ETV Bharat / sports

Padma Awards 2022 : পদ্মশ্রী নীরজ-অবনী, পদ্মভূষণ পাচ্ছেন দেবেন্দ্র ঝাঝারিয়া - পদ্মশ্রী নীরজ-অবনী, পদ্মভূষণ পাচ্ছেন দেবেন্দ্র ঝাঝারিয়া

অলিম্পিকস অ্যাথলেটিক্সের মঞ্চে দেশকে প্রথম স্বর্নপদকের স্বাদ এনে দেওয়া পানিপথের জ্যাভলিন থ্রোয়ার সম্মানিত হচ্ছেন পদ্মশ্রী সম্মানে (Neeraj Chopra awarded with Padmashree) ৷ পদ্মভূষণ পাচ্ছেন টানা দু'টি প্যারালিম্পিক্সে দেশকে পদক এনে দেওয়া জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া

Padma Awards 2022
পদ্মশ্রী নীরজ-অবনী, পদ্মভূষণ পাচ্ছেন দেবেন্দ্র ঝাঝারিয়া
author img

By

Published : Jan 25, 2022, 11:05 PM IST

নয়াদিল্লি, 25 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের প্রাক-সন্ধ্যায় মঙ্গলবার 2022 পদ্ম-সম্মানের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার ৷ অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি দেশের ক্রীড়াক্ষেত্রেও উজ্জ্বল একাধিক নাম ভূষিত হয়েছেন পদ্ম-সম্মানে ৷ যাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং চর্চিত অবশ্যই নীরজ চোপড়া ৷ অলিম্পিকস অ্যাথলেটিক্সের মঞ্চে দেশকে প্রথম স্বর্নপদকের স্বাদ এনে দেওয়া পানিপথের জ্যাভলিন থ্রোয়ার সম্মানিত হচ্ছেন পদ্মশ্রী সম্মানে (Neeraj Chopra awarded with Padmashree) ৷ পদ্মভূষণ পাচ্ছেন টানা দু'টি প্যারালিম্পিক্সে দেশকে পদক এনে দেওয়া জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া (Devendra Jhajharia to get Padma Bhushan) ৷

এছাড়াও দেশের অন্যতম সেরা এই নাগরিক সম্মানে সম্মানিত হয়েছেন টোকিও প্য়ারালিম্পিক্সে দেশকে পদক এনে দেওয়া অবনী লেখারা, সুমিত আন্তিলরা, প্রমোদ ভগতরা ৷ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়ে উচ্ছ্বসিত নীরজ চোপড়া এক ভিডিওবার্তা প্রকাশ করেন অনুরাগীদের জন্য ৷

  • पद्म श्री अवार्ड और परम विशिष्ट सेवा मेडल से सम्मानित किए जाने की खबर सुन के मुझे बेहद खुशी हुई। आप सभी के सपोर्ट और आशिर्वाद के लिए बहुत धन्यवाद। मेरी मेहनत और प्रयास हमेशा ही अपने देश के लिए सर्वश्रेष्ठ परफॉर्मेंस देना ही रहेगा 🙏🏽 🇮🇳 pic.twitter.com/2KOSd70BL5

    — Neeraj Chopra (@Neeraj_chopra1) January 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নীরজ বলেন, "সকলকে প্রণাম ৷ পদ্মশ্রী সম্মানের কথা জানতে পেরে খুব খুশি হয়েছি ৷ আপনাদের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ ৷ দেশের নাম উজ্জ্বল করতে আমার কঠোর পরিশ্রম জারি থাকবে ৷" পদ্মশ্রীর পাশাপাশি সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পরম বিশিষ্ট সেবা মেডেল সম্মানেও সম্মানিত হয়েছেন জ্যাভলিন থ্রোয়ার ৷

আরও পড়ুন : Buddhadeb rejects Padma award : পদ্ম-প্রত্যাখ্যান বুদ্ধের, বিবৃতিতে জানালেন নিজেই

একনজরে ক্রীড়াক্ষেত্রে পদ্ম-সম্মান প্রাপকরা :

  • পদ্মভূষণ : দেবেন্দ্র ঝাঝারিয়া ৷
  • পদ্মশ্রী : নীরজ চোপড়া, সুমিত আন্তিল, অবনী লেখারা, প্রমোদ ভগত, ফয়জল আলি ধর, বন্দনা কাটারিয়া, শঙ্করনারায়ণ মেনন চুন্দাইল, ব্রহ্মানন্দ শঙ্খওয়ালকর ৷

নয়াদিল্লি, 25 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের প্রাক-সন্ধ্যায় মঙ্গলবার 2022 পদ্ম-সম্মানের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার ৷ অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি দেশের ক্রীড়াক্ষেত্রেও উজ্জ্বল একাধিক নাম ভূষিত হয়েছেন পদ্ম-সম্মানে ৷ যাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং চর্চিত অবশ্যই নীরজ চোপড়া ৷ অলিম্পিকস অ্যাথলেটিক্সের মঞ্চে দেশকে প্রথম স্বর্নপদকের স্বাদ এনে দেওয়া পানিপথের জ্যাভলিন থ্রোয়ার সম্মানিত হচ্ছেন পদ্মশ্রী সম্মানে (Neeraj Chopra awarded with Padmashree) ৷ পদ্মভূষণ পাচ্ছেন টানা দু'টি প্যারালিম্পিক্সে দেশকে পদক এনে দেওয়া জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া (Devendra Jhajharia to get Padma Bhushan) ৷

এছাড়াও দেশের অন্যতম সেরা এই নাগরিক সম্মানে সম্মানিত হয়েছেন টোকিও প্য়ারালিম্পিক্সে দেশকে পদক এনে দেওয়া অবনী লেখারা, সুমিত আন্তিলরা, প্রমোদ ভগতরা ৷ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়ে উচ্ছ্বসিত নীরজ চোপড়া এক ভিডিওবার্তা প্রকাশ করেন অনুরাগীদের জন্য ৷

  • पद्म श्री अवार्ड और परम विशिष्ट सेवा मेडल से सम्मानित किए जाने की खबर सुन के मुझे बेहद खुशी हुई। आप सभी के सपोर्ट और आशिर्वाद के लिए बहुत धन्यवाद। मेरी मेहनत और प्रयास हमेशा ही अपने देश के लिए सर्वश्रेष्ठ परफॉर्मेंस देना ही रहेगा 🙏🏽 🇮🇳 pic.twitter.com/2KOSd70BL5

    — Neeraj Chopra (@Neeraj_chopra1) January 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নীরজ বলেন, "সকলকে প্রণাম ৷ পদ্মশ্রী সম্মানের কথা জানতে পেরে খুব খুশি হয়েছি ৷ আপনাদের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ ৷ দেশের নাম উজ্জ্বল করতে আমার কঠোর পরিশ্রম জারি থাকবে ৷" পদ্মশ্রীর পাশাপাশি সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পরম বিশিষ্ট সেবা মেডেল সম্মানেও সম্মানিত হয়েছেন জ্যাভলিন থ্রোয়ার ৷

আরও পড়ুন : Buddhadeb rejects Padma award : পদ্ম-প্রত্যাখ্যান বুদ্ধের, বিবৃতিতে জানালেন নিজেই

একনজরে ক্রীড়াক্ষেত্রে পদ্ম-সম্মান প্রাপকরা :

  • পদ্মভূষণ : দেবেন্দ্র ঝাঝারিয়া ৷
  • পদ্মশ্রী : নীরজ চোপড়া, সুমিত আন্তিল, অবনী লেখারা, প্রমোদ ভগত, ফয়জল আলি ধর, বন্দনা কাটারিয়া, শঙ্করনারায়ণ মেনন চুন্দাইল, ব্রহ্মানন্দ শঙ্খওয়ালকর ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.