛
— East Bengal FC (@eastbengal_fc) June 14, 2023
Credits - @SurinderFilms #JoyEastBengal #WelcomeNishu pic.twitter.com/9tV4pvHDjH
আরও পড়ুন: আরও একবছর ফেরান্দোই নাবিক, স্প্যানিশ কোচের চুক্তি বাড়িয়ে অনুশীলনের দিনঘোষণা বাগানের
উত্তরপ্রদেশের মুজফফরপুরের ছেলে নিশু কুমার এআইএফএফ অ্যাকাডেমিতে যোগ দেওয়ার আগে চণ্ডীগড় ফুটবল অ্যাকাডেমিতে ছিলেন। এখনও পর্যন্ত 82টি আইএসএল ম্যাচ খেলেছেন। তিনটি গোল করার অভিজ্ঞতাও রয়েছে নিশু কুমারের। ধীরে হলেও ঘর গোছানোর মরিয়া চেষ্টায় ইস্টবেঙ্গল। নন্দকুমার, বোরহা হেরেরা, নিশু কুমারের যোগদান সেই দল গোছানোর চেষ্টারই প্রতিফলন।