ETV Bharat / sports

স্বপ্ন পূরণ ! বলছেন অর্জুন হতে চলা অতনু - কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক

আদতে বরাহনগরের ছেলে । ক্যালকাটা আর্চারি ক্লাব থেকে উত্থান । দেশের সেরা তিরন্দাজদের মধ্যে নাম থাকলেও অতনু আজও পাশের বাড়ির ছেলে । লকডাউনে যখন সবাই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন তুলনামূলকভাবে অতনুর সময়টা ভালো ।

তিরন্দাজ অতনু দাস
তিরন্দাজ অতনু দাস
author img

By

Published : Aug 23, 2020, 6:47 AM IST

কলকাতা, 22 অগাস্ট : জাতীয় ক্রীড়া দিবসে দেওয়া হবে অর্জুন পুরস্কার ৷ শুক্রবার চলতি বছরের অর্জুন সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৷ সেই তালিকায় নাম আছে বাঙালি অলিম্পিয়ান তিরন্দাজ অতনু দাসের ৷ তাঁর নাম আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন অতনু ৷ চোখে মুখে ফুটে উঠছে মানসিক তৃপ্তি ৷

প্রাণোচ্ছ্বল যুবক অতনু দাসের প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘‘ এটা একটা মানসিক তৃপ্তি ৷ আমাকে তিরন্দাজীতে দেওয়ার জন্য ছোটবেলায় মা বাবাকে অনেক কথা শুনতে হয়েছে । সব কিছু সহ্য করে তাঁরা পাশে থেকেছেন । একের পর এক সাফল্য পেয়েও কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছিল । অর্জুন সম্মান সেই খামতি, ক্ষত জুড়িয়ে দিল ৷’’

আদতে বরাহনগরের ছেলে । ক্যালকাটা আর্চারি ক্লাব থেকে উত্থান । দেশের সেরা তিরন্দাজদের মধ্যে নাম থাকলেও অতনু আজও পাশের বাড়ির ছেলে । লকডাউনে যখন সবাই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন তুলনামূলকভাবে অতনুর সময়টা ভালো । অলিম্পিয়ান তিরন্দাজ দীপিকা কুমারিকে বিয়ে করেছেন । লেডি লাকের হাত ধরে অর্জুন সম্মান । দীপিকা আগেই অর্জুন সম্মানে সম্মানিত । ফলে অতনু এবং দীপিকাকে একসঙ্গে "অর্জুন" দম্পতি বলাই যায় । এখানে বলে রাখা ভালো স্বামী স্ত্রী দুজনেই অর্জুন, এমন ঘটনা ভারতীয় ক্রীড়াজগতে কম ।

‘‘এশিয়ান চ্যাম্পিয়নশিপে সাফল্য পাওয়ার পরে মনে হয়েছিল অর্জুন পুরস্কার পেতে পারি,’’ বললেন অতনু । অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য তৈরি হচ্ছিলেন । কিন্তু কোরোনা ভাইরাসের প্রকোপ সবকিছু একধাক্কায় অনেকটা পিছিয়ে দিয়েছে । তা না হলে হয়ত ভারতীয় দম্পতির অলিম্পিক অভিযানের সাক্ষী থাকত দেশ । ‘‘পুরো পরিস্থিতিটাই হাতের বাইরে । এই অবস্থায় বিধিনিষেধ মেনে অদৃশ্য শত্রুর মোকাবিলা করা ভালো,’’ বলছিলেন অতনু ।

বিধিনিষেধ থাকায় মাঠে এখনই অনুশীলনের সুযোগ নেই । ঘরে থেকে প্রস্তুতি সারতে হচ্ছে । ফিটনেস পর্ব সম্পূর্ণ করা গেলেও মানসিক জোর বজায় রাখা কঠিন হচ্ছে, বলছেন ক্রীড়াবিদরা । এই ব্যাপারে একমত অতনু বলছেন, ‘‘কোনও সন্দেহ নেই এই পুরস্কার আমাকে মানসিকভাবে অনুপ্রাণিত করবে । নতুন করে লক্ষ্য স্থির করতে সাহায্য করবে ।’’ দীপিকাকুমারীও ভীষণ খুশি । এইসময়ে বাড়ির বাইরে যাওয়া সম্ভব নয় । তাই স্বামীর অর্জুন প্রাপ্তির আনন্দ বাড়িতেই সেরেছেন । অলিম্পিক স্থগিত । নতুন দিন ঘোষিত হয়নি । তবে দীপিকা এবং অতনু দেশের অলিম্পিক প্রজেক্টে রয়েছেন । হাতে বাড়তি সময়ে নিজেকে গুছিয়ে নিতে ও লক্ষ্যপূরণে নতুন ভাবে স্ট্যান্স নিচ্ছেন অতনু দাস । বাঙালির নতুন অর্জুন ।

কলকাতা, 22 অগাস্ট : জাতীয় ক্রীড়া দিবসে দেওয়া হবে অর্জুন পুরস্কার ৷ শুক্রবার চলতি বছরের অর্জুন সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৷ সেই তালিকায় নাম আছে বাঙালি অলিম্পিয়ান তিরন্দাজ অতনু দাসের ৷ তাঁর নাম আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন অতনু ৷ চোখে মুখে ফুটে উঠছে মানসিক তৃপ্তি ৷

প্রাণোচ্ছ্বল যুবক অতনু দাসের প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘‘ এটা একটা মানসিক তৃপ্তি ৷ আমাকে তিরন্দাজীতে দেওয়ার জন্য ছোটবেলায় মা বাবাকে অনেক কথা শুনতে হয়েছে । সব কিছু সহ্য করে তাঁরা পাশে থেকেছেন । একের পর এক সাফল্য পেয়েও কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছিল । অর্জুন সম্মান সেই খামতি, ক্ষত জুড়িয়ে দিল ৷’’

আদতে বরাহনগরের ছেলে । ক্যালকাটা আর্চারি ক্লাব থেকে উত্থান । দেশের সেরা তিরন্দাজদের মধ্যে নাম থাকলেও অতনু আজও পাশের বাড়ির ছেলে । লকডাউনে যখন সবাই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন তুলনামূলকভাবে অতনুর সময়টা ভালো । অলিম্পিয়ান তিরন্দাজ দীপিকা কুমারিকে বিয়ে করেছেন । লেডি লাকের হাত ধরে অর্জুন সম্মান । দীপিকা আগেই অর্জুন সম্মানে সম্মানিত । ফলে অতনু এবং দীপিকাকে একসঙ্গে "অর্জুন" দম্পতি বলাই যায় । এখানে বলে রাখা ভালো স্বামী স্ত্রী দুজনেই অর্জুন, এমন ঘটনা ভারতীয় ক্রীড়াজগতে কম ।

‘‘এশিয়ান চ্যাম্পিয়নশিপে সাফল্য পাওয়ার পরে মনে হয়েছিল অর্জুন পুরস্কার পেতে পারি,’’ বললেন অতনু । অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য তৈরি হচ্ছিলেন । কিন্তু কোরোনা ভাইরাসের প্রকোপ সবকিছু একধাক্কায় অনেকটা পিছিয়ে দিয়েছে । তা না হলে হয়ত ভারতীয় দম্পতির অলিম্পিক অভিযানের সাক্ষী থাকত দেশ । ‘‘পুরো পরিস্থিতিটাই হাতের বাইরে । এই অবস্থায় বিধিনিষেধ মেনে অদৃশ্য শত্রুর মোকাবিলা করা ভালো,’’ বলছিলেন অতনু ।

বিধিনিষেধ থাকায় মাঠে এখনই অনুশীলনের সুযোগ নেই । ঘরে থেকে প্রস্তুতি সারতে হচ্ছে । ফিটনেস পর্ব সম্পূর্ণ করা গেলেও মানসিক জোর বজায় রাখা কঠিন হচ্ছে, বলছেন ক্রীড়াবিদরা । এই ব্যাপারে একমত অতনু বলছেন, ‘‘কোনও সন্দেহ নেই এই পুরস্কার আমাকে মানসিকভাবে অনুপ্রাণিত করবে । নতুন করে লক্ষ্য স্থির করতে সাহায্য করবে ।’’ দীপিকাকুমারীও ভীষণ খুশি । এইসময়ে বাড়ির বাইরে যাওয়া সম্ভব নয় । তাই স্বামীর অর্জুন প্রাপ্তির আনন্দ বাড়িতেই সেরেছেন । অলিম্পিক স্থগিত । নতুন দিন ঘোষিত হয়নি । তবে দীপিকা এবং অতনু দেশের অলিম্পিক প্রজেক্টে রয়েছেন । হাতে বাড়তি সময়ে নিজেকে গুছিয়ে নিতে ও লক্ষ্যপূরণে নতুন ভাবে স্ট্যান্স নিচ্ছেন অতনু দাস । বাঙালির নতুন অর্জুন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.