কলকাতা, 11 অক্টোবর: এএফসি কাপে মোহনবাগান সুপারজায়ান্টের তৃতীয় ম্যাচের স্থান পরিবর্তনের ইঙ্গিত আগেই ছিল । তাই সত্যি হল ৷ শারদ উৎসবের মাঝে কলকাতায় ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা সম্ভব নয় ৷ তাই এএফসি কাপে মোহনবাগান-বসুন্ধরা কিংসের 24 অক্টোবরের ম্য়াচ হচ্ছে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ৷ কেবল স্থান নয়, পরিবর্তন হয়েছে সময়ও । নতুন সূচিতে মোহনবাগান সুপার জায়ান্টের খেলা শুরু হবে রাত সাড়ে ন-টায় । যা দেখে বিস্মিত সবুজ-মেরুন সমর্থকরা ।
পুজোর সময় বলে পুলিশ দেওয়া সম্ভব নয়,অগেই জানিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাই যুবভারতীর বদলে খেলা চলে গিয়েছে ওড়িশায় । সেখানেই মোহনবাগানের খেলা শুরু হবে রাত সাড়ে ন'টায় । আগে ঠিক ছিল মোহনবাগান-বসুন্ধরা ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটেয় । কিন্তু সেই ম্যাচ পিছিয়ে হয়েছে রাত সাড়ে ন-টায় । সেইদিন ওড়িশা এফসির এএফসি কাপের ম্যাচও রয়েছে একই স্টেডিয়ামে। ওড়িশা খেলবে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের সঙ্গে । সেই ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায় । তারপর শুরু হবে মোহনবাগান-বসুন্ধরা কিংসের ম্যাচ । মাঝে বেশ কিছুটা সময় রাখা হয়েছে। যদি কোনও কারণে প্রথম ম্যাচ পিছিয়ে যায় তাহলে শেষ করার জন্য সমস্যা বাড়বে । তখন মোহনবাগানের খেলা নিয়ে সমস্যায় পড়তে পারেন সংগঠকরা । তাই বাধ্য হয়ে রাত সাড়ে ন'টা থেকে খেলা হবে বলে জানিয়েছে সংগঠকরা ।
তবে এত রাতে খেলা হলে দর্শক সমাগম কতটা হবে, তা নিয় সন্দেহ থেকেই যাচ্ছে ৷ পাশাপাশি ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়তে পারেন । এই ব্যাপারেই মোহনবাগান সুপারজায়ান্টর কোচ জুয়ান ফেরান্দো বারবার বলেন, "ফুটবলারদের মানসিক ক্লান্তির আসে পারে । যা নিয়ে তিনি চিন্তিত । তবে এএফসি কাপে ইতিমধ্যে দু'টো ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান । প্রথম ম্যাচে ওড়িশার মাঠে গিয়ে ওড়িশাকে 4-0 গোলে হারিয়েছে । গোল করেছিলেন দিমিত্রি (2), আব্দুল সামাদ, লিস্টন কোলাসো । পরের খেলায় মালদ্বীপের মাজিয়া ক্লাবকে 2-1গোলে হারিয়ে দেয় তারা। মোহনবাগানের হয়ে দু’টি গোল করেছিলেন জেসন কামিংস ।
আরও পড়ুন: পেনাল্টি ‘মিস’ করা কামিংসই হিরো, শেষ মুহূর্তের গোলে মাজিয়া ‘বধ’ বাগানের
এদিকে সন্তোষ ট্রফিতে বাংলাদল গোল শূন্য ড্র করেছে দিল্লির বিরুদ্ধে। এই ম্যাচেও খারাপ রেফারিংয়ের শিকার বলে অভিযোগ করেছেন বাংলার কোচ রঞ্জন চৌধুরী । শুক্রবার বাংলা তাদের তৃতীয় ম্যাচে হরিয়ানার মুখোমুখি হবে। মূল পর্বে যাওয়ার জন্য বাংলার পরবর্তী তিনটে ম্যাচ মাস্ট উইন ম্যাচ ।