ETV Bharat / sports

Neeraj Chopra: বিশ্ব চ্যাম্পিয়নশিপে বর্শা ছুড়ে রুপো গাঁথলেন নীরজ - Neeraj Chopra wins silver at World Athletics Championships

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রায় দু'দশকের পদক খরা কাটল ভারতের । অলিম্পিকস অ্যাথলেটিক্সে দেশকে প্রথম পদক এনে দেওয়া নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় পদক এনে দিলেন ভারতকে (Neeraj Chopra wins silver at World Athletics Championships)।

Neeraj Chopra
বিশ্ব চ্যাম্পিয়নশিপে বর্শা ছুড়ে রুপো গাঁথলেন নীরজ
author img

By

Published : Jul 24, 2022, 8:26 AM IST

Updated : Jul 24, 2022, 9:28 AM IST

ইউজিন (মার্কিন যুক্তরাষ্ট্র): অ্যান্ডারসন পিটার্স বাধা টপকাতে পারলেন না । তবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে পদক এনে দিয়েই ট্র্যাক ছাড়লেন নীরজ চোপড়া । মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বর্শা ছুড়ে রুপো গাঁথলেন পানিপথের 'সোনার ছেলে' (Neeraj Chopra wins silver at World Athletics Championships)। সেইসঙ্গে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রায় দু'দশকের পদক খরা কাটল ভারতের । অলিম্পিকস অ্যাথলেটিক্সে দেশকে প্রথম পদক এনে দেওয়া নীরজ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় পদক এনে দিলেন ভারতকে ।

এদিন প্রথম তিন রাউন্ডে একেবারেই চেনা মেজাজে ছিলেন না ভারতের জ্যাভলিন থ্রোয়ার । পার্সোনাল বেস্ট থেকে অনেকটাই দূরে থেকে (86.37 মিটার) প্রথম তিন রাউন্ডের পর চতুর্থস্থানে অবস্থান করছিলেন টোকিয়ো অলিম্পিকসের সোনাজয়ী । ততক্ষণে 90.46 মিটার দূরত্ব সোনা কার্যত নিজের নামে করে নিয়েছেন গ্রেনাডার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্য়ান্ডারসন পিটার্স । তবে চতুর্থ প্রচেষ্টায় পদক নিশ্চিত করে ফেলেন নীরজ । অনুরাগীদের প্রত্যাশায় সিলমোহর দিয়ে 88.13 মিটার দূরত্ব ছুড়ে রুপোর পদক নিশ্চিত করেন ভারতীয় তারকা ।

আরও পড়ুন: প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ, ইতিহাস গড়ে সঙ্গী রোহিত

পঞ্চম এবং ষষ্ঠ প্রচেষ্টায় ফাউল থ্রো করলেও দ্বিতীয়স্থান হাতছাড়া হয়নি নীরজের । 2003 লং জাম্পে অঞ্জু ববি জর্জের হাত ধরে (ব্রোঞ্জ) বিশ্ব অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম পদক এসেছিল ভারতের ঘরে । 19 বছর পর নীরজের সৌজন্যে ফের পদক দেশের ঝুলিতে । রবিবাসরীয় একই ইভেন্টে সোনা হাতছাড়া করলেন না অ্য়ান্ডারসন পিটার্স । ফাইনালে এদিন প্রথম থ্রো-য়েই স্বর্ণপদক নিশ্চিত করা গ্রেনাডার বর্শাবাহকের সেরা থ্রো-টা (90.54 মিটার) যদিও করলেন একেবারে শেষ প্রচেষ্টায় । প্রথম জ্যাভলিন থ্রোয়ার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক ধরে রাখলেন গ্রেনাডার অ্য়াথলিট ।

ইউজিন (মার্কিন যুক্তরাষ্ট্র): অ্যান্ডারসন পিটার্স বাধা টপকাতে পারলেন না । তবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে পদক এনে দিয়েই ট্র্যাক ছাড়লেন নীরজ চোপড়া । মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বর্শা ছুড়ে রুপো গাঁথলেন পানিপথের 'সোনার ছেলে' (Neeraj Chopra wins silver at World Athletics Championships)। সেইসঙ্গে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রায় দু'দশকের পদক খরা কাটল ভারতের । অলিম্পিকস অ্যাথলেটিক্সে দেশকে প্রথম পদক এনে দেওয়া নীরজ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় পদক এনে দিলেন ভারতকে ।

এদিন প্রথম তিন রাউন্ডে একেবারেই চেনা মেজাজে ছিলেন না ভারতের জ্যাভলিন থ্রোয়ার । পার্সোনাল বেস্ট থেকে অনেকটাই দূরে থেকে (86.37 মিটার) প্রথম তিন রাউন্ডের পর চতুর্থস্থানে অবস্থান করছিলেন টোকিয়ো অলিম্পিকসের সোনাজয়ী । ততক্ষণে 90.46 মিটার দূরত্ব সোনা কার্যত নিজের নামে করে নিয়েছেন গ্রেনাডার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্য়ান্ডারসন পিটার্স । তবে চতুর্থ প্রচেষ্টায় পদক নিশ্চিত করে ফেলেন নীরজ । অনুরাগীদের প্রত্যাশায় সিলমোহর দিয়ে 88.13 মিটার দূরত্ব ছুড়ে রুপোর পদক নিশ্চিত করেন ভারতীয় তারকা ।

আরও পড়ুন: প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ, ইতিহাস গড়ে সঙ্গী রোহিত

পঞ্চম এবং ষষ্ঠ প্রচেষ্টায় ফাউল থ্রো করলেও দ্বিতীয়স্থান হাতছাড়া হয়নি নীরজের । 2003 লং জাম্পে অঞ্জু ববি জর্জের হাত ধরে (ব্রোঞ্জ) বিশ্ব অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম পদক এসেছিল ভারতের ঘরে । 19 বছর পর নীরজের সৌজন্যে ফের পদক দেশের ঝুলিতে । রবিবাসরীয় একই ইভেন্টে সোনা হাতছাড়া করলেন না অ্য়ান্ডারসন পিটার্স । ফাইনালে এদিন প্রথম থ্রো-য়েই স্বর্ণপদক নিশ্চিত করা গ্রেনাডার বর্শাবাহকের সেরা থ্রো-টা (90.54 মিটার) যদিও করলেন একেবারে শেষ প্রচেষ্টায় । প্রথম জ্যাভলিন থ্রোয়ার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক ধরে রাখলেন গ্রেনাডার অ্য়াথলিট ।

Last Updated : Jul 24, 2022, 9:28 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.