ETV Bharat / sports

অসুস্থতার কারণে দিল্লি যাচ্ছেন না দ্রোণাচার্য নরেশ কুমার

বার্ধক্যজনিত কারণে দিল্লি যাচ্ছেন না নরেশ কুমার ৷ সম্প্রতি নরেশ কুমারের নাম দ্রোণাচার্য সম্মানের জন্য ঘোষিত হয় ৷

Leander congratulate to naresh kumar
লিয়েন্ডারের অভিনন্দন
author img

By

Published : Aug 23, 2020, 9:34 AM IST

Updated : Dec 15, 2022, 10:26 AM IST

কলকাতা, 23 অগাস্ট : দ্রোণাচার্য সম্মানে ভূষিত হতে চলেছেন টেনিস তারকা নরেশ কুমার ৷ খবর প্রকাশ হতেই ক্রীড়া মহলে নরেশ কুমারকে অভিনন্দনের জোয়ার বইছে ৷ একের পর এক শুভানুধ্যায়ীদের ফোনে আপ্লুত ভারতীয় টেনিসের প্রপিতামহ নরেশ কুমার ৷ নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ডেভিসকাপে ৷ তবে ডেভিসকাপে সফল নন প্লেয়িং হিসেবে চিহ্নিত হয়েছেন ৷

রমেশ কৃষ্ণান লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতিরা তাঁর অধীনে থেকে ডেভিস কাপে সাফল্য পেয়েছেন ৷ বিশেষ করে শুরুর দিকে নরেশ কুমার ছিলেন লিয়েন্ডারের পথপ্রদর্শক ৷ আজও তাঁর গলায় নরেশের প্রতি শ্রদ্ধা কোনও অংশে কমেনি ৷ দ্রোণাচার্য সম্মানের জন্য নরেশ কুমারের নাম ঘোষণা হতেই লিয়েন্ডার ফোন করে অভিনন্দন জানিয়েছেন ৷

দ্রোণাচার্য সম্মান পেয়ে আপ্লুত বর্ষীয়ান টেনিস খেলোয়াড় নরেশ কুমার ৷ 29 অগাস্ট দিল্লিতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৷ শারীরিক অসুস্থতার কারণে ওই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন ৷ টেনিস অন্তপ্রাণ নরেশ কুমার কলকাতায় গত বছর ডেভিসকাপ দেখতে গিয়েছিলেন ৷ ভারতীয় দলকে উৎসাহিত করেছিলেন ৷

কলকাতা, 23 অগাস্ট : দ্রোণাচার্য সম্মানে ভূষিত হতে চলেছেন টেনিস তারকা নরেশ কুমার ৷ খবর প্রকাশ হতেই ক্রীড়া মহলে নরেশ কুমারকে অভিনন্দনের জোয়ার বইছে ৷ একের পর এক শুভানুধ্যায়ীদের ফোনে আপ্লুত ভারতীয় টেনিসের প্রপিতামহ নরেশ কুমার ৷ নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ডেভিসকাপে ৷ তবে ডেভিসকাপে সফল নন প্লেয়িং হিসেবে চিহ্নিত হয়েছেন ৷

রমেশ কৃষ্ণান লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতিরা তাঁর অধীনে থেকে ডেভিস কাপে সাফল্য পেয়েছেন ৷ বিশেষ করে শুরুর দিকে নরেশ কুমার ছিলেন লিয়েন্ডারের পথপ্রদর্শক ৷ আজও তাঁর গলায় নরেশের প্রতি শ্রদ্ধা কোনও অংশে কমেনি ৷ দ্রোণাচার্য সম্মানের জন্য নরেশ কুমারের নাম ঘোষণা হতেই লিয়েন্ডার ফোন করে অভিনন্দন জানিয়েছেন ৷

দ্রোণাচার্য সম্মান পেয়ে আপ্লুত বর্ষীয়ান টেনিস খেলোয়াড় নরেশ কুমার ৷ 29 অগাস্ট দিল্লিতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৷ শারীরিক অসুস্থতার কারণে ওই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন ৷ টেনিস অন্তপ্রাণ নরেশ কুমার কলকাতায় গত বছর ডেভিসকাপ দেখতে গিয়েছিলেন ৷ ভারতীয় দলকে উৎসাহিত করেছিলেন ৷

Last Updated : Dec 15, 2022, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.