ইউজিন (মার্কিন যুক্তরাষ্ট্র): অ্যান্ডারসন পিটার্স বাধা টপকাতে পারলেন না । তবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে পদক এনে দিয়েই ট্র্যাক ছাড়লেন নীরজ চোপড়া । মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বর্শা ছুড়ে রুপো গাঁথলেন পানিপথের 'সোনার ছেলে' (Neeraj Chopra wins silver at World Athletics Championships)। সেইসঙ্গে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রায় দু'দশকের পদক খরা কাটল ভারতের । অলিম্পিকস অ্যাথলেটিক্সে দেশকে প্রথম পদক এনে দেওয়া নীরজ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় পদক এনে দিলেন ভারতকে ।
এদিন প্রথম তিন রাউন্ডে একেবারেই চেনা মেজাজে ছিলেন না ভারতের জ্যাভলিন থ্রোয়ার । পার্সোনাল বেস্ট থেকে অনেকটাই দূরে থেকে (86.37 মিটার) প্রথম তিন রাউন্ডের পর চতুর্থস্থানে অবস্থান করছিলেন টোকিয়ো অলিম্পিকসের সোনাজয়ী । ততক্ষণে 90.46 মিটার দূরত্ব সোনা কার্যত নিজের নামে করে নিয়েছেন গ্রেনাডার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্য়ান্ডারসন পিটার্স । তবে চতুর্থ প্রচেষ্টায় পদক নিশ্চিত করে ফেলেন নীরজ । অনুরাগীদের প্রত্যাশায় সিলমোহর দিয়ে 88.13 মিটার দূরত্ব ছুড়ে রুপোর পদক নিশ্চিত করেন ভারতীয় তারকা ।
-
As the commentator predicted, "he wants one & done" #NeerajChopra does it pretty quickly & with ease before admin's laptop could wake up 🤣
— Athletics Federation of India (@afiindia) July 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
With 88.39m, Olympic Champion from 🇮🇳 #India enters his first #WorldAthleticsChamps final in some style 🫡 at #Oregon2022 pic.twitter.com/y4Ez0Mllw6
">As the commentator predicted, "he wants one & done" #NeerajChopra does it pretty quickly & with ease before admin's laptop could wake up 🤣
— Athletics Federation of India (@afiindia) July 22, 2022
With 88.39m, Olympic Champion from 🇮🇳 #India enters his first #WorldAthleticsChamps final in some style 🫡 at #Oregon2022 pic.twitter.com/y4Ez0Mllw6As the commentator predicted, "he wants one & done" #NeerajChopra does it pretty quickly & with ease before admin's laptop could wake up 🤣
— Athletics Federation of India (@afiindia) July 22, 2022
With 88.39m, Olympic Champion from 🇮🇳 #India enters his first #WorldAthleticsChamps final in some style 🫡 at #Oregon2022 pic.twitter.com/y4Ez0Mllw6
আরও পড়ুন: প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ, ইতিহাস গড়ে সঙ্গী রোহিত
পঞ্চম এবং ষষ্ঠ প্রচেষ্টায় ফাউল থ্রো করলেও দ্বিতীয়স্থান হাতছাড়া হয়নি নীরজের । 2003 লং জাম্পে অঞ্জু ববি জর্জের হাত ধরে (ব্রোঞ্জ) বিশ্ব অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম পদক এসেছিল ভারতের ঘরে । 19 বছর পর নীরজের সৌজন্যে ফের পদক দেশের ঝুলিতে । রবিবাসরীয় একই ইভেন্টে সোনা হাতছাড়া করলেন না অ্য়ান্ডারসন পিটার্স । ফাইনালে এদিন প্রথম থ্রো-য়েই স্বর্ণপদক নিশ্চিত করা গ্রেনাডার বর্শাবাহকের সেরা থ্রো-টা (90.54 মিটার) যদিও করলেন একেবারে শেষ প্রচেষ্টায় । প্রথম জ্যাভলিন থ্রোয়ার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক ধরে রাখলেন গ্রেনাডার অ্য়াথলিট ।