ETV Bharat / sports

Bajrang Punia: পরবর্তী লক্ষ্য প্যারিসে সোনা, বার্মিংহ্যামে সেরা হয়ে জানালেন বজরং

2024 প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের প্রস্তুতি দ্রুতই শুরু করে দিতে চান বজরং পুনিয়া (Next Target of Bajrang Punia is to Win Gold Medal for India in Paris Olympics 2024) ৷ তার আগে আগামী 1 বছরের মধ্যে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে চান তিনি ৷

next-target-of-bajrang-punia-is-win-gold-medal-for-india-in-paris-olympics-2024
next-target-of-bajrang-punia-is-win-gold-medal-for-india-in-paris-olympics-2024
author img

By

Published : Aug 6, 2022, 6:28 PM IST

বার্মিংহাম, 6 অগস্ট: 2022 কমনওয়েলথ গেমসে কুস্তিতে পুরুষদের 65 কেজি বিভাগে সোনা জিতেছেন ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া ৷ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে প্রত্যেকটি বাউটই কার্যত একপেশেভাবে জিতেছেন ভারতীয় কুস্তিগীর ৷ প্রতিদ্বন্দ্বীরা তাঁর সামনে দাঁড়াতেই পারেননি ৷ বার্মিংহ্যামে সোনাজয়ী বজরং'য়ের পরবর্তী লক্ষ্য কী? সংবাদসংস্থা আইএএনএস-কে একান্ত সাক্ষাৎকারে হরিয়ানার কুস্তিগীর জানালেন, তাঁর আগামীর লক্ষ্য 2024 সালে প্যারিস অলিম্পিকসে সোনা জয় ৷ 2020 টোকিয়ো অলিম্পিকসে ব্রোঞ্জ এসেছিল ঝুলিতে ৷ প্যারিসে পদকের রং বদলাতে মরিয়া তিনি, জানালেন বজরং

প্রসঙ্গ, কমনওয়েলথে দ্বিতীয় সোনা জয়--

আমি খুব খুশি এবং গর্বিত ৷ 2020 অলিম্পিকের পর আমি আমার খেলায় কিছু পরিবর্তন করেছিলাম ৷ খুবই ভালো লাগছে যে, আমি যে সব পরিবর্তন করেছিলাম সেগুলি ফল দিচ্ছে ৷ ভারতের হয়ে সোনা জেতাটা খুবই আনন্দের ৷

একপেশে ভাবে বাউট জেতা--

পদক জেতাটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা যদি আমাদের মনের মতো হয়, তাহলে তো কথাই নেই ৷ প্রতিপক্ষকে তোমার চালে খেলতে বাধ্য করাতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ আর আমি সেটা করতে পারলে, মনে করব ভালো পারফর্ম করেছি ৷ আর আমি যদি, প্রতিপক্ষের খেলার ধরনকে টেক্কা দিতে পারি, তা খুব ভালো পারফরম্যান্স বলে মনে করব ৷ আর তাই যে ভাবে আমি চেয়েছি, সেভাবে জিততে পেরে আমি খুশি ৷ তাই আমি নিজের পুরো পারফরম্যান্সে খুব খুশি ৷ আশা করছি একইভাবে পারফর্ম করে যেতে পারব ৷

ম্যাচ জয়ের সন্তুষ্টি--

আমি নিজের ছন্দে থেকে ম্যাচ জিততে পেরে খুবই খুশি ৷ আমি এ দিন খুবই আক্রমণাত্মকভাবে খেলেছি ৷ পাশাপাশি, আমার রক্ষণকেও মজবুত রেখেছিলাম ৷ প্রসঙ্গত, টোকিয়ো অলিম্পিক্সের পর থেকে আমার খেলায় অনেক চরাই-উতরাই হয়েছে ৷ কারণ, আমার একাধিক চোট-আঘাত ছিল ৷ তবে, আমি ট্রেনিংয়ের মাধ্যমে সেই সমস্যাগুলিকে সমাধান করতে পেরেছি ৷ আর সেটা করতে সফল হয়েছি বলেই টুর্নামেন্টে জয় পেলাম ৷

কয়েক বছর আগে করা তাঁর মন্তব্য, তিনি 2017 সালের বজরং পুনিয়াকে ফিরিয়ে আনতে চান--

আমি মনে করি আমি সেই জায়গায় এখনও পর্যন্ত 70-80 শতাংশ পৌঁছতে পেরেছি ৷ এ বার আমার লক্ষ্য হবে আরও 10-20 শতাংশ সেইদিকে এগিয়ে যাওয়া ৷ আমাকে তার জন্য অনবরত পরিশ্রম করতে হবে ৷ আশা করছি আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে সেই জায়গায় পৌঁছে যাব ৷

বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং তার পরবর্তী সময়ের পরিকল্পনা--

বিশ্ব চ্যাম্পিয়নশিপকে এখন একাধারে রাখতে চাই ৷ তার আগে আমার লক্ষ্য এশিয়ান গেমস, জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং তারপর 2024 প্যারিস অলিম্পিকসের যোগ্যতা অর্জন পর্বে মনোসংযোগ করতে চাই ৷ এটাই আমার আগামী বছরের লক্ষ্য ৷ আমি আগেই অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে চাই ৷ তার পরের এক বছর অলিম্পিক্সে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নেব (Next Target of Bajrang Punia is Win Gold Medal for India in Paris Olympics 2024) ৷

একমাত্র কুস্তিগীর যিনি অলিম্পিক্সে 2টি পদক জিতেছেন--

ব্রোঞ্জ ও রুপোর পদকের পাশে এ বার সোনার পদক যোগ করার চেষ্টা করব ৷ যা আমার সহ-কুস্তিগীররা ভারতের জন্য অতীতে জিতেছেন ৷ আমি আমার শরীরের প্রতি কণা শক্তি ব্যবহার করে, প্যারিস অলিম্পিক্সে সোনা জেতার চেষ্টা করব ৷ আমি সত্যি বলছি, অলিম্পিকসে আমার অধরা স্বপ্নকে ছোঁয়ার জন্য আমি কঠিন পরিশ্রম করেছি ৷ কিন্তু প্রতিবার চোট আমার আর সোনার পদকের মাঝে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ৷ আশা রাখছি প্যারিসে সেই স্বপ্নপূরণ হবে ৷

বজরং পুনিয়ার এখন পর্যন্ত কাটানো যাত্রাপথ--

আমার ছোটবেলা থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছি ৷ আর সেটা আমার একার পথচলা নয় ৷ এই সফরে অনেকের সমর্থন এবং পরিশ্রম রয়েছে ৷ যেখানে আমার সাপোর্ট স্টাফরা অনেক বড় ভূমিকা নিয়েছেন ৷ আর ফিজিয়োদের কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আপনাদের সঙ্গে সোনা জয় নিয়ে কথা বলতে পারছি ৷ আর যাঁরা আমার পিছনে থেকে কাজ করছেন, তাঁদের ভূমিকা সবচেয়ে বড় ৷ তাঁরা কোনওদিনই ক্যামেরার সামনে আসেন না ৷ আর এই মুহূর্তে তাঁদের ধন্যবাদ জানানোর সুযোগ আমি হারাতে চাই না ৷

বার্মিংহাম, 6 অগস্ট: 2022 কমনওয়েলথ গেমসে কুস্তিতে পুরুষদের 65 কেজি বিভাগে সোনা জিতেছেন ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া ৷ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে প্রত্যেকটি বাউটই কার্যত একপেশেভাবে জিতেছেন ভারতীয় কুস্তিগীর ৷ প্রতিদ্বন্দ্বীরা তাঁর সামনে দাঁড়াতেই পারেননি ৷ বার্মিংহ্যামে সোনাজয়ী বজরং'য়ের পরবর্তী লক্ষ্য কী? সংবাদসংস্থা আইএএনএস-কে একান্ত সাক্ষাৎকারে হরিয়ানার কুস্তিগীর জানালেন, তাঁর আগামীর লক্ষ্য 2024 সালে প্যারিস অলিম্পিকসে সোনা জয় ৷ 2020 টোকিয়ো অলিম্পিকসে ব্রোঞ্জ এসেছিল ঝুলিতে ৷ প্যারিসে পদকের রং বদলাতে মরিয়া তিনি, জানালেন বজরং

প্রসঙ্গ, কমনওয়েলথে দ্বিতীয় সোনা জয়--

আমি খুব খুশি এবং গর্বিত ৷ 2020 অলিম্পিকের পর আমি আমার খেলায় কিছু পরিবর্তন করেছিলাম ৷ খুবই ভালো লাগছে যে, আমি যে সব পরিবর্তন করেছিলাম সেগুলি ফল দিচ্ছে ৷ ভারতের হয়ে সোনা জেতাটা খুবই আনন্দের ৷

একপেশে ভাবে বাউট জেতা--

পদক জেতাটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা যদি আমাদের মনের মতো হয়, তাহলে তো কথাই নেই ৷ প্রতিপক্ষকে তোমার চালে খেলতে বাধ্য করাতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ আর আমি সেটা করতে পারলে, মনে করব ভালো পারফর্ম করেছি ৷ আর আমি যদি, প্রতিপক্ষের খেলার ধরনকে টেক্কা দিতে পারি, তা খুব ভালো পারফরম্যান্স বলে মনে করব ৷ আর তাই যে ভাবে আমি চেয়েছি, সেভাবে জিততে পেরে আমি খুশি ৷ তাই আমি নিজের পুরো পারফরম্যান্সে খুব খুশি ৷ আশা করছি একইভাবে পারফর্ম করে যেতে পারব ৷

ম্যাচ জয়ের সন্তুষ্টি--

আমি নিজের ছন্দে থেকে ম্যাচ জিততে পেরে খুবই খুশি ৷ আমি এ দিন খুবই আক্রমণাত্মকভাবে খেলেছি ৷ পাশাপাশি, আমার রক্ষণকেও মজবুত রেখেছিলাম ৷ প্রসঙ্গত, টোকিয়ো অলিম্পিক্সের পর থেকে আমার খেলায় অনেক চরাই-উতরাই হয়েছে ৷ কারণ, আমার একাধিক চোট-আঘাত ছিল ৷ তবে, আমি ট্রেনিংয়ের মাধ্যমে সেই সমস্যাগুলিকে সমাধান করতে পেরেছি ৷ আর সেটা করতে সফল হয়েছি বলেই টুর্নামেন্টে জয় পেলাম ৷

কয়েক বছর আগে করা তাঁর মন্তব্য, তিনি 2017 সালের বজরং পুনিয়াকে ফিরিয়ে আনতে চান--

আমি মনে করি আমি সেই জায়গায় এখনও পর্যন্ত 70-80 শতাংশ পৌঁছতে পেরেছি ৷ এ বার আমার লক্ষ্য হবে আরও 10-20 শতাংশ সেইদিকে এগিয়ে যাওয়া ৷ আমাকে তার জন্য অনবরত পরিশ্রম করতে হবে ৷ আশা করছি আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে সেই জায়গায় পৌঁছে যাব ৷

বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং তার পরবর্তী সময়ের পরিকল্পনা--

বিশ্ব চ্যাম্পিয়নশিপকে এখন একাধারে রাখতে চাই ৷ তার আগে আমার লক্ষ্য এশিয়ান গেমস, জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং তারপর 2024 প্যারিস অলিম্পিকসের যোগ্যতা অর্জন পর্বে মনোসংযোগ করতে চাই ৷ এটাই আমার আগামী বছরের লক্ষ্য ৷ আমি আগেই অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে চাই ৷ তার পরের এক বছর অলিম্পিক্সে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নেব (Next Target of Bajrang Punia is Win Gold Medal for India in Paris Olympics 2024) ৷

একমাত্র কুস্তিগীর যিনি অলিম্পিক্সে 2টি পদক জিতেছেন--

ব্রোঞ্জ ও রুপোর পদকের পাশে এ বার সোনার পদক যোগ করার চেষ্টা করব ৷ যা আমার সহ-কুস্তিগীররা ভারতের জন্য অতীতে জিতেছেন ৷ আমি আমার শরীরের প্রতি কণা শক্তি ব্যবহার করে, প্যারিস অলিম্পিক্সে সোনা জেতার চেষ্টা করব ৷ আমি সত্যি বলছি, অলিম্পিকসে আমার অধরা স্বপ্নকে ছোঁয়ার জন্য আমি কঠিন পরিশ্রম করেছি ৷ কিন্তু প্রতিবার চোট আমার আর সোনার পদকের মাঝে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ৷ আশা রাখছি প্যারিসে সেই স্বপ্নপূরণ হবে ৷

বজরং পুনিয়ার এখন পর্যন্ত কাটানো যাত্রাপথ--

আমার ছোটবেলা থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছি ৷ আর সেটা আমার একার পথচলা নয় ৷ এই সফরে অনেকের সমর্থন এবং পরিশ্রম রয়েছে ৷ যেখানে আমার সাপোর্ট স্টাফরা অনেক বড় ভূমিকা নিয়েছেন ৷ আর ফিজিয়োদের কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আপনাদের সঙ্গে সোনা জয় নিয়ে কথা বলতে পারছি ৷ আর যাঁরা আমার পিছনে থেকে কাজ করছেন, তাঁদের ভূমিকা সবচেয়ে বড় ৷ তাঁরা কোনওদিনই ক্যামেরার সামনে আসেন না ৷ আর এই মুহূর্তে তাঁদের ধন্যবাদ জানানোর সুযোগ আমি হারাতে চাই না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.