লখনউ, 2 ফেব্রুয়ারি : ক্রীড়াজগতের ইতিহাসে অন্যতম বড় সম্মান ৷ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন টোকিয়ো অলিম্পিকসে সোনজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra Nominated)। অলিম্পিকসে পদক জয় নীরজের জীবন বদলে দিয়েছে ৷ 23 বছরের জ্যাভলিন থ্রোয়ারের ঝুলিতে এসেছে প্রচুর সম্মান, পুরস্কার ৷ নতুন বছরের প্রথমদিকে আরও একটি বিরল সম্মানের জন্য মনোনীত হলেন নীরজ ৷ 2022 সালের লরিয়াস ব্রেকথ্রু অ্যাওয়ার্ডের জন্য যে 6 জন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে তাঁদের মধ্যে একজন ভারতের 'গোল্ডেন বয়' ৷
এই অনন্য সম্মান জেতার জন্য নীরজের লড়াই হবে বিশ্বের আরও পাঁচজন খ্যাতনামা ক্রীড়াবিদের সঙ্গে ৷ তাঁরা হলেন সদ্য অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলা রাশিয়ার ড্যানিল মেদভেদেভ, 18 বছরে ইউএস ওপেন জয়ী টেনিস সেনসেশন এম্মা রাদুকানু, বার্সেলোনার ফুটবলার প্রডিজি পেদ্রি, সাঁতারু আরিয়ার্ন তিতমাস এবং অ্যাথলিট ইউলিমার রোজাস ৷
1300 জন ক্রীড়া সাংবাদিক ও ব্রডকাস্টারের প্যানেল এই ছয় ক্রীড়াবিদকে মনোনীত করেছে ৷ পুরস্কৃত করা হবে আগামী এপ্রিলে । বিশ্ব ক্রীড়া অ্যাকাডেমির ভোটের মাধ্যমে 71 জন ক্রীড়া তারকার নাম মনোনীত করা হয়েছে । এর আগে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন সচিন তেন্ডুলকর এবং ভিনেশ ফোগট ৷ নীরজ সেই তালিকায় তৃতীয় স্থানে ৷ 2020 সালে লরিয়াস স্পোর্টিং মোমেন্ট পুরস্কারে সম্মানিত হন সচিন তেন্ডুলকর ৷
আরও পড়ুন: নীরজকে সোনা এনে দেওয়া বর্শা বিকোচ্ছে কোটিরও বেশি দামে
লরিয়াস বিশ্ব ক্রীড়া অ্যাওয়ার্ডের পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর নীরজ চোপড়া বলেন, "আমি খুবই খুশি এই পুরস্কারের জন্য আমাকে মনোনীত করার জন্য। এই পুরস্কার আমার জন্য খুবই সম্মানের। টোকিয়ো অলিম্পিকসে সোনাজয়ের জন্যই আমাকে এই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । আমি আমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে এবং ভারতীয় হিসেবে পদক জিততে পেরে সৌভাগ্য বোধ করছি । এখন লরিয়াসের স্বীকৃতি পাওয়া এবং এই ধরনের ব্যতিক্রমী ক্রীড়াবিদ হিসেবে বিবেচনা করা সত্যিই একটি বিশেষ অনুভূতির ।"