কলকাতা, 29 অক্টোবর: ক্লেইটন সিলভারের কাছে হ্যাটট্রিক চাইছেন স্টিফেন কনস্ট্যান্টাইন । প্রতিপক্ষ কোচের এই আবদারের বাড়া ভাতে ছাই ফেলতে চান প্রীতম কোটাল (Pritam Kotal) । ডার্বিতে এটিকে মোহনবাগানের অধিনায়কত্বের আর্মব্যাণ্ড থাকবে এই বাঙালি ডিফেন্ডারের হাতে । আইএসএলের আগের ডার্বিগুলোতেও অধিনায়ক ছিলেন প্রীতমই । নেতা হিসেবে তিনি যে অপরাজেয় থাকতে চাইবেন সেটা বলাই বাহুল্য । স্টিফেন কনস্ট্যান্টাইনের (Stephen Constantine) অধীনে জাতীয় দলের খেলার অভিজ্ঞতা রয়েছে । তাই প্রতিপক্ষ কোচের ব্লুপ্রিন্ট নষ্ট করার টোটকাও জানা রয়েছে ।
"মাঠেই সবকিছুর জবাব মিলবে । ক্লেটনকে মাঠে নেমেই সবকিছু করতে হবে । ও ভালো ফুটবলার । কিন্তু দল হিসেবেই আমরা প্রতিপক্ষকে রুখব ।" সাংবাদিকদের একথাই বলছেন সবুজ মেরুনের অধিনায়ক । পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ডার্বির গ্যালারিতে থাকবেন । কথাটা জানেন প্রীতম । বলছেন, "দাদাকে আমরা সাফল্য উপহার দিতে চাই ।"
আরও পড়ুন: দ্বিতীয়বারে ডার্বিতে বাজিমাত করতে ক্লেইটনের হ্যাটট্রিক চান কনস্ট্যান্টাইন
শুক্রবার বিকেলে মোহনবাগান মাঠে ডার্বির প্রস্তুতি সারলেন জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। গত মরশুমের দ্বিতীয় আইএসএল ডার্বিতে কিয়ান নাসিরির অসাধারণ হ্যাটট্রিক জয় নিয়ে এসে দিয়েছিল । এবছর ইস্টবেঙ্গল কিছুটা গোছানো । ডার্বিতে নামার আগে জুয়ান ফেরান্দো বলছেন তিনি প্রতিপক্ষ নিয়ে চিন্তার চেয়ে নিজেদের শক্তি দুর্বলতা নিয়ে কাটাছেড়া করতেই বেশি মনযোগী । তাঁর কথায়, "আমরা অবশ্যই ম্যাচটা জিততে চাই । সেটাই স্বাভাবিক ।"
স্টিফেন কনস্ট্যান্টাইনের ফুটবল দর্শন রক্ষণ জমাট করে আক্রণের নীতি প্রধান্য পায় । তাই সবুজ মেরুন আক্রমণ থামাতে তিনি যে চক্রব্যুহ সাজাবেন সেটা ধরে নেওয়া যায় । যদিও জুয়ান ফেরান্দো বলছেন, "প্রতিপক্ষের রক্ষণ জমাট হতেই পারে । সেজন্য অভিনন্দন । আমাদের লক্ষ্য জায়গা তৈরি করা । যাতে বল নিয়ে এগোনও যায় । তাহলেই প্রতিপক্ষ খোলস ছেড়ে বেরিয়ে আসবে । আমার ভাবনায় শুধুই নিজের দল । মাঠটা বড় । তাই জায়গা পাওয়া যাবে নিশ্চিতভাবে । মানসিকভাবে আমরা আক্রমনাত্মক ফুটবল খেলতেই ভালোবাসি । দলের উপর ভরসা রয়েছে ।"
আরও পড়ুন: আবেগ নয়, ডার্বিতে অঙ্ক কষেই তিন পয়েন্ট ঘরে তুলতে বদ্ধপরিকর দিমিত্রি-শুভাশিসরা
গত দশ ম্যাচে এটিকে মোহনবাগান 17টি গোল হজম করেছে । এই পরিসংখ্যান অবশ্যই রক্ষণের দৈন্যদশা প্রকোট করে । প্রশিক্ষক বলছেন তাঁরা শুধু রক্ষণ কিংবা আক্রমণ- কোনও একটি বিভাগ নিয়েই চিন্তা করেন না । খেলায় রক্ষণভাগের ভুল স্বাভাবিক ঘটনা বলে মনে করেন ফেরান্দো । ফুটবল দলগত খেলা । তাই দলের সামগ্রিক প্রচেষ্টাতেই সাফল্য নির্ভর করে বলে মনে করেন তিনি ।
কনস্ট্যান্টাইনের লাল হলুদ চক্রব্যুহ ভাঙতে হুগো বুমোস, জনি কাউকো, লিস্টন কোলাসো, দ্রিমিত্রি, মনবীর সিং, আশিক কুরিয়ানরা তৈরি হচ্ছেন ফেরান্দোর নজরদারিতে । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় দলের মধ্যে চেপে বসা চাপ কাটিয়েছে । এবার ডার্বি । জিতে সামনে তাকাতে চাইছেন জুয়ান ফেরান্দো এবং তাঁর দল ।