কলকাতা, 29 মে : এবার লগ্নিকারী সংস্থার সঙ্গে লেগে গেল মহমেডান স্পোর্টিং ক্লাব কর্তাদের। শতাব্দী প্রাচীন ক্লাবের লগ্নিকারী সংস্থার সঙ্গে কর্তাদের মতবিরোধ বেশ কিছুদিন ধরেই দানা বেঁধেছে (MSC investor Bunker Hill is not happy with club officials) ৷ কিন্তু সদ্য শেষ হওয়া মরশুমে দল মোটের উপর ভাল পারফরম্যন্স করায় বিষয়টি খুব একটা সামনে আসছিল না ৷ তবে শনিবার দুপুরে লগ্নিকারী সংস্থা বাঙ্কার হিলের কর্তা দীপক কুমার সিংয়ের একটি ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়। পোস্টে সরাসরি কাউকে দায়ী না-করলেও সাদা-কালোর ইনভেস্টররা যে ক্ষুব্ধ, তা বেশ স্পষ্ট ৷ বাঙ্কার হিল কর্তা লিখেছেন, "আর চলছে না। আমি সত্যি হতাশ। এবার থেকে কারও সঙ্গে যুক্ত হতে হলে ভেবেচিন্তে যুক্ত হতে হবে।"
শোনা যাচ্ছিল, বাঙ্কার হিলের হাতে 50 শতাংশ শেয়ার থাকলেও আইএসএল খেলার জন্য আরও বড় বিনিয়োগকারী দরকার মহামেডানের ৷ আর সে কারণেই ক্লাব-কর্তাদের কাছে 50 শতাংশের বেশি শেয়ার দাবি করেছিল লগ্নিকারী সংস্থা। কিন্তু তা দিতে রাজি নন ক্লাব কর্তারা। ক্লাব কর্তারা বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন, দল গঠন থেকে শুরু করে ম্যানেজমেন্ট কোনও কাজেই লগ্নিকারী সংস্থা তাঁদের পরামর্শ নেন না ৷ সমস্তকিছু নিয়ে চাপা ক্ষোভ স্ফুলিঙ্গের আকার নিচ্ছিল ৷ যদিও একসঙ্গে বসে এই সমস্যা সমাধান সম্ভব বলে আশাবাদী ছিলেন ক্লাব কর্তারা ৷
আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেলে সমস্ত ক্ষোভ হয়ত চাপা পড়ে যেত, কিন্তু সেটা হয়নি। শেষ ম্যাচে গোকুলাম কেরলের কাছে হেরে লিগ খোয়াতে হয় মহমেডানকে ৷ এরপরেই সব তালগোল পাকাতে শুরু করে ৷ যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি দীপক সিং। তিনি জানিয়েছেন, সময় হলে সবটা বলব ৷ সূত্রের খবর, সোমবার কিংবা মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করার কথা লগ্নিকারীদের।
আরও পড়ুন : ইস্টবেঙ্গলের অফার, প্রবীরের পর কৃষ্ণাও কি সবুজ-মেরুন জার্সি তুলে রাখার পথে ?
যদিও নামপ্রকাশে অনিচ্ছুক ক্লাবের এক কর্তা বলছেন, "বিষয়টি যতটা বড় করে দেখানো হচ্ছে ততটা নয়। আমার সঙ্গে দীপকের কথা হয়েছে। 51 শতাংশ শেয়ার ওরা চাইছে। কোনও সমস্যা নেই তাতে, কিন্তু আমাদের একটু সময় দিতে হবে। সমস্ত কিছু না দেখেশুনে রাজি হব কী করে ? আমাদের তো সদস্য-সমর্থকদের কথা ভাবতে হবে। ওদের বলেছি প্রস্তাব নিয়ে আসতে ৷ সেটা দেখে আমরা জানাব। এখানে বিরোধের কিছু নেই।"