ETV Bharat / sports

অনলাইন ওয়ার্কশপে রেকর্ড SAI-এর, যোগ 5 হাজার কোচের - দোনাচার্য সঞ্জীব সিং

21 দিনের ওয়ার্কশপের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 5075 জন কোচ অংশ নিয়েছেন ৷ 14টি বিভিন্ন স্পোর্টস বিভাগে কোচিং ওয়ার্কশপ হয় ৷

image
SAI -এর অনলাইন ওয়ার্কশপ
author img

By

Published : Apr 18, 2020, 1:57 PM IST

দিল্লি, 18 এপ্রিল : কোরোনা আতঙ্কে লকডাউন গোটা দেশে ৷ তাই অনলাইন ওয়ার্কশপের ব্যবস্থা করেছিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) ৷ আর সেই ওয়ার্কশপে যোগ দিলেন দেশজুড়ে 5 হাজারের বেশি কোচ ৷

21দিনের ওয়ার্কশপের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 5075 জন কোচ অংশ নিয়েছেন ৷ 14 টি বিভিন্ন স্পোর্টস বিভাগে কোচিং ওয়ার্কশপ হয় ৷

গতকালের ওয়ার্কশপের পরিচালনা করেন দোনাচার্য সঞ্জীব সিং ৷ অনলাইন এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী কিরণ রিজিজু এবং ভারতীয় তীরন্দাজ অ্যাসোসিয়েশনের সভাপতি অর্জুন মুণ্ডা ৷

বুধবার SAI এর অনলাইন ওয়ার্কশপের কথা টুইট করে ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ টুইটে তিনি লেখেন,‘‘ যখন পুরো দেশ এক হয়ে COVID-19- এর বিরুদ্ধে লড়াই করছে, তখনই ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের সহযোগীতায় SAI -21 দিনের অন লাইন ওয়ার্কশপের আয়োজন করেছে ৷ 16টি বিভিন্ন ক্রীড়ার উপর কোচেদের এই ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে ৷ আমাদের কোচেদের আরও উন্নত করতে এটাই এই ধরণের সবথেকে বড় পদক্ষেপ ৷’’

দিল্লি, 18 এপ্রিল : কোরোনা আতঙ্কে লকডাউন গোটা দেশে ৷ তাই অনলাইন ওয়ার্কশপের ব্যবস্থা করেছিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) ৷ আর সেই ওয়ার্কশপে যোগ দিলেন দেশজুড়ে 5 হাজারের বেশি কোচ ৷

21দিনের ওয়ার্কশপের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 5075 জন কোচ অংশ নিয়েছেন ৷ 14 টি বিভিন্ন স্পোর্টস বিভাগে কোচিং ওয়ার্কশপ হয় ৷

গতকালের ওয়ার্কশপের পরিচালনা করেন দোনাচার্য সঞ্জীব সিং ৷ অনলাইন এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী কিরণ রিজিজু এবং ভারতীয় তীরন্দাজ অ্যাসোসিয়েশনের সভাপতি অর্জুন মুণ্ডা ৷

বুধবার SAI এর অনলাইন ওয়ার্কশপের কথা টুইট করে ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ টুইটে তিনি লেখেন,‘‘ যখন পুরো দেশ এক হয়ে COVID-19- এর বিরুদ্ধে লড়াই করছে, তখনই ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের সহযোগীতায় SAI -21 দিনের অন লাইন ওয়ার্কশপের আয়োজন করেছে ৷ 16টি বিভিন্ন ক্রীড়ার উপর কোচেদের এই ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে ৷ আমাদের কোচেদের আরও উন্নত করতে এটাই এই ধরণের সবথেকে বড় পদক্ষেপ ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.