কলকাতা, 13 ফেব্রুয়ারি: হকি ফিরল মোহনবাগানে, আরও ভালো করে বলতে গেলে বাইশ বছর পর কলকাতা হকি লিগে প্রত্যাবর্তন মোহনবাগানের (Mohun Bagan in Kolkata Hockey League) ৷ কলকাতা ময়দানের হকির দুনিয়ায় মোহনবাগান শুধু নাম নয় ইতিহাস। চলতি শতাব্দীর শুরুতে অ্যাস্ট্রোটার্ফ না-হলে হকি খেলবে না মোহনবাগান ৷ এই দাবিতে দল তুলে নিয়েছিলেন তদানীন্তন সচিব প্রয়াত অঞ্জন মিত্র। প্রচুর চাপের সামনে তদানীন্তন সচিব এবং কার্যকরী কমিটি হকি খেলা থেকে মোহনবাগানকে বিরত রেখেছিল।
চলতি বছরে অ্যাস্ট্রোটার্ফ তৈরির সুনিশ্চিত আশ্বাস মিলতেই হকি দল গড়ে কলকাতা লিগে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় মোহনবাগান। সোমবার কলকাতা হকি লিগে প্রথম ম্যাচে সবুজ-মেরুন মুখোমুখি হয়েছিল সিইএসসি। হকি লিগে বড় দল সিইএসসি। তাদের বিরুদ্ধে 2-1 গোলে জয় তুলে নেয় বাগান শিবির। গোলদাতা আলি আহমেদ এবং নীতিশ নিওপানে। ম্যাচের ফল ছাপিয়ে মোহনবাগানের হকি লিগে প্রত্যাবর্তনই কলকাতা ময়দানের সোমবার বিকেলের বড় খবর।
-
What a Magnificent Performance to Seal the Win!
— Mohun Bagan (@Mohun_Bagan) February 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Joy Mohun Bagan!💚♥️#JoyMohunBagan #Mariners #MohunBagan #MBAC #MohunBaganAthleticClub #Hockey #IndianHockey #IndianHockeyMatch #CalcuttaHockeyLeague #CalcuttaHockeyLeague2023 #CHL #CHL2023 #Matchday #FullTime #FullTimeScore pic.twitter.com/Ycs35QWaJC
">What a Magnificent Performance to Seal the Win!
— Mohun Bagan (@Mohun_Bagan) February 13, 2023
Joy Mohun Bagan!💚♥️#JoyMohunBagan #Mariners #MohunBagan #MBAC #MohunBaganAthleticClub #Hockey #IndianHockey #IndianHockeyMatch #CalcuttaHockeyLeague #CalcuttaHockeyLeague2023 #CHL #CHL2023 #Matchday #FullTime #FullTimeScore pic.twitter.com/Ycs35QWaJCWhat a Magnificent Performance to Seal the Win!
— Mohun Bagan (@Mohun_Bagan) February 13, 2023
Joy Mohun Bagan!💚♥️#JoyMohunBagan #Mariners #MohunBagan #MBAC #MohunBaganAthleticClub #Hockey #IndianHockey #IndianHockeyMatch #CalcuttaHockeyLeague #CalcuttaHockeyLeague2023 #CHL #CHL2023 #Matchday #FullTime #FullTimeScore pic.twitter.com/Ycs35QWaJC
22 বছর পরে মোহনবাগানের হকিতে প্রত্যাবর্তনের দিনে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান গুরুবক্স সিং। উপস্থিত ছিলেন প্রাক্তন হকি খেলোয়াড় এবং ক্রীড়াপ্রশাসক গোপীনাথ ঘোষ। সিইএসসি বনাম মোহনবাগান ম্যাচ ঘিরে সবুজ-মেরুন সমর্থক বনাম রিমুভ এটিকে আন্দোলনের চোরাস্রোত ছিল ময়দানে। মোহনবাগান মাঠের সদস্য গ্যালারিতে উপস্থিত মোহনবাগান ফ্যান ক্লাবের সদস্যরা ব্যান্ড বিউগল এবং নানান গানে মাঠের পরিবেশ জমিয়ে রাখলেন। যেখানে প্রতিবাদের সুর থাকলেও প্রকট নয় তবে, ইঙ্গিতবাহী।
-
Glorious Moments from Today's Match!#JoyMohunBagan #Mariners #MohunBagan #MBAC #MohunBaganAthleticClub #Hockey #IndianHockey #IndianHockeyMatch #CalcuttaHockeyLeague #CalcuttaHockeyLeague2023 #CHL #CHL2023 #Matchday pic.twitter.com/NgHjHW9B5P
— Mohun Bagan (@Mohun_Bagan) February 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Glorious Moments from Today's Match!#JoyMohunBagan #Mariners #MohunBagan #MBAC #MohunBaganAthleticClub #Hockey #IndianHockey #IndianHockeyMatch #CalcuttaHockeyLeague #CalcuttaHockeyLeague2023 #CHL #CHL2023 #Matchday pic.twitter.com/NgHjHW9B5P
— Mohun Bagan (@Mohun_Bagan) February 13, 2023Glorious Moments from Today's Match!#JoyMohunBagan #Mariners #MohunBagan #MBAC #MohunBaganAthleticClub #Hockey #IndianHockey #IndianHockeyMatch #CalcuttaHockeyLeague #CalcuttaHockeyLeague2023 #CHL #CHL2023 #Matchday pic.twitter.com/NgHjHW9B5P
— Mohun Bagan (@Mohun_Bagan) February 13, 2023
আরও পড়ুন: আত্মবিশ্বাসের অভাবে ভুগছে এটিকে মোহনবাগান ! বক্তব্য কোচ ফেরান্দোর
'মোহনবাগানস লেগাসি গ্রেটারদ্যান ইওর ব্র্যান্ড' লেখা ফেস্টুন দেখা গেল মাঠে। ফুটবলে মোহনবাগান নেই, হকিতে আছে তাই আমরাও মাঠে এই স্লোগান লেখা পোস্টারও গ্যালারিতে ছিল। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত গ্যালারিতে উপস্থিত সমর্থকদের সঙ্গে কথাও বলেন। "মোহনবাগান অনেক বড় নাম। সাগরের মতো। কারও সঙ্গে এর তুলনা চলে না। সব সমর্থকের মতো আমিও চাই এটিকে মোহনবাগানের আগে থেকে সরে যাক। তার উদ্যোগ নেওয়া হয়েছে। কথাও চলছে। তবে আজ যারা মাঠে এসেছেন তাঁদের কাছে মোহনবাগানকে হকি মাঠে দেখতে পাওয়ার অভিজ্ঞতা নতুন। তাই বিষয়টি তাঁদের কাছে ঐতিহাসিক বটে। আমরা ক্ষমতায় আসার পরে হকি ফেরানোর কথা বলেছিলাম। তা পূরণ করেছি। এখনও পর্যন্ত যা বলেছি তা রেখেছি", বলেন দেবাশিস দত্ত।