ETV Bharat / sports

East Bengal: ইস্টবেঙ্গলে সই নন্দকুমারের, জাতীয় দলের ফুটবলারকে নিয়ে আক্রমণে শক্তি বাড়াল লাল-হলুদ - ISL 2023 24

ওড়িশা এফসি থেকে নন্দকুমার শেখরকে সই করাল ইস্টবেঙ্গল ক্লাব ৷ আজ লাল-হলুদ শিবিরের তরফে অফিসিয়ালি তাঁর নাম ঘোষণা করা হয়েছে ৷ গত মরশুমে ওড়িশা-র হয়ে দূরন্ত পারফর্ম্যান্স করেছিলেন তিনি ৷

East Bengal ETV BHARAT
East Bengal
author img

By

Published : Jun 10, 2023, 3:56 PM IST

কলকাতা, 10 জুন: শনিবার সকাল থেকেই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল ইস্টবেঙ্গলের সোশাল মিডিয়া পেজে ৷ "বাকি রাখা ঘোষণা, মোটে ভালো কাজ না", হীরক রাজার দেশের বিখ্যাত ডায়লগ মিমের আড়ালে ছিল অফিসিয়াল দল ঘোষণার ইঙ্গিত ৷ সেই ইঙ্গিতকে মান্যতা দিয়ে বেলা বাড়তেই দলবদলের বাজারে ফুটবলার নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা শুরু করল লাল-হলুদ ৷ ওড়িশা এফসি থেকে নন্দকুমার শেখরকে তিন বছরের জন্য দলে নিল ইস্টবেঙ্গল ৷

ক্লেইটন সিলভা, নাওরেম মহেশ সিংদের রিটেইন করার পর এবার নতুন মরশুমে দলগঠন শুরু করে দিয়েছে লাল-হলুদ শিবির ৷ নন্দকুমার শেখরকে তিন বছরের জন্য সই করিয়ে আপফ্রন্ট শক্তিশালী করল তারা ৷ গত মরশুমে ওড়িশা এফসি’র হয়ে 11 গোল করা নন্দ যে নিঃসন্দেহে দারুণ অন্তর্ভুক্তি, সে বিষয়ে সন্দেহ নেই ৷ প্রাক্তন দলের জার্সিতে সুপার কাপ জয়ের অন্যতম কারিগরও ছিলেন তিনি ৷ 27 বছরের নন্দকুমারকে সই করাতে পেরে খুশি কোচ কুয়াদ্রাত ৷

স্প্যানিশ কোচ বলেন, "নন্দকুমারকে দলে পেয়ে খুশি ৷ এই ফুটবলারটি গত বছরে দারুণ খেলেছিল ৷ ফুটবল জীবনের সেরা ফর্মে রয়েছেন ৷ গত মরশুমে আইএসএল এবং সুপার কাপে দারুণ পারফরম্যান্স করেছে ৷ ওড়িশা এফসি'র সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ৷ আমি নিশ্চিত আমাদের দলের শক্তিবৃদ্ধিতে ভূমিকা নেবেন ৷" নন্দকুমার নিজেও খুশি ইস্টবেঙ্গলে সই করে ৷

আরও পড়ুন: জয় দিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপে যাত্রা শুরু ভারতের

তিনি বলেন, "ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে খেলার স্বপ্নপূরণ হচ্ছে ৷ আমি ফুটবলার জীবনের এই পর্বে নতুন চ্যালেঞ্জ নিতে চাই এবং নিজের খেলাকে আরও উন্নত করাই লক্ষ্য ৷ আমার পেশাদার ফুটবল জীবনে প্রথম গোল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে করেছিলাম ৷ 2017 সালে সেইসময় চেন্নাই সিটি এফসি'তে ছিলাম ৷ এবার ঐতিহ্যবাহী ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছি ৷ আমি আমার সেরাটা দিতে চাই ৷ সদস্য-সমর্থকদের ভালোবাসা পেতে চাই ৷” নন্দকুমারের নাম আজ অফিসিয়ালভাবে ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ ৷ আগামী কয়েকদিনে নয়া অন্তর্ভুক্ত হওয়া অন্যান্য নামগুলো শোনার প্রতীক্ষায় ইস্টবেঙ্গল জনতা ৷

কলকাতা, 10 জুন: শনিবার সকাল থেকেই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল ইস্টবেঙ্গলের সোশাল মিডিয়া পেজে ৷ "বাকি রাখা ঘোষণা, মোটে ভালো কাজ না", হীরক রাজার দেশের বিখ্যাত ডায়লগ মিমের আড়ালে ছিল অফিসিয়াল দল ঘোষণার ইঙ্গিত ৷ সেই ইঙ্গিতকে মান্যতা দিয়ে বেলা বাড়তেই দলবদলের বাজারে ফুটবলার নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা শুরু করল লাল-হলুদ ৷ ওড়িশা এফসি থেকে নন্দকুমার শেখরকে তিন বছরের জন্য দলে নিল ইস্টবেঙ্গল ৷

ক্লেইটন সিলভা, নাওরেম মহেশ সিংদের রিটেইন করার পর এবার নতুন মরশুমে দলগঠন শুরু করে দিয়েছে লাল-হলুদ শিবির ৷ নন্দকুমার শেখরকে তিন বছরের জন্য সই করিয়ে আপফ্রন্ট শক্তিশালী করল তারা ৷ গত মরশুমে ওড়িশা এফসি’র হয়ে 11 গোল করা নন্দ যে নিঃসন্দেহে দারুণ অন্তর্ভুক্তি, সে বিষয়ে সন্দেহ নেই ৷ প্রাক্তন দলের জার্সিতে সুপার কাপ জয়ের অন্যতম কারিগরও ছিলেন তিনি ৷ 27 বছরের নন্দকুমারকে সই করাতে পেরে খুশি কোচ কুয়াদ্রাত ৷

স্প্যানিশ কোচ বলেন, "নন্দকুমারকে দলে পেয়ে খুশি ৷ এই ফুটবলারটি গত বছরে দারুণ খেলেছিল ৷ ফুটবল জীবনের সেরা ফর্মে রয়েছেন ৷ গত মরশুমে আইএসএল এবং সুপার কাপে দারুণ পারফরম্যান্স করেছে ৷ ওড়িশা এফসি'র সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ৷ আমি নিশ্চিত আমাদের দলের শক্তিবৃদ্ধিতে ভূমিকা নেবেন ৷" নন্দকুমার নিজেও খুশি ইস্টবেঙ্গলে সই করে ৷

আরও পড়ুন: জয় দিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপে যাত্রা শুরু ভারতের

তিনি বলেন, "ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে খেলার স্বপ্নপূরণ হচ্ছে ৷ আমি ফুটবলার জীবনের এই পর্বে নতুন চ্যালেঞ্জ নিতে চাই এবং নিজের খেলাকে আরও উন্নত করাই লক্ষ্য ৷ আমার পেশাদার ফুটবল জীবনে প্রথম গোল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে করেছিলাম ৷ 2017 সালে সেইসময় চেন্নাই সিটি এফসি'তে ছিলাম ৷ এবার ঐতিহ্যবাহী ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছি ৷ আমি আমার সেরাটা দিতে চাই ৷ সদস্য-সমর্থকদের ভালোবাসা পেতে চাই ৷” নন্দকুমারের নাম আজ অফিসিয়ালভাবে ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ ৷ আগামী কয়েকদিনে নয়া অন্তর্ভুক্ত হওয়া অন্যান্য নামগুলো শোনার প্রতীক্ষায় ইস্টবেঙ্গল জনতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.